নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেজা কদম

ভেজা কদম › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০১

রক্ত ক্ষরণ বন্ধ হয়নি
----------------------------------

উত্তরের নিলয়ের রক্ত ক্ষরণ তখনও বন্ধ হয়নি।
আধারের ফাক গলিয়ে দু-চারটা নক্ষত্রের দেখা পেলেও-
কলঙ্কের ঘোলাটে চাদটি তখনও আড়ালেই ছিল।
থাকবেনা কেন ,তার অবস্থান তো কালিক কালে।
ঝিন্ন কুটিরে রাত দ্বীপ্রহরে কিছু মোমের বাতির-
প্রাণপণ চেষ্টা ছিল আধার দুর করার ।
তাতে কোন সুরাহ হল না, আধার তাদের ঘ্রাস করেছে যতনে।
উর্ব্বসীর আভা পূর্ব গগনের কপালে র্স্পর্শ করার সময় তখনও হয়নি।
তারই মাজে চলেে এসেছিলেন কবিদের দল।
কবিতার জন্য তাদের রসদ চাই, তাজা নিলয়ের রক্ত চাই, স্বপ্ন ভাঙ্গাদের কষ্ট চাই।
কিন্তু কোথায় রসদ,কোথায় রক্ত,কেথায় কষ্ট?
পুরো ঝিন্ন কুটির লন্ড-ভন্ড করেও এক আনা কষ্ট মেলেনি,রক্ত মেলেনি।
মিলেছে কিছু রংহীন গোলাপ, পাথুরে চোখ,ভাজহীন চিরকুট।
আর মিলেছে দীঘর্শ্বাস ,অনাহত ভবিষ্যত।
উত্তরের নিলয়ের রক্ত ক্ষরণ আজও বন্ধ হয়নি।
পাললিক ভুমি শান্ত হলেও নিউরনে কষ্টের অগ্ন্যুপাত থেমে থাকেনি।
নির্বাক দেহের পাথর চোখে আজও অশ্রু ঝরেনি।
পথহীন পথে ফুল ফোটেনি, চাদের আলোতে চাদ সাজেনি।
আজও রক্ত ক্ষরণ বন্ধ হয়নি।
বন্ধ হয়নি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.