![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কলাপী তুমি কোথায়
কুড়ি বছর শোনিনা তোমার ডাক
দেখিনা আমি তোমায়।
ফাল্গুন যে এসেছে ধরায়
আমের মুকুল যে ফুটেছে
তবুকি তুমি আসবেনা
ডাকবেনা তুমি মধুর কন্ঠে।
কলি যুগে ফিরে গেছি
পাইনা খুঁজে কলাবত,
হয়ে গেছি নিরুপায়
জাতি আজ দিশেহারা
তাইতো ডাকছি তোমায়,
তোমারি অপেক্ষায় যুবকেরা।
শীতের কুয়াশা ভেদ করে
আসবে তুমি বসন্তে
জাগিয়ে তুলবে তরুণদের,
কলুষ মুক্ত করে,
পূর্ণতা দিবে তারুণ্যের শক্তিকে
তাইতো তোমারি অপেক্ষায়।
সূর্যের আলো,অন্ধকারে চাদ
দুটোই পাই আমরা
পাইনা শুধু তারুণ্যের আলো
জেগে ওঠি না মোরা
গড়তে চাইনা উন্নত জীবন
হারিয়ে যাই অতল গহ্বরে।
তুমি আসবে দেখিয়ে দিবে, মোদের চলার পথ
তাইতো জাতি আজ তোমারি অপেক্ষায়।
।।
©somewhere in net ltd.