নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেজা কদম

ভেজা কদম › বিস্তারিত পোস্টঃ

শারাবী ..কবিতা.

১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫২

শারাবী ...

জানি না কখন প্রাণ করেছি প্রণয়ের শারাব।

এ স্বচ্ছ নয়ন,এ মেঘ কালো কেশ,এ আবরণী-

আছে যে আজ মজলিশে মসনদ হয়ে।

কসম যে খোদার ,তিনি করেছেন সবটুকু -

যতটুকু করার কথাছিল এ বান্দার সমীপে।

তথাপী,

পথ ও পথিকের মাজে আজ গতি প্রণয়ের।

আজ লক্ষ্য শারাবের,প্রণয়ের শারাবের ।

আমার শারাব চা্ই , শ্রবণের শারাব চা্ই।

আমার স্বচ্ছ নয়নের স্বপ্ন চা্ই ।

রাতের গহীনে শীতল নিরবতার মাজে-

আমার মেঘ কালো কেশের বিস্তার চা্ই ।

আমি উচ্ছাস পূর্ণ জীবন চাই শ্রাবণ।

বৈশাখী রোদ্রের প্রখরতায় আমি শীতল ঝর্ণা চাই।

নরম মিত্রিকার বুকে নব শশ্যের চাষী হতে চাই।

এ স্বচ্ছ নয়ন,এ মেঘ কালো কেশ,এ আবরণী-

এ শারাবী গতি প্রণয়ের দুয়ারে ব্যর্থ নয় সবই ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৩

মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) বলেছেন: শব্দ চয়নে কিছুটা ভুল আছে। যাইহোক এটা কোন ঘটনা না, অনেক অনেক থ্যাংক কবিতাটি পোষ্ট করার জন্য।

২| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৪

ভেজা কদম বলেছেন: ধন্যবাদ,কোন কোন শব্দ গুলোতে ভুল আছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.