নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেজা কদম

ভেজা কদম › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১৪ ই মে, ২০১৫ রাত ১১:৫০

অগ্নি স্বরের যৌবন
মো:এমরান হোসেন।

যে সুপ্ত শাপে হারিয়ে গেল পাতাবাহারী -
অগ্নি স্বরের ভরা যৌবন।
যে শাপে ক্ষয়ে গেল পর্বত সম বিশ্বাসের বিস্তার ।
সে কোন পাশার দৈব জয়ের স্বপ্নে বিভোর রবে।
তার আঁকাশে আজ যে,রুক্ষ কাকের ছড়া-ছড়ি।
স্তব্দ মেঘ মাল্লার গর্জন হীন আহাজারী।
বিশ্বাসের ভরসায় অগ্নি স্বর মেলেছিল আঁখি,
প্রভাকরের প্রথম প্রভাতে ।
নব প্রেমের উচ্ছাসে দিয়ে ছিল ধরণীরে বাহারী সাঁজ ।
বৈশাখের তাজা জলে শত প্রতিকুলতায় রচেছে আগামীর সাঁধ।
তবুও তার স্বপ্ন থাকেনি রঙ্গিন পল্লবের শিরা-উপশিরায়।
ঘন কুয়াশায় কেঁদেছিল প্রভাকরের একটু ছোঁয়ার খোঁজে।
মেলেনি তাও যৌবনের প্রভাতী প্রহরে।
কালের চাবুক এঁকে গেছে ক্ষত-বিক্ষত ্তিহাস ,সময়ের ফাঁকে।
নীলাব আঁকাশে ফেরারী আজ,
বিশ্বাসের বিহঙ্গ অজানা ঝড়ে।
ফেরারী অনুরাগের অনুযোগ দৃষ্টির গহীনে।
কি এমন পাপ ছিল তার অকারন প্রেমানুভবে।
নীলাকাশ ভরেগেছে কেন কষ্টের কালো কাকে।
কেন জ্বলেগেল সে আগামীর জীবন দর্শনে।
প্রভাকরের বুকের তলে ভরা যৌবনে-
কোন শাপে হারিয়ে যায় অভুক্ত হিয়া মৌন অভিমানে।
কোন শাপে?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৫ রাত ১২:৫৬

কালের সময় বলেছেন: ভালো লাগলো কবিতা ।

২| ১৫ ই মে, ২০১৫ রাত ১:৩৭

আরণ্যক রাখাল বলেছেন: এতো বেশি অপ্রচলিত শব্দ ব্যবহারের কারণ কি? প্রভাকর শব্দটাতো অভিধানে তুলে রেখেছি!!!
যাই হোক কবিতা দুর্বোধ্য ঠেকেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.