নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস জীবনের ছোট্ট কিছু অভিজ্ঞতা নিয়ে সাজানো আমার এই ব্লগ।

মোবারক হোসেন রুবেল

অগ্নিশিখা জ্বালিয়ে দা্উ দাউ দাউ করে জ্বলুক। অন্নগুলো কেড়ে নাও ক্ষুধার জালা বুঝুক।

মোবারক হোসেন রুবেল › বিস্তারিত পোস্টঃ

কবিতার ব্যবচ্ছেদ

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৪

রাবীন্দ্রিক যুগে রবীন্দ্রদের কাছে পত্রিকার সম্পাদকেরা কবিতা চাইতেন। কবি ভাই, ‘এক সপ্তাহের ভিতরে আমার পত্রিকার বর্ষপূর্তি উপলক্ষ্যে একটা কবিতা লিখে দিতে হবে।‌’ তাঁরা এক সপ্তাহ যাবত অনেক গবেষনা করে, শত পৃষ্টা ছিড়ে, কাট-ছাট করে অনেক যতন করে কবিতাটি পাঠিয়ে দিতেন সম্পাদক বরাবরে।



জীবনানন্দের যুগে সময় চাওয়া হতো তিন/চার দিন। বর্তমান প্রেক্ষাপটে ভাবতে অবাক লাগে যে, একটা কবিতা লিখতে তাঁরা তিন/চারটি দিন সময় নিতেন। অরি বাপরি!!



আর এখন?



: হ্যালু, কবি ভাই একুশে ফেব্রুয়ারী উপলক্ষ্যে আমার পত্রিকায় একটি কবিতা লিথে দিতে হবে। এখন কইবেন?

-হ্যা, আমি মুবাইলে কইতাছি, আপনি রেকর্ড মারেন।



তাতক্ষনিক মুখ দিয়ে কবি বলে যাচ্ছেন ছম্পাদক রেকর্ড মারতাছেন। কবি কহিলেন,



একুশে ফেব্রুয়ারী

বাশপাতায় বসে থাকা দুপুর হস্তি

দু’কূলে মীনক্ষুভাকুল কুবলয়



ছম্পাদক অতীব পুলকিত হইয়া কহিলেন, আহ!! কি শব্দ শৈলী রে বাপ, পরের লাইন কন কবি ভাই,



চাদনী রাতে হালুম পেঁচা

বাসায় ঢুকে দেখি বদনার চাবি নাই

মূলা খাই না

আমি মূলা খাইনা

মুলার তরকারী

আমি কি ভুলিতে পারি

একুশে ফেব্রুয়ারী



বাহ!! মাহরী!! মরে গেলুম, কবি সাব, শকুন আছে?



অত:পর ষ্টার্ট লও

তুমি ষ্টার্ট লও

শকুনে কোবলে খেলো ধানক্ষেত

পারদে স্তুপাকার গাংচিল

ব্যস্ত আদার ব্যাপারী

একুশে ফেব্রুয়ারী।



ছম্পাদক দন্যবাধ দিয়া কহিলেন মাইরী বলছি কবি ভাই, এমুন ছুন্দর কবিতা আমার বাপেও হুনে নাই।



কবিতাটি পত্রিকায় ছাপা হলো।



কবিতা ল্যাখা আজ এতটাই সহজ।



ফেবুতে দ্যাখতে চাহিলে

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৯

জোবায়েদ-অর-রশিদ বলেছেন:
কবিতা ল্যাখা আজ এতটাই সহজ !
হূম ... কিন্তু একখানা কবিতা আজও লেখা হইলোনা ...

চার লাইন লিখতে একমাসেরও বেশী সময় চেষ্টা করলুম। কিন্তু তবুও হলোনা কবিতা। আর আপনি বলছেন সহজ !

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৫

অরুদ্ধ সকাল বলেছেন: তাহারপর ্ও পত্রিকায় লেখা প্রকাশ হলু না ভ্রাতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.