![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অগ্নিশিখা জ্বালিয়ে দা্উ দাউ দাউ করে জ্বলুক। অন্নগুলো কেড়ে নাও ক্ষুধার জালা বুঝুক।
একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র মুক্তিকামী মানুষের গণজাগরণে যে ভূমিকা নিয়েছিল আজ তা নিচ্ছে ফেসবুক, ব্লগ।
এইতো দিন দশেক আগেও ফেসবুকার বা ব্লগারদের নিয়ে বিচ্ছিরি মন্তব্য করা হতো। বাবার টাকা পয়সা জলাঞ্জলী দিচ্ছে বলে শুধু অপবাদ দেওয়া হতো। এই আপনাকেও বেশ কয়েকবার বাড়ি থেকে, এলাকা থেকে, প্রতিষ্টান থেকে হুমকী দেওয়া হয়েছিল শুধু ফেসবুকে বা ব্লগে বিচরণের জন্য। আপনাকে প্রমাণ সাইজ গিয়ান দিয়ে বুঝানো হত, যার খেয়ে দেয়ে কোন কাজ নেই সেই ফেসবুক চালায়। আরো কত শত গিয়ান। যারা শুধু বলতো ফেসবুকে লিখে কি আর হবে? তাদেরকে বলে দিতে চাই ফেসবুকে লিখে কি হয়নি? এর আগে পেরেছেন কি কেউ সাধারণ মানুষকে নিয়ে এত গণজাগরণ সৃষ্টি করতে?
আমরা নিজের টাকা পয়সা খরচ করে ব্যান্ডউইথ কিনি। অক্লান্ত পরিশ্রম করে একেকটা লেখা তৈরী করি। এর জন্য কেউ আমাদের এক টাকা দেয়না। আমরা টাকার আশায় রাজপথে আসিনি। কিংবা লেখালেখি আমাদের কারো প্রধান পেশা না। আমরা বাচাঁর প্রয়োজনে লিখি। দেয়ালে শেষাগ্র ঠেকে গেলেই আমরা কলম ধরি। টাকার বিনিময়ে যারা দেশ নিয়ে লেখালেখি করেন তারা কেউ কলামিষ্ট কেউবা সাংবাদিক, কেউবা রাজনীতিবিদ। কলামিষ্ট বলেন আর সাংবাদিক বলেন তারা কোন না কোন দলভূক্ত পত্রিকা/চ্যানেল এর অন্তভূক্ত এবং তাদের প্রতিটি লেখার পেছনে একটি নির্দিষ্ট অংকের টাকা দেওয়া হয়।
কিন্তু আমরা সাধারণ পাবলিক গুটি কয়েক অল্প আয়ের তরুণ প্রজন্ম। যাদের বুকে বাংলাদেশ ছাড়া অন্য নির্দিষ্ট কোন দল নেই। দাতা নেই, ছাতা নেই। ফাগুনে আগুন লাগিয়ে যে সব ছেলেদের আজ দ্বিগুন বেগে আনন্দ উতসব করার কথা সেই সব তরুনেরা আজ দল, মত বিচারহীনভাবে দিনাদিপাত লিখেই যাচ্ছে অবিরত, সচল রাখছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বিকল্প অনলাইন মাধ্যম। বলা যায়, সেই সব টগবগে দেশপ্রেমি তরুণদের লেখনিই আমাদেরকে রাজপথে নিয়ে এসেছে।
একাত্তর পরবর্তী সময় থেকে এই পর্যন্ত যে সব রাজাকারেরা আস্তানা গড়েছিল সোনার বাংলায় সেই সব আস্তানা গুড়িয়ে দেবার প্রয়াস নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রাজনীতিবিদ প্রয়াস দেখিয়ে ব্যর্থ হয়েছেন বারবার। তাদের নেতৃত্বে আমরা যখন বারবার ব্যর্থ হচ্ছি তবে এবারের নেতৃত্বটা আমাদেরই হওয়া কাম্য।
বিশ্বের খ্যতিমান-শক্তিমান নোবেল জয়ী লেখকেরা আজ পর্যন্ত তাদের লেখনির মাধ্যমে কখনো একটি নির্দিষ্ট জাতিকে এক কাতারে দাঁড় করাতে পারেননি। অথচ নামহীন বেনামি কিছূ ব্লগার ও অনলাইন একটিভিটিষ্টরা তাদের লেখনির মাধ্যমে গণজাগরণ সৃষ্টি করে সারা বাংলাকে নিয়ে এসেছেন এক পতাকার তলে। আমার সৌভাগ্য, যে আমিও আজ সেই ব্লগারদের একজন।
যে যেখানে যে অবস্থানে থাকুন আন্দোলন অব্যাহত রাখুন। রাজাকারদের ফাসি দিয়েই ঘরে ফিরব।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১
আজ আমি কোথাও যাবো না বলেছেন: যে যেখানে যে অবস্থানে থাকুন আন্দোলন অব্যাহত রাখুন। রাজাকারদের ফাসি দিয়েই ঘরে ফিরব।