![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহর ব্যাস্ততার রোষানলে, সভ্যতা গড়ছে নাগরিক। আমি তখন অলস মস্তিস্কে শয়তানের কারখানার একনিষ্ঠ শ্রমিক। ফেসবুক: https://www.facebook.com/kasafaddauza
অসম প্রেমের কত কাহিনীতো হরহামেশাই পড়ি শুনি। কিন্তু আমার এটা ঠিক কাহিনী না। অনুভুতি বলা যেতে পারে। তখন আমি কলেজের ২য় বর্ষে। ইংরেজিতে আমি আমার গার্লফ্রেন্ড থেকেও বেশী দুর্বল (মানে গার্লফ্রেন্ডের প্রতিও এত দুর্বল না)। তাই সকাল ৮টার সময় প্রাইভেট পড়তাম। বেশ দূরে গিয়ে পড়তে হত। সকাল সাড়ে ৬টার দিকে বাসা থেকে বের হতাম। একটা সিগারেট ধরিয়ে এ গলি ও গলি ঘুরে সোজা মেইন রোগে উঠতাম। তারপর সেখান থেকেই বাসে উঠতাম। সেরকম একদিন বের হয়েছি সিগারেট ধরিয়ে এ গলি ও গলি করতে করতে কয়েক গলি পার হয়ে গেলাম। এ গলিতে সাধারণত আসি না। তখন সকাল ৭টা। হঠাৎ খেয়াল করলাম দোতলা বারান্দায় এক আপু বসে আছে। আপু বলা ঠিক হবে না। আন্টি বললে আবার রীতিমত অমানবিক হয়ে যায়। যাই হোক গল্প বলার সুবিধার্থে আমি উনাকে “ উনি” বলবো। বারান্দায় চেয়ারে উনি বসে আছে। বয়স কত হবে? ৩০-৩২। কেমন যেন মনে হল আমার। আমি আবার তাকালাম। উনি দেখল না। উদাস হয়ে থাকিয়ে আছে। চোখের ঘুম এখনো স্পষ্ট। মাত্র ঘুম ভাঙল বোধহয়। চুলগুলো এলোমেলো মুখের উপর পড়ে আছে, শরীরের জামাটাও এলোমেলো। ঘুম থেকে উঠলে যা হয় আর কি। আমি তাকিয়ে রইলাম। হঠাৎ উনার চোখ পড়ল আমার দিকে। ধরা খেয়ে গেলাম। চোখ সরিয়ে নিয়ে আমি পিছনে সরে গিয়ে আড়াল হলাম। মিনিট খানেক পর নিজেকে নিরাপদ দূরত্বে রেখে উঁকি দিলাম। ওমা উনি চেয়ার থেকে দাড়িয়ে আমাকে খুঁজছে। দুমিনিট বোকার মত দাড়িয়ে রইলাম। বুকে সাহস নিলাম। হনহন করে সোজা হাঁটা দিলাম। সামনে দিয়ে যাওয়ার সময় একবার তাকালাম। হুমম উনি দাড়িয়ে আছে। উড়নাটা পড়েছেন ,গায়ের কাপড়ও ঠিক করে ফেলেছেন, চুলগুলো গোছানো। চোখে চোখ পড়ল। দাড়িয়ে থাকার সাহস নাই। দ্রুত হেটে চলে গেলাম। কি যেন দেখলাম বুঝলাম না। তবে বার বার মনে হতে লাগল। চেহারাটা খুব ভালভাবে দেখেছি। একটু মোটা তবে অসাধারণ দেখতে।
উনাকে দেখার আশা নিয়ে প্রত্যেক দিন সে গলি দিয়ে যাই। শুধু প্রাইভেট পড়ার জন্য নয় প্রতিবারই বাসা থেকে বের হলে আমি সোজা গলি ছেড়ে ওই গলিতে যাই। কিন্তু উনাকে আর দেখি না। গার্লফ্রেন্ডেকে এই কাহিনী বললাম। গার্লফ্রেন্ড ছিল আমার বেষ্ট ফ্রেন্ড। ও ব্যাপক হাসাহাসি করল। অবশ্য বিশেষ বিশেষ সময়ে আমাকে ঠিকই খোঁচা দিত। এভাবেই চলতে থাকল। উনাকে নিয়ে প্রতিদিন কত গল্প বাঁধতাম। কতকিছু চিন্তা করতাম। উনার বাসার সামনে দিয়ে পুরো দুটি বছর হেঁটেছি। কোন দিন একটিবারের জন্যও দেখিনি। উনার গলি ছাড়াও এদিক ওদিক প্রায়স উনাকে আশা করতাম। উনার সেই বারান্দায় ঝুলে থাকা নারী কাপড় দেখলেই মনে হত এই কাপড় বুঝি উনার (এতকিছু অবশ্যই গার্লফ্রেন্ডকে বলি নি)। এ ঘটনা কতভাবে বিশ্লেষন করার চেষ্টা করলাম। কিন্তু বিশ্লেষন করার সাধ্য আমার ছিল না। পারিনি কখনো।
এরপর পড়ালেখার কারনে শহর ছাড়লাম। ওই গলিতে আর যাওয়া হয় না। তবে যখনই ছুটিতে যাই দুএকবার সে গলিতে গিয়ে সে বরান্দায় চোখ রাখি। কিন্তু উনাকে কখনই দেখিনি।
৪ বছর পর
রমজানে শপিং করার ভীষন তাড়া সবার। আমি খুব একটা তাড়া অনুভব করি না। স্যান্ডেল নাই বলে একজোড়া স্যান্ডেল কিনেছি আর একটা টি-শার্ট। আম্মার পছন্দ হল না। বলল পান্জাবী কিনতে হবে। তো আর কি করা পান্জাবী কিনতে গেলাম আড়ংয়ে। রমজানের শেষের দিকে আড়ংয়ের পান্জাবীগুলোতে ময়লার আস্তর বসে যায়। পুরা মাস মানুষের হাতের ময়লা। পান্জাবী ঘাটতে ঘাটতে হঠাৎ চোখ পড়ল। চোখ স্থির হয়ে গেল। আমি বোবা হয়ে গেলাম। আরে উনি। এক দেখাতেই চিনে গেলাম (সেদিনই জানলাম আমার মনে রাখার ক্ষমতা আসলে ভাল)। উনি কাঁধে ব্যাগ নিয়ে ঘুরছেন। সঙ্গে একটা পিচ্চি। মনে হয় উনার বাচ্চা। কি মনে করে উনাকে পিছন থেকে ক্রস করে সামনে গিয়ে দাড়ালাম। স্যান্ডেল দেখার ভান করে উনাকে দেখছি। উনি খেয়াল করলেন না। দিব্যি এদিক ওদিক ঘুরছেন,এটা সেটা নেড়ে দেখছেন। আমি নিজেক নিরাপদ রেখে ফলো করতে থাকলাম। উনি পান্জাবী দেখছেন। আমি সুযোগ বুঝে উনার পাশে দাড়িয়ে পান্জাবী দেখতে লাগলাম। তাও খেয়াল করলেন না। উনি ঘুরছেন আমিও ঘুরছি। আমার পান্জাবী কেনা লাটে উঠল। আবার উনি স্যান্ডেলের পাশে গেলেন। আমি উনার পিছনে। এবার উনি খেয়াল করলেন। উনার অবাক হওয়াটা উনার চোখ দেখেই বুঝা যাচ্ছিল। কয়েক সেকেন্ড আমরা চোখাচুখি। উনি আবার সামনে হাঁটা শুরু করলেন। ভয়ে উনার পিছু নেয়ার সাহস হল না। আমি আবার পান্জাবীতে মনোনিবেশ করলাম। ওমা দেখি আবার উনি। এভাবে চলল আরও কিছুক্ষন। পান্জাবী কিনে ক্যাশ কাউন্টারে লাইনে পড়ে গেলাম। সেখানে উনার দেখা পেলাম আবার। এই প্রথম উনার কন্ঠস্বর চিনতে পারলাম । বাচ্চাকে বলছেন “দ্বীপ বাবা চল, নিচে তোমার বাবা ওয়েট করছে”
উনি দাম মিটিয়ে চলে যাচ্ছেন। আমি তাকিয়ে আছি লাইনে দাড়িয়ে। আমার মনে হচ্ছে এই বুঝি পিছু ফিরে বলবেন “ এই ছেলে এই নাও আমার মোবাইল নম্বর” কিন্তু উনি তাকালেন না। না না ঠিক আড়াল হওয়ার আগে তাকালেন। এবং একটা হাসি দিলেন। সে হাসির বর্ণনা দেয়ার মত লেখক এখনো হয়ে উঠতে পারিনি।
ছবি কৃতজ্ঞতা তাজনুভা জান্নাত
২৯ শে আগস্ট, ২০১১ রাত ১১:০৬
নোমান নমি বলেছেন: একদিন হবে নিশ্চয়। সে পর্যন্ত একটু ধৈর্য ধরেন।
২| ২৯ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:১১
চশমখোর বলেছেন: শেষ পর্যন্ত আন্টির সাথে
২৯ শে আগস্ট, ২০১১ রাত ১১:২৪
নোমান নমি বলেছেন: ভালবাসা বয়স মানে না।
৩| ২৯ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৩০
অবধারিত বলেছেন: @চশমখোর, আপনার প্রেমবোধ আর রসবোধ, দুইটাতেই খানিকটা অভাব আছে মনে হচ্ছে।
@লেখক, এবং একটা হাসি দিলেন - এই লাইনটা না হলে একটা বিরুপ মন্তব্য করতাম নিশ্চিত....
২৯ শে আগস্ট, ২০১১ রাত ১১:১০
নোমান নমি বলেছেন: আপনার বিরুপ মন্তব্যখানা শুনতে ইচ্ছা করতেছে। যদি করেন উপকৃত হব। ব্যাপক কৌতুহল হচ্ছে।
৪| ২৯ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৩০
অণুজীব বলেছেন: শেষ পর্যন্ত আন্টির সাথে :-* B:-)
২৯ শে আগস্ট, ২০১১ রাত ১১:৫৪
নোমান নমি বলেছেন: ভালুবাসার কোন বয়স নেই।
৫| ২৯ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৪৭
মে ঘ দূ ত বলেছেন: ভালো লাগলো লেখনী।
৩০ শে আগস্ট, ২০১১ রাত ১২:২২
নোমান নমি বলেছেন: ধন্যবাদ।
৬| ২৯ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৫০
শায়মা বলেছেন: হা হা ভাইয়া তোমার তো অনেক অনেক প্রেমে পড়া অভিজ্ঞতা মনে হচ্ছে।
৩০ শে আগস্ট, ২০১১ রাত ১২:৩৩
নোমান নমি বলেছেন: সে একটু আছে বইকি? কয়টা দেখলা আপু?
কিন্তু খারাপতো না।
৭| ২৯ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৫৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
পোলাপাইন নষ্ট হইয়া যাইতেছে!
৩০ শে আগস্ট, ২০১১ রাত ১২:৫৫
নোমান নমি বলেছেন: সবকিছু নষ্টদের দখলে। পোলাপাইনও
৮| ২৯ শে আগস্ট, ২০১১ রাত ৮:২২
ফার্মাসিস্ট বলেছেন: হয়তো প্রতি রমজানে আড়ং এ যাবেন তার দেখা পাবেন বলে।
কিন্তু, আপনার উচিৎ ছিল তার সাথে কথা বলা, তাহলে আর আফসোস থাকতো না.।.।
৩০ শে আগস্ট, ২০১১ রাত ১:২৬
নোমান নমি বলেছেন: কথা বলেই ফেললেইতো শেষ। অনুভূতির আর রইল কি।
কথা বলে ফেললে ওই লেখাটা আর হত না।
৯| ২৯ শে আগস্ট, ২০১১ রাত ৮:২৭
আর.হক বলেছেন: আঙ্কেলের সাথে পরিচয় হতে পারতেন।
৩০ শে আগস্ট, ২০১১ রাত ১:৪৫
নোমান নমি বলেছেন:
১০| ২৯ শে আগস্ট, ২০১১ রাত ১১:২৮
রিয়েল ডেমোন বলেছেন: চাচ্চু তুমি যে আন্টীদের সাথে প্রেম করবা সেইটা অস্বাভাবিক কিছু না
এবার সিউর হলাম ছবির চিত্রশিল্পি হিমালয়ের আশেপাশে কোন শহরে থাকে।
( ছবিটা অনেক ভালো হইছে, বেচারী ভালোই খাটাখাটনি করছে বুঝা যায় )
৩০ শে আগস্ট, ২০১১ রাত ২:১১
নোমান নমি বলেছেন: কেন স্বাভাবিক?
কোন শহরে।
হুমম তার একটু কষ্ট হইছে। প্রথমে যেটা দিছিল সেটা আমার পছন্দ হয় নাই । তারপর আবার এডিট কইরা দিছি।
১১| ২৯ শে আগস্ট, ২০১১ রাত ১১:৩৮
একাকী বালক বলেছেন: আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে....
৩০ শে আগস্ট, ২০১১ রাত ২:২৯
নোমান নমি বলেছেন: পড়ছে নাকি?
প্রেমের ওজন বেশী ছিল?
১২| ৩০ শে আগস্ট, ২০১১ রাত ১২:২৮
মহাপ্রলয়!!! বলেছেন: একা ইজ ব্যাটার দ্যান প্রেম পিরিতি
৩০ শে আগস্ট, ২০১১ রাত ৩:৪৯
নোমান নমি বলেছেন: সুর পাল্টাইলেন ক্যান?
১৩| ৩০ শে আগস্ট, ২০১১ রাত ১:০৪
মাহবু১৫৪ বলেছেন: ছি ছি ছি.।.। দেশ টা রসাতলে গেল গা
৩০ শে আগস্ট, ২০১১ ভোর ৪:২৩
নোমান নমি বলেছেন: অনেক আগেই গেছে। টের পান নাই। পিছাইয়্যা পড়লেনেরে ভাই।
১৪| ৩০ শে আগস্ট, ২০১১ রাত ১:১২
তাসনিয়া বলেছেন: কিন্তু, আপনার উচিৎ ছিল তার সাথে কথা বলা, তাহলে আর আফসোস থাকতো না.।.।
৩০ শে আগস্ট, ২০১১ দুপুর ২:২৯
নোমান নমি বলেছেন: কথা বললেই সব অনুভূতি শেষ হয়ে যেত।
এই লেখাটা আর লেখা হত না।
১৫| ৩০ শে আগস্ট, ২০১১ ভোর ৪:০৬
অচেনা রাজ্যের রাজা বলেছেন: ভালুবাচা ভালুবাচা....অ্যান্টির ভালুবাচা...!
৩০ শে আগস্ট, ২০১১ দুপুর ২:৪৭
নোমান নমি বলেছেন: কি অচলিল ভাবে বলছেন।
ছি ছি ছি ।এমুন ভালুবাচা ভালু না..হুমমম বইল্যা দিলাম।
১৬| ৩০ শে আগস্ট, ২০১১ সকাল ১১:৫৪
বৃষ্টিধারা বলেছেন:
৩০ শে আগস্ট, ২০১১ বিকাল ৪:৪১
নোমান নমি বলেছেন: অনেকদিন পর আপনি? কোথায় ছিলেন?
১৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:০১
শশী হিমু বলেছেন: ইসব কইরা বেরাইতেন তাইলে!!
১৩ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:২৩
নোমান নমি বলেছেন: আপনাদের দোয়ায়।
১৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৪৭
মোঃ গোলাম কিবরিয়া বলেছেন: ওয়াও লেখা পছন্দ হইছে
খালি আমাগো ভাবির প্রতি ভালুবাসা জেন না কমে
০২ রা অক্টোবর, ২০১১ রাত ১২:৩১
নোমান নমি বলেছেন: আমার ব্লগে আপনাররে স্বাগতম।
ধন্যবাদ।
দুর মিয়া এই কাহিনী অর্ধেকের বেশী কাল্পনিক।
১৯| ১২ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৪৮
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: পড়া শুরু করেছিলাম, হুত করে ডাক আসলো। একটু পরে এসে পড়ে যাব। তবে এটা আগেই পড়েছি নাকি শিরোনাম পড়ে মনে করতে পারছিনা। কমেন্ট দেখতে আলসামী লাগছে।
১২ ই অক্টোবর, ২০১১ রাত ৮:০০
নোমান নমি বলেছেন: না পড়েন নাই আগে। পড়ে জানাবেন। অপেক্ষায় থাকলাম।
২০| ১৩ ই অক্টোবর, ২০১১ রাত ১:১২
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: শেষ করলাম পড়ে। ব্যাপারতা কেবল আপনারই না, অনেকেরই হয়। ছেলেরা মনে হয় ১৬-২০, এই বয়সে নিজের সমান বয়সীদের চেয়ে একটু বড় মেয়েদের প্রতি বেশি আগ্রহ দেখায়। কে জানে, হয়তো উঠতি যৌবনের চেয়ে পূর্ণ যৌবনের রমনী বেশী আকর্ষন করে। সরল মনে একটা খারাপ লাইন লিখি, ধরেন আপনার একটা বয়সে কি আপনি কোনদিন অথবা আপনার কোন বন্ধু আড্ডার সময় কাউকে বলেনাই যে, " অমুক কিংবা তমুক তরুনীর কি বিশাল বু*স, দেখলে মাথা ঘুরায়।" অথবা এমন কিছু। যদিও সমবয়সী অথবা কিছুটা ছোট মেয়েদের ছোট বুক নিয়ে খুব কমই বলা হইতো।
এটা আমার দেখা জীবন আর অভিজ্ঞতা থেকে বললাম। আসলে তো ছেলেদের আড্ডায় এতো ভদ্র আলাপও হয়না। মেয়েদের সব আড্ডায়ও হয়না, এটাও জানি। মানুষ অদ্ভুত, আর মানুষের পরিবর্তন আর কিছু ভালোলাগা খারাপ লাগার পেছনের কারনগুলো অদ্ভুতের সাথে সাথে রহস্যময়। তবে একটা বয়সে, আমার ধারনা ২৫ এর পর ছেলেরা অনেকটাই স্থির হয়। আর এটাই তার আসল সে।
একান্তই ব্যক্তিগত অভিমত।
ভালো থাকবেন।
১৩ ই অক্টোবর, ২০১১ রাত ১:২৭
নোমান নমি বলেছেন: পুরোপুরি সহমত।
বন্ধুদের সাথে ভদ্র আলোচনার করার কোন মানে নেই। যে যাই বলুক বন্ধুদের মাঝে সব ধরনের অশ্লীল এবং সুন্দর কথা আলোচনা হয়। এটা চরম সত্য কথা।
আপনাকে অনেক ধন্যবাদ।
২১| ২৩ শে জুন, ২০১২ রাত ২:৫৮
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: এক পিচ্চি আছে ৯ এ পড়ে । চাচি ডাকে খুব কষ্টে ! তার অবস্থা তোর চেয়ে খারাপ ! আমি আগে নিয়মিত ওদের বাসায় যেতাম ওর মায়ের সাথে গল্প করতে !! এখন ভয়ে যাই না ওই বাসায় !
২৩ শে জুন, ২০১২ রাত ৩:১২
নোমান নমি বলেছেন: কয়কি আপু। ক্লাস নাইনে পইড়াই এই কাহিনী করতাছে। দেশটা শেষ হইয়া গেলু আপু
২২| ২৩ শে জুন, ২০১২ সকাল ৭:৫১
আমি তানভীর বলেছেন: ভালুবাসা তুমি কুতায়
২৩ শে জুন, ২০১২ দুপুর ২:৫৮
নোমান নমি বলেছেন: ভালুবাসা তুমি অন্যের ঘরে।
২৩| ২৩ শে জুন, ২০১২ সকাল ৮:৪৬
মুক্তিকামী বলেছেন: বদ পোলা
২৩ শে জুন, ২০১২ দুপুর ২:৫৯
নোমান নমি বলেছেন: অবশ্যই বদ।
২৪| ২৩ শে জুন, ২০১২ সকাল ৯:১৮
সুদীপ্ত কর বলেছেন: আপনেরে ভাল মনে করসিলাম
২৩ শে জুন, ২০১২ বিকাল ৩:০০
নোমান নমি বলেছেন: আপনারেও ভালো মনে করছিলাম। সেই আপনি আমারে খারাপ ভাবলেন।
২৫| ২৩ শে জুন, ২০১২ দুপুর ১:০০
রংটাণর্ বলেছেন: ভাই ভাবি থাকতেও অন্য মেয়ে(আন্টির) এর সাথে প্রেম করার কত শখ
হে আল্লাহ তুমি দড়ি পালাও,আমি তোমার কাছে চইলা আমু,আম্রা একটাও পাই নাহ
আর এই ভদ্র লোক কত গুলা
২৩ শে জুন, ২০১২ বিকাল ৩:০১
নোমান নমি বলেছেন: ওরে প্রেম করলাম কইরে??
প্রেম করতে পারলে কি এই লেখা লিখা যেত?
২৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২
হুমায়ুন তোরাব বলেছেন: ami opekkhai asi......
kiser ta to janen e apni ...!!!!!
dakhi opekha kbe furoi
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩
নোমান নমি বলেছেন: অপেক্ষার ফল সুমিষ্ট।
২৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯
আমিতপু বলেছেন: কি শুনাইলেন ভাই!!!! হা হা প গে। আপনার লেখার স্টাইল আকর্ষণীয়।
ছোট কালে কেবল আপুদের প্রেমে পডতাম। এখন তাদের দেখলে জিভ কাটি
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬
নোমান নমি বলেছেন: আপুদের প্রেমে পড়া একটা অভ্যাস।
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:০৭
মিঠাপুর বলেছেন: প্রেম এক আজিব রোগ!!
যার টিকা এখনো আবিষ্কার হইনি---