নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী নিয়ে আমি ভাল আছি খুব ভালো আছি। সকল অশুদ্ধতাকে নিয়ে সুখে আছি। অশুদ্ধতাই আমার কাছে শুদ্ধতা এখন। শুধু মাঝে মাঝে শ্বেত শুভ্র একটুকরো মেঘের দিকে ভুল করে তাকাই! কিন্তু ভুল করেও আমার ভাল লাগে। আমার পৃথিবী ভুলে ভর্তি। ভুলে ভর্তি পৃথিবী নিয়ে আমার মন্তব

কাল্পনিক হিমু

আমি কেউ না। I am nobody.

কাল্পনিক হিমু › বিস্তারিত পোস্টঃ

জানো না

১৬ ই জুন, ২০১৭ রাত ১২:৩৯

কতটা কষ্ট পুষলে মানুষ পাগল হয়ে যায়, জানো না;
কতটা হিংস্র মানুষ চারপাশে দেখলে
কোন মানুষ, ভয়ে নিজেকে অন্ধকারের মাঝে গুটিসুটি করে লুকিয়ে রাখে; জানো না;
আমি শুধু জানি সে কখনো খারাপ নয়, ছিলনা, আজও না, ভবিষ্যতেও না।
হাজার মানবের ভিড়ে তোমায় চিনে নিতে আমি ভুল করিনি হে শিশু মানব,
ও চোখ আমায় কখনও ফাঁকি দেয়নি, ও ঠোট আমায় মিথ্যা বলেনি।
শুধু জানি সে শিশু মানব বড় নিরুপায়, বড় অসহায়, পারেনি সমাজ নামক বাঁধার দেয়াল টি ভেঙে দিতে;
কারন ও যে শিশু, কতটুকুই বা শক্তি আছে ওর দু' হাতে!
শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখে, আর নীরবে চোখের কোন বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে;
কি দোষ দিবে তোমরা তাকে বলো? আমি তো তার কোন দোষ দেখিনা,
নারীই করেছে তাকে দূষি, নারীই ঠেলেছে তাকে বেপথে, অনেক আঘাতে, কষাঘাতে...
আজ নারী তোমরা হতে চাও দুধে তুলশী পাতা ধোয়া, আর পুরুষ কে দিয়ে যাও দোষের তকমা।
ঠিক না, ঠিক না, নারী তুমি ওই পুরুষ নামে বই টি পড়তে চাওনি,একবারও তার ভিতর টা
খুলে পড়ে দেখনি, কি যাতনা, কি বেদনা, আর কতটা মায়া লুকিয়ে আছে সে বইয়ের প্রতিটি পাতায়;;
তোমরা নারী জানতে চাওনি, পড়তে চাওনি, কারন পুরুষ নামক বইটি তোমাদের মত
সকলের সামনে কাঁদতে পারেনি, ওর চোখে জল দেখনি, তাই নিষ্ঠুর বলে গাল পারো...... অহরহ...
একবারও তোমরা নারী অনুভব করনি তার হৃদয়ের কান্না, তোমরা পুরুষ নামক বইটি পড়তে জানো না;
কতটা কষ্ট পেলে মানুষ পথ ভুলো হয়, জানো না;
১৫/৬/২০১৫ ইং

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.