![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অগ্নিশিখা জ্বালিয়ে দা্উ দাউ দাউ করে জ্বলুক। অন্নগুলো কেড়ে নাও ক্ষুধার জালা বুঝুক।
ধরেন একজন লোক চুরি করে, সুদ খায় আবার নামাজো পড়ে, রোজাও রাখে, আবার আরেকজন লোক মদ খায়না, সুদও খায়না আবার নামাজো পড়ে না এমনকি আল্লাহকে অস্বীকার পর্যন্ত করে। কোনজন ভালো? চলেন একটু ব্যাখ্যা করা যায়।
প্রথমজন আল্লাহকে পূর্নরুপে বিশ্বাস করা স্বত্বেও সে আল্লাহর দেওয়া বিধানগুলো মেনে চলছেনা তবুও বলা যায় প্রথমজন আস্তিক। আর দ্বিতীয়জন যেহেতু আল্লাহকে বিশ্বাস পর্যন্ত করে না তাই বলা যায় দ্বিতীয়জন কাফের।
এবার আল-কুরান থেকে কিছু অংশ উল্লেখ করা যাক। প্রথমজন মুনাফিক। কেন প্রথমজন মুনাফিক?
আরবি নিফাক শব্দ থেকে মুনাফিক শব্দের উতপত্তি। নিফাক শব্দের বাংলা অনুবাদ হচ্ছে কপঠতা, ভন্ডামী, দ্বিমুখীভাব পোষন করা, মুখে এক অন্তরে আরেক। অর্থাত যারা মুখে শুধু আল্লাহকে মেনে চলার প্রতিশ্রুতি দেয় অথচ আল্লাহর দেওয়া বিধি নিষেদ মেনে চলে না। তারাই মুনাফিক। এ ব্যাপারে বলা যায় প্রথম জন মুনাফিক।
এখন বিচার করা যায় কে ভালো?
দ্বিতীয়জন একজন কাফের আর প্রথমজন একজন মুনাফেক। আসেন দেখি কুরান কি বলে?
প্রথমেই একটা হাদিস, নবী বলেছেন- নিশ্চই কাফির অপেক্ষা মুনাফিক নিকৃষ্টতম। বুখারী, হাদিস-২৪০৬। বিশ্বনবী যেখানে কাফেরদের চেয়ে মুনাফিকদের খারাপ বলেছ্নে সে হিসেবে বলা যায় দ্বিতীয়জন (কাফের) অবশ্য প্রথমজন (মুনাফিক) অপেক্ষা কিছুটা ভালো।
আবার কুরান বলল, ''নিশ্চই মোনাফিক দের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্থরে।'' সুরা আননিসা, আয়াত -১৪৫। আবার অন্য আয়াতে উল্লেখ আছে, ''আর যারা অবিশ্বাস করবে আর আমার নির্দেশসমূহ মিথ্যা জানবে, তারাই হাবিয়া দোজখের আগুনে জ্বলবে অনন্তকাল'' সুরা বাকারাহ, পারা-১, আয়াত ৩৯-। প্রশ্ন আসতেই পারে যে জাহান্নামের স্তর কয়টি?
জাহান্নামের স্থর ৭টি। সর্বনিম্ন স্থর হচ্ছে লাযা আর দ্বিতীয় স্থর হচ্ছে হাবিয়া দোজখ। আর হাবিয়া দোজখে যাবে কাফেররা আর লাযা অর্থাত নিকৃষ্ট এবং সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিকরা।
এখন আপনিই বলেন কোনজন ভালো। দ্বিতীয়জন না প্রথম জন?
২| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৪
রাজনীতির ভাষা বলেছেন: কে ভালো এই প্রশ্ন অবান্তর। কে বেশি শয়তান এটা নিয়ে আলোচনা হতে পারে।
৩| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৫
রাজনীতির ভাষা বলেছেন: নাস্তিকরে বাশ দিয়া মারা হইব আর মুনাফিকরে দড়ি দিয়া।
৪| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৩
কাজী ভাইয়া বলেছেন: আপনার মুনাফিক এর definition ভুল
৫| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৪
কসমিক রোহান বলেছেন: লেছেন: আল-কুরআন এবং হাদীস এর আলোকেই তিনি (আল্লামা শফী) তার বক্তব্য দিয়েছেন। আমাদের আল-কুরআন এবং হদীসকে জানতে হবে রুট লেভেল থেকে বিশুদ্ধভাবে, অতপর নিজেই বুঝতে পারবেন ইনশা আল্লাহ্।
ইসলাম কে গোড়া বা রুট লেভেল থেকেজানতে হবে, মাঝখান থেকে ইসলাম কে বোঝা যাবেনা।
আলিফ , বা , তা, ছা থেকে শুরু করা যেতে পারে, বুঝতে পারবেন।
মাঝখান থেকে বুঝা যাবেনা কিছুই।
ইসলাম কে শিখতে হবে এমন কারো কাছে থেকে যার ইসলামী ইলম এসেছে উর্দ্ধক্রমে স্বয়ং রাসুলাল্লাহ (সাঃ) কাছ থেকে।
আপনি কওমি মাদ্রাসায় ভর্তি হয়ে যেতে পারেন। একদম রুট লেভেল থেকেশিখতে পারবেন।
অন্যথায় একজন আলেম এর কাছে যান, যিনি রুট থেকে ইসলাম জেনেছেন।
আমরা যারা জেনারেল সাবজেক্ট এর স্টুডেন্ট তাদের মেন্টালিক সেটাপ এবং লজিক তৈরী হয়েছে আলাদাভাবে যা আমাদেরকে আমাদের নিজেদের পছন্দমত লজিক গ্রহণে কার্যকর ভূমিকা রাখে। আমাদের সুবিধা অনুযায়ী লজিক আমরা মানি।
কোন কিছুর উপর ভাসা ভাসা জ্ঞান নিয়ে অনুমান করে লজিক স্থাপন করলে সেটা অধিকাংশ সময়েই ভুল হয়।
একটা ছোট্ট ভুলেই অনেক বড় ক্ষতি হতে পারে।
তাই সাবধানী থাকা শ্রেয়।
ধন্যবা
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:০১
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: বাংলাদেশে মোনাফেকদের পরিমাণ কতো তা আমার এই লেখাটি পাঠ করলে জানতে পারবেন। নিজের সমাজকে চিন্তে পারবেন। আগে পড়ে না থাকলে পড়ার আহবান জানাই। মজা পাবেন গ্যারান্টি।
ভণ্ড ভণ্ড ভণ্ড
Click This Link