নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Run for mankind...

মোবারক হোসেন রুবেল

অগ্নিশিখা জ্বালিয়ে দা্উ দাউ দাউ করে জ্বলুক। অন্নগুলো কেড়ে নাও ক্ষুধার জালা বুঝুক।

মোবারক হোসেন রুবেল › বিস্তারিত পোস্টঃ

স্যরি ফরিদা পারভীন

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫২

আমি যখন চাকরীর জন্য প্রথম ভাইভা বোর্ডে ফেস করি তখন ছিলো ২০০৭ সাল। সেটা ছিল একটা কিন্ডারগার্টেন স্কূল। জীবনের প্রথম ভাইভা বোর্ডে ফেস করা। মডারেট মহোদয়গণ কি কি প্রশ্ন করতে পারেন সেই ভেবে পূর্বেকার রাতে আমার ঘুম হয়নি।



আমার স্পষ্ট মনে পড়ছে সেদিন রাতে আমি প্রায় ঘুমিয়েই পড়ছিলাম। ভাইভা বোর্ডে তো বিভিন্ন প্রশ্ন করা হয়। হঠাত করে মনে হলো- আচ্ছা, তারা যদি আমার কাছে জানতে চান, আমার প্রিয় সংগীত শিল্পী কে?



একজন প্রিয় গায়ক/গায়িকা সিলেক্ট করা দরকার। রাত জেগে, অনেক অংক কষে, বুঝে-শুনে নির্নয় করলাম তিনি একমাত্র ফরিদা পারভীন হতে পারে। যার কন্ঠে লালন শুনলে পৃথিবীটাকে স্বর্গ মনে হয়।



আর সেই ফরিদা পারভীন সম্পর্কে যদি কন্ঠশিল্পী আলহাজ্ব (তিনি হজ্জ করেছেন পরপর তিন বার) কুদ্দুছ বয়াতী মন্তব্য করেন যে, ‘ফরিদা পারভীন কোন শিল্পীই না’ তাহলে এই নিয়ে আমাকে দু’চারটা কথা বলতেই হয়।



ফরিদা যে কাজটা করেন তা হলো নিজেকে লালন চিন্তার ধারক ও বাহক মনে করেন। লালন সম্পর্কে যতটুকু জানি তিনি অত্যত্ন বিনয়ী প্রকৃতির ছিলেন। গুরু সিরাজ সাইকে য়থেষ্ট সম্মান দিয়েই কথা বলতেন যা আমরা বিভিন্ন গানেই প্রমাণ পাই। কিন্তু ফরিদা এ কি করলেন?



লালনাদর্শের ছিটেফোটার মাথা খেয়ে যিনি একজন বাউল সম্রাটকে বাউল মানতে নারাজ তাকে অনুরোধ করব আপনি অন্তত একবারের জন্য হলেও আপনার ভক্তদের দিকে চেয়ে দেখেন তাদের কতটুকু আপনি নিরাশ করেছেন।



আমি ব্যক্তিগতভাবে ফরিদা পারভীনকে অনুরোধ করব তিনি তার নিজ ভুলটুকু স্বীকার করে নিয়ে আমাদের মতো ভক্তদের প্রতি তার প্রাপ্য সম্মানটুকু বজায় রাখবেন।

ফেবু লিংক

Click This Link

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৫

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ স্মৃতি চারন

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০৪

পড়শী বলেছেন: সত্য তিতা হলেও সেটা সত্য। সত্য কে দৃঢ়ভাবে বলার জন্য ফরিদা পারভীনের প্রতি শ্রদ্ধা আরো বেড়ে যাওয়া উচিৎ।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯

আহমেদ নিশো বলেছেন: পরপর তিন বার হজ্জ করলেই তাকে আলহাজ্ব বলেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.