![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অগ্নিশিখা জ্বালিয়ে দা্উ দাউ দাউ করে জ্বলুক। অন্নগুলো কেড়ে নাও ক্ষুধার জালা বুঝুক।
আমি অতি দুর্বল হার্টের একজন মানুষ। সামান্য ইদুর মারতে গেলেও তিনবার ভাবতে হয়। সেক্ষেত্রে বাবা-মাকে খুন করার মতো দু:সাহস আমার কখনো হয়নি, এমনকি এধরণের খবর জানার, পড়ার, শোনার সাহসও আমার হয়নি। এখন অবধি ঐশীর ব্যাপারে আমি সম্পূর্ণভাবে ভালোভাবে জানতে পারি নাই। বলা যায় এ ধরনের হৃদয় বিদারক দৃশ্য/ঘটনা দেখার কিবা জানার মতো সাহস আমার কখনো ছিলনা। তার চেয়ে বরং ঐশীকে নিয়ে আপনারাই কথা বলেন।
আফ্রিকায় নিরব কবি নামে আমার একজন বন্ধু থাকেন। তিনি প্রায় সময়ই ফোনে কথা বলার সময় বাংগালী জীবনের নিম্নমান, বাংগালীদের প্রতি নির্যাতন নিয়ে অনেক হায় হতাশ করেন।
গত ১৪ আগস্ট রাতে এক সোমালিয়ান ব্যবসায়ী ডুডুজা লোকেশনের স্থানীয় এক কালো স্কুল ছাত্রকে আকস্মিক গুলী করলে তাৎক্ষণিকভাবে উগ্রপন্থী কালোরা আফ্রিকার বেশ কিছু লোকেশনে একযোগে সকল বিদেশীদের উপর হামলা করেছে। যে কোন হামলায় পিতৃ-মাতৃহীন বাংগালীরা একটু আগেই মরে। এতে নিহত হয়েছেন ৫ জন বাংগালী।
পান থেকে চুন খসলেই বাংগালীদের উপর চলে অকথ্য নির্যাতন। নীরবে নির্যাতন সহ্য করে সর্বস্ব হারিয়ে ফেলা এসব নির্দোষ খেঁটে খাওয়া বাঙালিদের নিয়ে কথা বলার সময় আমার নেই, আমাদের নেই। তাদের হয়ে কথা বলার সময় নেই গণমাধ্যমের। তাদের নিয়ে কথা বলার সময় নেই আফ্রিকায় নিয়োগ দেওয়া হাই কমিশনার ও পেইড দালালে ভরপুর স্থানীয় ‘বাঙলাদেশ পরিষদ’ এর।
বন্ধুটি আরো জানালেন আমাদের স্বদেশী মন্ত্রী মিনিষ্টারটা যখনেই আফ্রিকায় হাওয়া খেতে আসেন, তখনি তারা (বাংগালীরা) তাদের অভিযোগ জানান। কিন্তু নির্বোধ বাংগালী জানে না যে, 'হাঁসের ডাকের কোন প্রতিধ্বনী হয়না।'
মন্ত্রী মহোদয়রা বরাবরে মতো প্রতি বারই স্বদেশী শ্রমিকদের কথা ভুলে আটলান্টায় হাওয়া লাগিয়ে, খেয়ে দেয়ে দেশে ফিরে আসেন। তাদের আসা যাওয়ার ভিড়ে বহু বাংগালী প্রাণ ঝড়ছে অকালে, বহু বাংগালীর রক্ত মিশে আছে বহুগামী মাটিতে...
আর কত বাঙালি এভাবে সর্বস্ব হারাবে কেউ জানেনা। আর কত রক্ত ঝরলে সেগুলোর বদৌলতে এই খবর পৌঁছে যাবে আমাদের হলুদ সাংবাদিকদের কর্ণ গুহরে কেউ জানেনা।
বঙ্গ দেশের হলুদ মিডিয়াগুলো কার প্রতিনিধিত্ব করছে আসলে? বাঙলাদেশ পরিষদের পা চাটা হাই-কমিশনারের এই নীরবতার উদ্দেশ্য কি?
খুব জানতে ইচ্ছে করে...
২| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪১
মুরাদ-ইচছামানুষ বলেছেন:
হয়ত এসব মৃত্যু নিয়ে রাজনীতি করার সুযোগ নেই, তাই কেউ কোন কথা বলে না।
আমাদের সব আবেগ অনুভুতি রাজনৈতিক হয়ে যাচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রনালয়ের তো এসব দেখার কথা।
৩| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ২:২২
মাসুম আহমদ ১৪ বলেছেন: মুরাদ-ইচছামানুষ বলেছেন: হয়ত এসব মৃত্যু নিয়ে রাজনীতি করার সুযোগ নেই, তাই কেউ কোন কথা বলে না।
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৪
মিনেসোটা বলেছেন: আপনারা একটু সশস্ত্র থাকতে পারেন না?