![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার যারা মদ্যবিত্ত পরিবারের সন্তান, অনেক স্বপ্ন নিয়ে উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় জীবনে পা রাখি ।পিতা -মাতা কত শত স্বপ্ন দেখে আমার সন্তান নিদিষ্ট সময়ে বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে ভাল চাকরি করবে পরিবারকে সাহায়্য করবে। আমার যতদূর মনে পরে আখনো আমি বাড়িতে গেলে অনেকে আমায় প্রশ্ন করে তোমার এখন ও কত বছর আছে অনার্স শেষ করার। কিন্তু দেশের বর্তমানে য়ে অরাজক পরিবেশে তাতে এখন পর্যন্ত কোন বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু করা সম্ভব হয় নেই। ভর্তি হবার আগেই তাদেরকে সেশন জট এ পরতে হচ্ছে এভাবে আর কতদিন রাজনৈতিক কোন্দলের শিকার হবে সাধারণ শিক্ষাথীরা । আমাদের নেতারা সভা -সেমিনারে বড় বড় কথা বলেন জনগণের জন্য ক্ষমতা, জনগণেঈ সকল ক্ষমতার মালিক এই কথাগুলি আজ সভা -সেমিনারেঈ সোভা পায়। ক্ষতার লোভে সবাই বিভোর আজ দেশে সাধারণ মানুষের কথা বলার কেউ নেই। সংবিধান য়াদের সকল ক্ষমতার মালিক করেছে তারা আজ নিরাপদে কর্মক্ষেত্রে যেতে পারে না। স্বাধীনতার বীর সন্তানরা কি এমন একটি সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। আমরা আজ কোথায় দাড়িয়ে আছি বিশ্ব যখন সংঘাতময় রাজনীতি পরিহার করে শান্তির পথে হাটছে তখন আমরা প্রতিশোধমুলক রাজনীতির পথ বেছে নিয়ে গণতন্ত্রকে হত্যা করছি।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৮
শাহজাহান মিয়া বলেছেন: ঠিক বলেছেন ভাই। কিন্তু এই গুরু দায়িত্ব নিবে কে? ???
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৬
খেলাঘর বলেছেন:
"স্বাধীনতার বীর সন্তানরা কি এমন একটি সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। "
-স্বাধীনতার বীর সন্তানরা এনেছিল কমপক্ষে একটা নরওয়ে, ব্রাজিল, জাপান।
স্বাধীনতার শত্রুরা তাকে আফগানিস্তান, সোমালিয়া, পাকিস্তান, ইরাক, সিরয়ায় পরিণত করেছে। এদের থেকে দেশকে মুক্ত করতে হবে।