![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Online Journalist, Contractor, Land Buyer/ Seller, It Expert, Organizer, Content Creator, Graphics Designer, Blogger, BG: A+(ve), Founder-Priyo Barishal News Portal.
নাটক “বড় ছেলে” ও আমার মতামত
অনেক আগে স্টার প্লাসের হিন্দি মেগা-সিরিয়ালের একটি চরিত্র নিয়ে আহম্মকি ঘটনার কথা শুনে ছিলাম এক মোটিভেশন অরিয়েন্টেশন প্রোগ্রামে। সেই ঘটনাটি হলো একবার এক মহিলাকে পাওয়া গেল যিনি দু’রাকাত নামাজ পরে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন এই জন্য যে,“কুসুমের স্বামী যেন মারা না যায়” । এই কুসুম বাস্তবে কোন বিপন্ন, অসহায় রক্তমাংসের কোন নারী নয় বরং টেলিভিশনের হিন্দি মেগা সিরিয়ালের একটি চরিত্র। কুসুম চরিত্রটি মারা যাবে নাকি বেচে থাকবে তা নির্ভর করে পরিচালকের উপর। অথচ আমরা কত বোকা আমাদের ইবাদত বন্দেগীতে ঢুকে গেছে এখন এই টিভি নামক আলস্য-আসক্তি।
নাটক তো জীবনেরই একটা অংশ। অনেক ক্ষেত্রে নাটকের ভিতরে নাটকীয়তা থাকলেও বাস্তব জীবনে নাটকীয়তা খুঁজে পাওয়া ভাঁড়। বলছিলাম বর্তমান সময়ের বহুল আলোচিত নাটক “বড় ছেলের” কথা,
প্রথমে ধন্যবাদ দেই পরিচালক কে দারুণ একটি নাটক আমাদের উপহার দেওয়ার জন্য, সবার মতো আমিও একদম স্রোতে গা ভাসিয়ে দিতে পারিনি কেননা নাটকটির দুটি অংশ আমার কাছে দৃষ্টিকটু লেগেছে।
একঃ ভালো ছাত্রের চাকরী না পাওয়া
দুইঃ বড় লোকের মেয়ের সাথে প্রেমের সম্পর্ক
প্রথম বিষয়টিঃ আমার যানা মতে এখন ঢাকার মতো জায়গায় টিওশনী করে ৩০/৪০ হাজার টাকা আয় করা সম্ভব এবং সত্যি কারের মেধাবীদের এখন চাকরী হয়না তা বিশ্বাস করতে পারছিনা।
দ্বিতীয় বিষয়টিঃ বড় লোকের মেয়ের সাথে প্রেমের সম্পর্কটি!!! বর্তমান যুগে বড় লোকের হাই সোসাইটির একটি মেয়ে একজন নিম্ন-মধ্যবিত্ত ঘরের ছেলের জন্য এত আবেগ দেখাবেনা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এতো আবেগ শুধু মাত্র নাটক কিংবা সিনেমায় মানায় বাস্তবে পুরাই ভিন্ন।
সহযোগীতায়: Sakur Ahmed
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৪
শুভবাদী রোদ বলেছেন: আমি নিজেও অবাক এরকম একটি সাধারণ কাহিনি কী করে এতো আলোচনার বিষয় হলো। দশ পনেরো বছর আগে এ ধরনের সাধারণ মধ্যবিত্ত কাহিনি হরহামেশা প্রচারিত হতো। হতে পারে, এখনকার ফেসবুক জেনারেশনের কাছে অন্যান্য কাহিনির ভিড়ে এটি একটু ব্যতিক্রম হয়ে ধরা পড়েছে। ভালো।
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৫
শুভবাদী রোদ বলেছেন: হুমায়ূন আহমেদের কিছু উপন্যাসে এরকম দেখা গেছে না?
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৪
রাজসিংহ বলেছেন: মেহজাবিনের কান্না দৃশ্যটাই সবচেয়ে আকর্ষণীয় ছিল।
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫২
রুহুল আমিন খান বলেছেন: শুভবাদী রোদ বলেছেন: আমি নিজেও অবাক এরকম একটি সাধারণ কাহিনি কী করে এতো আলোচনার বিষয় হলো। দশ পনেরো বছর আগে এ ধরনের সাধারণ মধ্যবিত্ত কাহিনি হরহামেশা প্রচারিত হতো। হতে পারে, এখনকার ফেসবুক জেনারেশনের কাছে অন্যান্য কাহিনির ভিড়ে এটি একটু ব্যতিক্রম হয়ে ধরা পড়েছে। ভালো।
একমত।
৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫০
ফয়সাল রকি বলেছেন: বড় ছেলে দেখার সুযোগ পেলাম কৈ?
৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
ইমু সাহেব বলেছেন: বাস্তবতা তুলে ধরার প্রয়াস । শেষ দশ মিনিটের অভিনয় অতি সুন্দর ।।
৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২১
কাছের-মানুষ বলেছেন: বর্তমানের বস্তাপচা কাতুকুতু দিয়ে জোর করে হাসানো নাটকের ভিরে ভিন্ন ছিল নাটকটি। আমার খারাপ লাগেনি।
৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪২
সামিউল ইসলাম বাবু বলেছেন: দেখার ইচ্ছে রইলো।
কিছু কিছু ভালো অনুষ্ঠান প্রমান করে ভালো অনুষ্ঠানের কত অভাব ...
সবকিছুই একই রকম হয়ে যায় অনেক সময়...
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৩
সাইফুর রহমান খান বলেছেন: সত্যি বিষয় তুলে ধরেছেন, ধন্যবাদ।