নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেজা কদম

ভেজা কদম › বিস্তারিত পোস্টঃ

কালের দহন

১৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:২৫

কালের দহন
এমরান হোসেন জাহাঙ্গীর…….
আকাশে-বাতাসে, হৃদয়ের গহীনে ঝড়েছে কত জল ।
কেটেছে কত কাল শতদলের একটি হাসির খোজে ।
চারুকলা, বটতলা কোথায় ও শান্তির পরশ মেলেনি ।
মেলেনি এক চিলতে সত্যানুভূতির ছোয়া-
এখানে-ঔখানে উড়েছে শত আবেগ নাটাই ছাড়া ।
অচেনা পথে কেটেছে কাল অজানা বিরহ বেথায় ।
তবুও,
নাম না জানা অলিতে-গলিতে হেটেছি কত রাত-বিরাতে ।
কথার ছলে, দেখার ছলে যদি ডাকে কেউ একটু হেসে ।
যদি ছুয়ে যায় মায়াবী ছায়া অচেনা র্স্পশে ।
মহাকালের বুকের উপর বয়ে যায় জীবন কালিক কালে ।
আধারের ফাক গলিয়ে কাক কালো দ্বীপ্রহরে -
আমি ছুটেছি এক বিন্দু সত্যানুভূতির খোজে ।
তবুও!
বিন্দু মেলেনি সত্যানুভূতির, মেলেনি শতদলের একটি হাসি ।
মেলেনি পুত:পবিত্র জোনাকি, রঙ্গিন প্রজাপতি ।
জীবন জমিন ভরে গেছে আজ নাম না জানা হুতাসনে।
হলুদ স্বপ্নের শহীদ মিনার জেগেছে চৈত্রের খরতাপে ।
এখনও,
আধারের ফাক গলিয়ে কাক কালো দ্বীপ্রহরে-
অতৃপ্ত নয়ন জেগে রয় নিশীথের নক্ষত্র হয়ে ।
জেগে রয় অচেনা অনুভূতির সন্ন্যাসি হয়ে ।
রাজ্যহীন রাজার বেশে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.