![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিরাগী মন
...................................
অত:পর ফিরে আসা হল না ।
ফিরে আসা হল না ঘর হীন ঘরে।
উনুনের ধোয়ার মত আধা ঝলসানো -
স্বপ্ন নিয়ে অনেক ঘুরেছি শালিকের বেশে।
কোথায়ও শান্তি মেলেনি,
মেলেনি লেম্প পোষ্টের ন্যায় নিরভ স্হিরতা।
রাত হলে রোজ আমি ঝলসানো স্বপ্নের গন্ধ পাই ।
অজানা-অচেনা মানবের কান্না শুনতে পাই।
এ কষ্ট কান্নার উৎস কোথায়,
কেন্দ্র কোথায় কেউ জানে না।
কেন আমার এমন হল?
পুষ্প বিরাগী মন, কেন পূঁজারী হল খরা মানসীর।
কি এমন প্রাপ্তি আমার শালিকের জীবনে?
তবুও অতৃপ্ত নয়ন জেগে রয় ,জেগে রয় সরব স্বপ্নের খোঁজে।
কখনো দেবদারু,কখনো হিজলের তলে কেটেছে কাল।
সময় করে কেউ বলেনি ‘এসো মোর ঘুমো ঘোরে’।
এসো পথিক আগামীর স্বপ্নের ঘরে ।
আগ্রাসী অহম তাদের কেটেছে সময়ের ফাক গনে ।
তবুও ঝলসানো স্বপ্নের সুরভী হারয় নিই ।
ঘর হীন ঘরে সে পরাজয় মানে নিই ।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৪
ভেজা কদম বলেছেন: THANKS BI.
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৭
সুপ্ত আহমেদ বলেছেন: দারুন লিখেছেন ভাইয়া