নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী নিয়ে আমি ভাল আছি খুব ভালো আছি। সকল অশুদ্ধতাকে নিয়ে সুখে আছি। অশুদ্ধতাই আমার কাছে শুদ্ধতা এখন। শুধু মাঝে মাঝে শ্বেত শুভ্র একটুকরো মেঘের দিকে ভুল করে তাকাই! কিন্তু ভুল করেও আমার ভাল লাগে। আমার পৃথিবী ভুলে ভর্তি। ভুলে ভর্তি পৃথিবী নিয়ে আমার মন্তব

কাল্পনিক হিমু

আমি কেউ না। I am nobody.

কাল্পনিক হিমু › বিস্তারিত পোস্টঃ

আই এ্যাম সরি মা

২১ শে মে, ২০১৭ রাত ১:০০

জীবনের রঙিন স্বপ্ন গুলোর মাঝে নিজেকে জড়াতে গিয়ে কখনো বুঝিনি তোমাকে মা ।
অসুস্থ শরীর নিয়ে নিজের কষ্ট গুলোকে চাপা দিয়ে আমার পছন্দের খাবার গুলো রান্না করতে মা।
কিন্তু কোনদিন বুঝতে পারিনি তোমার কষ্ট গুলো। আই এ্যাম সরি মা।
বন্ধুদের সাথে হাজার কথা বলতে গিয়ে নিজেকে ব্যস্ত রাখতাম, কিন্তু তোমার সাথে কথা বলার সময় পেতাম না মা ।
বিরক্ত হতাম তোমার ফোন পেলে।
আই এ্যাম সরি মা।
ক্ষণিকের ভালোবাসার পিছু ছুটে তার পছন্দের খাবার গুলো দিয়ে তাকে সারপ্রাইজ দিতে ব্যস্ত থাকতাম ।
ভুলে যেতাম তুমি কি খাচ্ছো, কার সাথে খাচ্ছো, কি ভাবে খাচ্ছো!
আই এ্যাম সরি মা।
হাজার মানুষের ভিড়ে নিজেকে জড়িয়ে রাখতাম তুমি বাবা বাবা বলে বার বার ডাকতে মা ।
মানুষ হয়েও পশুর মতো আচরণ করতাম ,মা। তোমার যত্ন গুলো অসহ্য লাগতো ।
আজ তোমার দু'পা জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করে।
এই এ্যাম সরি মা।
জানো মা ,আজ তিন বেলা না খেয়ে থাকলেও কেও ফোন করে বলে না যে বাবা বাসায় আয়, খাবি।
সকাল বেলায় ঘুম থেকে না উঠলেও কেও আর বলে না মা, যে বাবা তোর পছন্দের খিচুড়ি রান্না করেছি আয় উঠ
তোর মায়ের সাথে খাবি । জানো মা গত সপ্তাহে প্রচন্ড জ্বর ছিলো তোমার মতো করে কেউ মাথায়
হাত বুলিয়ে বলে না বাবা তোর মা তো আছে সব ঠিক হয়ে যাবে ।
মা এক বার চলে আসো। হ্যাঁ মা চলে এসো।
মা কোন দিন বলতে পারি নি আজ একটা বার বলতে চাই সরি মা, আই লাভ ইউ মা, মাফ করে দিও মা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৭ রাত ১:২৬

কাল্পনিক হিমু বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.