নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেজা কদম

ভেজা কদম › বিস্তারিত পোস্টঃ

তালেবান নিপাত যাক ইসলাম মুক্তি পাক

১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৫

নির্মম এর পরে ও যদি কোন শব্দ ব্যবহার করা যেত আমি তাই আজ ব্যবহার করতাম।ইসলাম এর নামে পাকিস্তানের শিশুদের যে ভাবে হত্যা করা হল তা সমস্ত পৃথিবীর বিবেক কে প্রশ্নবিদ্ধ করে রেখেছে ।

যারা উগ্রবাদ জন্মাতে সাহায্য করে, যারা উগ্যবাদ ধ্বংশের নামে মানবাদিকার পদ দলিত করে তাদের পাপের বলি কেন এই কোমল মতি শিশুরা হবে।

ইসলাম শান্তির ধর্ম কিন্তু আজ কিছু জারজ ইসলামের নামে অশান্তি ফেরি করে আসছে।এরা ইসলামের কেউ নয় কারন ইসলাম শিশুদের হত্যার বিষয়টি অনুমোদন দেয় না। তালেবানদের কাছে আমার প্রশ্ন থাকলো কোন হাদিসের বলে তারা এমন ঘৃন্য অমানবিক কাজ করতে পেরেছে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৪

আনিসুর রহমান আলিফ বলেছেন: রাখেন আপনার হাদিস। ভূতের মুখে রাম নাম। তালেবান কোন ইসলামী সংগঠন না ওটা বর্রতার সংগঠন।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১১

ভেজা কদম বলেছেন: আল্লাহ যেন তাদের হেদায়ত দান করেন। আমিন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.