![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনার হাতে রচিয়াছ কারাগার আপনারী বক্ষে ।
মযূর রুপী কেন নাচিতেছ না দেখিয়া পদপানে ।
কদম পুজায় ভরে না হিয়া ; চাছে শতদল কাকন তটে ।
কি বিষে মরিতেছে আজি ,নাম কি তোমার জানা আছে ?
সত্যানুভুতির ঘোর কেটে গেছে বেশ্যারূপী দেবী দর্শনে ।
মম হ্রদয় থাকে যদি চাকত হয়ে নষ্টা নারী দর্শনে,
বক্ষে যেন বিধে বিষের ত্রিশুল শ্রাবনের ঘোর আধারে ।
হংস তুল্য পন্চভুজে হস্তী তুল্য স্বপ্ন রাজে ।
ওষ্ট পরাগ কামনার ঘরে একাকি সিধ কাটে ।
আবেগ কাদে অনুশোচনার সঙ্গে মহা-কাব্যিক আয়োজনে ।
উড়ে যায় ভালোবাসা ধুপ শিখা হয়ে বেদনার গহ্ববরে ।
প্রণয়ের পরিমিতি খুজে চলে গিরিখাত সমাধীর তরে ।
দুর হতে দুরে হারিয়ে যায় সত্যানুভুতি নষ্টাদের নষ্টামিতে ।
©somewhere in net ltd.