![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহর ব্যাস্ততার রোষানলে, সভ্যতা গড়ছে নাগরিক। আমি তখন অলস মস্তিস্কে শয়তানের কারখানার একনিষ্ঠ শ্রমিক। ফেসবুক: https://www.facebook.com/kasafaddauza
“বয়েজ দুঃসংবাদ,শেষ! মাত্র এক পেগ হবে” রিহানের বাক্যে আরও কিছু কথা ছিলো। কিন্তু শেষ করতে না দিয়ে বাকি তিনজন একসাথে হায় হায় করে উঠলো। সিগারেটে দমকা টান দিয়ে সৌভিক কিছুটা রাগও ঝাড়লো “রাত মাত্র তিনটা বাজে! এক পেগ কে খাবে এখন? রিহান মোটামুটি বিব্রত। কারন পার্টিটা তার ছিলো। আশীষের অবশ্য কিছু যায় আসে না এসবে,ফ্লোরে প্রায় আধশোয়া,চোখ খুলে রাখতে রীতিমত যুদ্ধ করতে হচ্ছে। প্রথম চিৎকারটা শোনা গেল একেবারে টাল হয়ে যাওয়া সুমনের কাছ থেকে “দোস্ত এক পেগ যেটা আছে সেটা আমারে দে, আমার আরেকটু লাগবে। পিনিক আসে না”
বাকি তিনজনের চোখ বড় করে দেখলো, আশীষের রাগ আরেকটু বাড়লো বোধহয় “মারছে! আমরা কি ফালাবো?
-ইয়েস বন্ধু!
"-ধুর এইটা মাতাল হয়ে আছে, ওরে গুনায় বাদ দে। দোস্ত আমারে দিস "
যতটুকু চোখ খোলা রাখলে দেখা যায় ততটুকু চোখ খুলেই বলল আশীষ।
হাউকাউয়ে বিব্রত রিহান। সুন্দর ফ্ল্যাট কেনা উপলক্ষে আজকের আয়োজন ছিলো। স্কুল লাইফের চার বন্ধু মিলে হৈ হুল্লোড় করা যাবে। জীবন উপভোগ যাকে বলে আরকি। সৌভিক চালাক চতুর স্কুল থেকেই। রিহানকে প্রথম সেই গাঁজা খাইয়েছিলো। খাওয়ার পর সৌভিক হাসি হাসি মুখে জিজ্ঞেস করলো-কিরে কেমন লাগে?
-হুম ঘুরে!
-কি ঘুরে?
-দোস্ত আমি বমি করবো? তোর গায়ে করি?
বলেই হড়হড় করে বমি করে দিয়েছিলো। খুব বাজে ব্যাপার হলেও মনে করে শান্তি পাওয়া যায়। আজও সৌভিকের নেতৃত্বে গাঁজা আনা হয়েছিলো। হুইস্কির দাওয়াত ছিলো মূলত। তরল খাবার আগে শুকনা মন্দ হয় না! কিন্তু এখন কি হলো? সারারাতের কথা ছিলো, মাঝরাতে মাতালের বোতল ফুরিয়ে যাওয়ার অনুভূতি কামরত অর্ধবস্থায় দূর্বল পুরুষের স্থলনের পর সঙ্গী নারীর অনুভূতি প্রায় এক। পাগলের মত হয়ে তিনজন চিৎকার চেঁচামেচি করছে। হাতের পেগসহ গ্লাস নিরাপত্তার সাথে নিজের হাতে ধরে রেখেছে রিহান। নিজে খেয়ে ফেলবে কিনা এ ভাবনা যে আসেনি তা না। আরেকটা পেগ হলেই হয়ে যেত টাইপ অনুভূতি নিয়ে চারজনে শকুনে চোখ রিহানের হাতকে গিলে খাচ্ছে।
“ওকে বয়েজ! আমরা একটা খেলা খেলবো” রিহানের কথায় নড়েচড়ে বসে বাকি তিনজন। রিহান আবার শুরু করে “এই পার্টির আয়োজন আমার,অতএব তোমরা তিনজন আমি আছি এমন কোন সত্য বলবে যেটা কখনও বলনি আমাকে। এবং এটাই আমাদের খেলা”
বরাবরের মত এবারও প্রথম চেঁচিয়ে উঠলো সৌভিক “ক্যান এই খেলা খেলব কেন? তুই আসলেই ভোদাই। আগের ভোদাই”
রিহান একটু হাসলো,তারপর আবার “শোন তিনজন কনফেশন করবি,আমার কাছে সবচে বড় কনফেশন যেটা মনে হবে। সেই পাবে এই পেগ”
সদ্য পেটভরতি করা ভোজন রসিককে আবার খাবারের লোভ দেখালে সাড়া না দিতে পারে, তবে গাঢ় মাতালকে আরও মদের লোভ দেখিয়ে প্রভাবিত করা সহজ।সৌভিক গাঁইগুঁই করলেও শেষ পর্যন্ত রাজি হলো। আশীষকে ফ্লোর থেকে টেনে তোলা হলো প্রায় ঘাড় ধরে।
উত্তরায় রিহানের কেনা এই ফ্ল্যাটের ড্রয়িংরুমে সোফা বসেনি। পুরো ফাঁকা ধবধবে সাদা ফ্লোরে গোল হয়ে বসে আছে চারজন। ঠিক মাঝখানে শেষ পেগের গ্লাস। রিহান টস করলো। চিরকুটে লেখা নাম থেকে বেছে নিলো সুমন। আশীষ।
“ওকে আশীষ শুরু কর! তোর নাম উঠেছে। মনে রাখবি মিথ্যা বলা যাবে না। কনফেশন নাই বলা যাবে না। তোদের সাথে আমি স্কুল লাইফ থেকে এক সাথে”
আশীষ কিছুটা বিব্রত! সিগারেটের প্যাকেট থেকে সিগারেট ধরানোর চেষ্টা করলো। ঠিক ধরলো না। দ্বিতীয় চেষ্টায় ধরিয়ে গাল ভরতি ধোঁয়া নিয়েই শুরু করলো “রিহান! ক্লাস নাইনে তোর ব্যাগে আমিই সিগারেট রেখেছিলাম” কথা শেষ করে সিগারেটে আরেকটা টান দিলো আশীষ। কিছুক্ষন পিনপতন নীরবতা “স্যরি দোস্ত! আমার জন্য তোর অনেক কষ্ট করতে হয়েছে।মাফ করে দে”
হাতের ইশারা দিয়ে আশীষকে থামিয়ে দিলো রিহান। বাকি দুটি চিরকুট সাফল করা হলো। চিরকুট টেনে নিলো সুমন।হুম সুমনের নামই উঠেছে। আবার রিহানের একই ধরনের কথা “দেখ সুমন অবশ্যই সত্য বলবি!কনফেশন নাই এটা বলা যাবে না”
সুমনের চোখ ঢুলুঢুলু!ফ্যানের দিক থেকে মুখ ফিরিয়ে রিহানের চোখে চোখ রাখলো “দোস্ত আসলে ব্যাপার হচ্ছে!দেখ সত্যতো বলবো। বাট সেরকম……….থামিয়ে দেয় রিহান “এসব হবে না,সত্য বলতে হবে। কেবল সত্য।নাই এমন হতে পারে না। তোদেরটা শেষ হলে তোদেরকে নিয়ে আমিও বলবো”
কিছু চিন্তা করেই বোধহয় সুমন শুরু করলো “দেখ দোস্ত ওই যে ক্লাস নাইনেরই কথা। স্নেহার ব্যাগে আমিই চিঠি এবং ফুল দিয়ে আসছিলাম তোর নামে। এটা অবশ্য তোর ভালোর জন্যই। ও যাতে তোকে ভালোবাসে তাই করেছিলাম” রিহানে মাথা নীচু করে বসে আছে। বাকি তিনজনও চুপ। ভাবার কিছুই পাচ্ছে না সে।কঠিন নিয়মানুবত্তিতার পরেশ নগর হাই স্কুলে ভালো ছাত্র হিসাবে সে বেশ পরিচিত ছিলো। এত বেশী নিয়ম শৃঙ্খলার মধ্যেও অন্যরা কত দুষ্টামি করতো এটা ভেবে রিহান বেশ অবাক হতো। বাবা সরকারী কর্মকর্তা ছিলেন বলে বাবার মুখ রক্ষাও একটা ব্যাপার থাকতো। তাই দুদিকের ভয়ে রিহানের কিছু করা হতো না। তবুও কিভাবে যেন কি হয়ে গেল! স্বয়ং হেডমাষ্টার রিহানের ব্যাগ থেকে সিগারেট আবিস্কার করলেন,তাও প্যাকেটে। পুরো স্কুলে হৈচৈ বেঁধে গেল। এরকমটা এই স্কুলে গত সাত বছরেও হয়নি। সাতবছর আগে ক্লাস টেনের একটা ছেলের ব্যাগ থেকে সিগারেট পাওয়া গিয়েছিলো বলে তাকে স্কুল থেকে বহিস্কার করা হয়েছিলো। ছেলেটা শেষ পর্যন্ত পরীক্ষাও দিতে পারেনি। ভয়াবহ অবস্থায় হেডমাষ্টারের রুমে ডাক পড়ে রিহানের।হেডমাষ্টার অনীল বসু রেগে গেলে চশমা খুলে হাতে নিয়ে কথা বলেন “সিগারেট খাও কবে থেকে?
রিহান মাথা নীচু করে রাখে, উত্তর দেয় না। হেডমাষ্টার আবার জিজ্ঞেস করেন। এবারও নিশ্চুপ থাকে রিহান। হেডমাষ্টার এইবার রেগে গিয়ে বললেন “কি মাথায় ঢুকে না কথা? কবে থেকে খাও?
-খাই না স্যার
প্যাকেট দেখিয়ে হেডমাষ্টার প্রায় চেঁচিয়ে উঠলেন “তাহলে এটা কার? আমার ? আমি তোমার ব্যাগে রেখেছি?
-স্যার আমি সিগারেট খাই না।
-ওকে! তোমার বাবাকে খবর দেয়া হয়েছে। অভিযোগ কেবল একটা না। আসুক তিনি।
ঘন্টাখানেক রিহান দাঁড়িয়েই থাকে। বাবা এসে হেডমাষ্টারের সামনের চেয়ারে বসেন। পিছনেই রিহান মাথা নীচু করা।হেডমাষ্টার এবং বাবার কথোপকথন উত্তাপ ছড়াচ্ছে। বাবা মূলত চুপ,হেডমাষ্টার বলেই যাচ্ছেন।
-এই যে দেখুন,এইটা গতকাল পাওয়া গেছে। ক্লাসের এক মেয়ের ব্যাগে আপনার ছেলে চিঠি এবং ফুল দিছে। দেখুন দেখুন চিঠিতে কি ভাষা ব্যাবহার করেছে?
রিহান বেশ অবাক হয়ে যায়! চোখ তুলে তাকায় তবে কিছুই বুঝতে পারে না। বাবা চুপচাপ চিঠিটা পড়ার চেষ্টা করেন। হেডমাষ্টার আবার শুরু করলেন “শুনুন ভেবেছিলাম আপনার ছেলে ভালো ছাত্র,এটা এড়িয়ে যাই। কিন্তু দেখুন আজ তার ব্যাগ থেকে সিগারেট পাওয়া গেছে। শুনুন আমরা চাই না তার জন্য অন্যরা নষ্ট হোক। তাকে টিসি দেয়া হবে”
রিহানের বাবা কিছু বলার চেষ্টা করলেন।পারলেন না। রিহানও চেষ্টা করলো ঠিকই, তবে পারলো না। সত্য বলার মতও সাহস ছিলো না। সব ভয় এক সাথে এসে হাজির।পরের ঘটনা বেশ কাঠখড় পোড়ানোর। ক্লাস নাইনের রেজিষ্ট্রেশন হয়ে গিয়েছিলো বলে রিহান অন্য কোন স্কুলে নাইনে ভর্তি হতে পারেনি। হেডমাষ্টারকে অনেক রিকোয়েষ্ট করার পরও তিনি রাজি হননি। শেষ পর্যন্ত ক্লাস এইটে ভর্তি হতে হয়েছে।
‘এবার তোর পালা,শুরু কর সৌভিক”। সিগারেট খাওয়া থামিয়ে দিলো সৌভিক। মাতাল ভাব ক্লান্তিতে পরিনত হয়েছে। সময় কিভাবে যায় কে জানে!মদ খেতে ইচ্ছা করছে না। সত্য বলতেও না।রিহান তাড়া দেয়,সৌভিক উদাস হয়ে থাকে। কথা কানে নিয়ে ধীরে ধীরে সিগারেটের ধোঁয়া ছাড়ে। শেষ করে এস্ট্রেতে গুঁজে ফেলে ফিল্টার।
“রিহান!আশীষ এবং সুমন যা বলেছে সত্য। বুঝিনি এত সমস্যা হবে তোর। আমরা মজা করতে চেয়েছিলাম।এসব তোকে অনেকবার বলবো ভেবেছিলাম কিন্তু বলা হয়নি। বিশ্বাস কর ভুলেই গিয়েছিলাম। প্রায় মনে হতো তোর সাথে দেখা হলে একদিন এসব বলবো। কিন্তু কেন যেন ভুলে যেতাম”
খুব অবাক হয়ে রিহান “তুইও ওদের সাথে ছিলি এই অপকর্মে”
লম্বা একটা দম নিয়ে সৌভিক স্বীকার করে “হুমম সকল আইডিয়া আমার ছিলো,প্ল্যানও করেছি আমি….
কথা শেষ করতে দেয় না রিহান। খালি মদের বোতল হাত দিয়ে তুলে সৌভিকে ঘাড় বরাবর ছুড়ে দেয় "শুয়রের বাচ্চা,কি করেছিস আমার সাথে জানিস?
সৌভিক ছিটকে পড়ে পাশের দেয়ালে। ঢমঢম করে সাদা ফ্লোরে গড়াগড়ি খেতে থাকা মুখবন্ধ করা আরেকটি হুইস্কির বোতল। ছোট্ট থলিতে রাখা বোতল যেটা শেষ মজা করে খাবে বলে এনেছিলো, মাতলামোর ভুলে খোলা হয়নি!
০৩ রা জুন, ২০১৩ রাত ১:১৫
নোমান নমি বলেছেন: অসুবিধা নাই লেইখ্যা ফালান। সমিস্যা কি ?
২| ০২ রা জুন, ২০১৩ রাত ১১:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
শিরোনাম পড়েই বুঝেছি গল্পটিতে নতুন কিছু পাওয়া যাবে আর হল ঠিক তাই। রকিং গল্প বাই নোমান নমি। +++++++
০৩ রা জুন, ২০১৩ রাত ১:২০
নোমান নমি বলেছেন: থ্যাংকস কান্ডারী।
৩| ০২ রা জুন, ২০১৩ রাত ১১:৩৪
না বলা কথা বলেছেন: গল্পটি একেবারে সাদাসিধা হয়েছে। ভালো লাগেনি।
যারা একচেটিয়া শুধু প্রশংসাই করে তাদের এড়িয়ে চলবেন।
পরের গল্পের জন্য শুভকামনা।
০৩ রা জুন, ২০১৩ রাত ১:৩২
নোমান নমি বলেছেন: থ্যাংকস আপনার মনের কথা বলে দেবার জন্য।
হুম একচেটিয়া প্রশংসাকারীর ব্যাপারটাও বুঝি। তবে বিভিন্নজনের বিভিন্ন কারনে গল্প ভালো লাগতে পারে।
৪| ০২ রা জুন, ২০১৩ রাত ১১:৪২
প্রোফেসর শঙ্কু বলেছেন: কনফেশন জিনিসটা 'অস্বস্তিকর'। মানুষের একান্ত শয়তানটি গোপনে নিজের কাছে কিছু স্মৃতি জমা রাখতে চায়, সেগুলো প্রকাশিত হলে পালটে যায় অনেক কিছু।
এক গল্পে পড়েছিলাম, পাদ্রী এক পাপির কনফেশন শুনে 'মহাপাপ!, মহাপাপ!' বলে দৌড়ে গির্জার বাইরে চলে গেছিল। তাই দেখে বাকি যারা কনফেশনে এসেছিল, তারা সবাই পালিয়ে যায়, এই ভেবে যে তাঁদের পাপ ওই পাপির চেয়ে বেশি। গল্প মনে পড়ে গেল।
অতি সুন্দর গল্প। প্লাস।
০৩ রা জুন, ২০১৩ রাত ১:৪৮
নোমান নমি বলেছেন: হা হা । হুম কনফেশন ব্যাপারটা অন্যদিকে মজারও কিন্তু
৫| ০২ রা জুন, ২০১৩ রাত ১১:৫৩
সালমাহ্যাপী বলেছেন: পুরাই ভিন্ন ধরনের একটা গল্প। অন্য রকম ভালো লেগেছে ।
অনেক সুন্দর।
০৩ রা জুন, ২০১৩ রাত ১:৪৯
নোমান নমি বলেছেন: থ্যাংকস হ্যাপী
৬| ০৩ রা জুন, ২০১৩ রাত ১২:০০
আর.হক বলেছেন: প্রেম ভালবাসার গল্পের মাঝে ভিন্ন স্বাদ
০৩ রা জুন, ২০১৩ রাত ১:৫১
নোমান নমি বলেছেন: থ্যাংকস
৭| ০৩ রা জুন, ২০১৩ রাত ১২:০২
মাসুম আহমদ ১৪ বলেছেন: গপ পড়ে ভালা লাগছে
০৩ রা জুন, ২০১৩ রাত ১:৫১
নোমান নমি বলেছেন: থ্যাংকস
৮| ০৩ রা জুন, ২০১৩ রাত ১২:০৩
নোবিতা রিফু বলেছেন: নিপুনের মিরপুর যাওয়া আর এই গল্পের আমদানি কাছাকাছি সময়ে হওয়াটাকি কাকতালীয় ধরে নিব?
০৩ রা জুন, ২০১৩ রাত ২:০৩
নোমান নমি বলেছেন: হাহা না এইটা ভাবছি আরও অনেক মাস আগে। কাইলকা রাতে লেইখা ফালাইলাম কেবল! তবে হ্যাঁ
৯| ০৩ রা জুন, ২০১৩ রাত ১২:১০
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: নোমান ভাইয়ের গল্প, ভাল না লেগে উপায় নেই।
আমাকে কিছু আইডিয়া ধার দেয়া যায়??
০৩ রা জুন, ২০১৩ রাত ২:০৪
নোমান নমি বলেছেন: থ্যাংকস বিথি। হা হা লাগলে বইলেন
১০| ০৩ রা জুন, ২০১৩ রাত ১২:১২
আনাড়ী নং ৪২০ বলেছেন: গপ ভাল লাগল ভাই
০৩ রা জুন, ২০১৩ রাত ২:০৫
নোমান নমি বলেছেন: থ্যাংকস আনাড়ী।
১১| ০৩ রা জুন, ২০১৩ রাত ১২:১৫
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ভাল্লাগছে ভাইয়া
প্লাস লন
০৩ রা জুন, ২০১৩ রাত ২:০৫
নোমান নমি বলেছেন: থ্যাংকস
১২| ০৩ রা জুন, ২০১৩ রাত ১২:১৬
এরিস বলেছেন: গল্পের প্লটটা সুন্দর। তবে পড়তে পড়তে এলোমেলো লেগেছে, মানে অস্থির ভাব। সৌরভের ব্যাপারটা বুঝতে পারিনি। মারা গিয়েছিল নাকি?? আপনার জনৈক টিয়া গল্পটা অনেক অনেক বেশী ভালো লেগেছে। ভালো থাকুন, শুভকামনা।
০৩ রা জুন, ২০১৩ রাত ২:০৮
নোমান নমি বলেছেন: সৌভিক মারা গিয়েছিলো কিনা সেটা পাঠক ভেবে নিবে। আমি অবশ্য চেয়েছিলাম বাড়তি মদের বোতলটার দিকে পাঠকের বিশেষ দৃষ্টি। কিন্তু ঠিকমত লিখতে না পারার কারনে বুঝাইতে পারি নাই। সুযোগ বুঝে এডিটে বসতে হবে।
ভালো থাকবেন এরিস।
১৩| ০৩ রা জুন, ২০১৩ রাত ১২:৩১
নাজিম-উদ-দৌলা বলেছেন: মাতাল অবস্থা আর কনফেশন বিষয়দুটো মনে হয় খুব কাছের। অদ্ভুত বিষয় হল অ্যালকোহল যদিও খারাপ কিন্তু এটা কিছুটা সময়ের জন্য একজন মানুষকে সত্যের কাছাকাছি নিয়ে যায়।
গল্প ভাল লেগেছে নোমান ভাই।
০৩ রা জুন, ২০১৩ রাত ২:১০
নোমান নমি বলেছেন: হুম অ্যালকোহল এবং কনফেশন! এইটা মিলে যায়। ব্যাপারটা বেশ কনফিউজিংও মনে হয়।
ধন্যবাদ নাজিম
১৪| ০৩ রা জুন, ২০১৩ রাত ১২:৩১
ঘুড্ডির পাইলট বলেছেন: মদ খাওয়ার ডিটেইল বেশি দিলে আমার নিজের কাছে ভালো লাগতো !!!
জানেন মাতালরা কিভাবে বন্দুদের কাছ হতে বিদায় নেয় ?
সব শেষে গল্প ভালো লাগছে
০৩ রা জুন, ২০১৩ রাত ১১:০৬
নোমান নমি বলেছেন: হাহা সেইটাতো সেদিন দেখলাম
ভালো থাইকেন
১৫| ০৩ রা জুন, ২০১৩ রাত ১২:৪৩
ধূসরধ্রুব বলেছেন: হুইস্কির আরেক বোতল নিয়া চিন্তায় আছি
০৩ রা জুন, ২০১৩ রাত ১১:০৬
নোমান নমি বলেছেন: কে খাইবো সেটা নিয়া?
১৬| ০৩ রা জুন, ২০১৩ রাত ১:১৩
স্বপ্নবাজ অভি বলেছেন: আপনাদের গল্প লিখা দেখে দেখে একটা অর্ধেক লিখে ফেলে রেখেছি ! টার্ণ টা আনতে পারছিনা ! আমার এক পেগ লাগবে মনে হয় !
০৩ রা জুন, ২০১৩ রাত ১১:০৮
নোমান নমি বলেছেন: কাছের বারেই খবর নিন
লেইখা দ্রুত পোস্ট করেন। পড়ি
১৭| ০৩ রা জুন, ২০১৩ রাত ১:৪২
রিজাল কবির বলেছেন: বেশ ভালো!!!
০৩ রা জুন, ২০১৩ রাত ১১:০৮
নোমান নমি বলেছেন: থ্যাংকস
১৮| ০৩ রা জুন, ২০১৩ রাত ১:৫৭
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: বেশি জমে নাই দোস্ত ! আরো কিছু আশা করছিলাম
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:০৭
নোমান নমি বলেছেন: একদিন নিশ্চয় জমবে
১৯| ০৩ রা জুন, ২০১৩ রাত ২:২৯
হাসান মাহবুব বলেছেন: প্রথম বাক্যে হয়েছের জায়গায় রয়েছে হবে। বোতলটা কি পেলাসটিকের ছিল, নাকি কাঁচের? আশা করি ভাঙেনাই
আমার কাছে ভালোই লাগসে গল্পটা।
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:০৮
নোমান নমি বলেছেন: টেনশন লইয়েন না বোতলটা কাঁচেরই আছিলো
নিশ্চয় পরে কেউ না কেউ খাইয়া নিছে
ধন্যবাদহামা ভাই ভালো থাকবেন।
২০| ০৩ রা জুন, ২০১৩ রাত ৩:০৭
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: আমার কাছেও ভালো লাগছে ! পড়তে পড়তে গল্পের ভিতর ঢুকে আরো নাটকীয়, স্ট্রাইকিং কিছু আশা করছিলাম !
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:০৯
নোমান নমি বলেছেন: হুম এটা ঠিক আরও অনেক নাটকীয়তা আসতে পারতো !
২১| ০৩ রা জুন, ২০১৩ রাত ৩:৩২
মুদ্রা সংগ্রাহক বলেছেন: বেশ ভালো....আরেকটু স্ট্রাইকিং হলে খুব ভাল হত.....
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:০৯
নোমান নমি বলেছেন: ধন্যবাদ!
২২| ০৩ রা জুন, ২০১৩ ভোর ৬:৪১
সেলিম আনোয়ার বলেছেন: কনফেশনে শুরা ?টাস্কি খাইলাম। পোস্টে প্লাস
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:১০
নোমান নমি বলেছেন:
ধন্যবাদ।
২৩| ০৩ রা জুন, ২০১৩ সকাল ৮:১৪
নির্ণায়ক বলেছেন: শেষটা ভালা পাইলাম না।।
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:১০
নোমান নমি বলেছেন: হাহা
ধন্যবাদ মন্তব্যের জন্য।
২৪| ০৩ রা জুন, ২০১৩ সকাল ১১:৩৮
সোহাগ সকাল বলেছেন: আমিও আগেই ভাবসিলাম অন্যরকম গল্প হইতারে এইডা। পিলাচ দিলুম নমি ভাই!
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:১০
নোমান নমি বলেছেন: থ্যাংকু সোহাগ।
২৫| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ১:৪১
রেজোওয়ানা বলেছেন: আমার কাছে ভাল লাগছে পড়তে!
তবে রম্যে তুমি আসলেই অসাধারণ!
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:১২
নোমান নমি বলেছেন: ধন্যবাদ রেজু আপু।
রম্য দিবো শীঘ্রই
২৬| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:৫৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লেগেছে।
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:১২
নোমান নমি বলেছেন: ধন্যবাদ দুর্জয় ভাই।
২৭| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৫:১৮
বৃষ্টিধারা বলেছেন: বেশ ভালো লাগলো ।
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:১৩
নোমান নমি বলেছেন: ধন্যবাদ বৃষ্টিধারা। অনেক দিন পর মনে হয়?
২৮| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৫:২৩
অপর্ণা মম্ময় বলেছেন: ভাল্লাগছে গল্প। রিহানের চরিত্রটা বেশ স্ট্রং মনে হইছে লাস্টে এসে। কনফেশনের কারণেই এক পেগের ব্যাপার নিয়ে আসা এবং অতীত খুঁড়ে সামনে আনাটা বেশ মজার ।
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:১৪
নোমান নমি বলেছেন: ধন্যবাদ অপর্ণা।
রিহান চরিত্রটাকে চুপচাপ রাখতে চেয়েছিলাম!
২৯| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৫:৩৮
হুমায়ুন তোরাব বলেছেন: হুম গল্পটা ডিফেরেন্ট,
চালায়ে যান,
হয়তো খুব তাড়াতাড়ি আগের নোমান রে পাওয়া যাবে ব্লগে ।
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:১৫
নোমান নমি বলেছেন: ধন্যবাদ তোরাব।
নোমান একটাই
৩০| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৫:৫৬
শাওণ_পাগলা বলেছেন: কনফেশন এখন ফেবু ছাইড়া ছোটগল্পে ঢুইকা গ্যালো?
গল্প ভালো হইছে! প্লাস!
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:১৫
নোমান নমি বলেছেন: হাহা সবকিছুইতো ছোট গল্প!
৩১| ০৩ রা জুন, ২০১৩ রাত ৮:৩৩
রাতুল_শাহ বলেছেন: ঠান্ডা মাথায় পড়ার জন্য জমিয়ে রাখলাম।
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:১৫
নোমান নমি বলেছেন: অনেকদিন পর রাতুল ভাই। পইড়েন কিন্তু কইলাম।
৩২| ০৩ রা জুন, ২০১৩ রাত ১১:১৮
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন:
মুখবন্ধ করা হুইস্কির বোতলটা কি এখনও মুখবন্ধ অবস্থায় আছে
গল্প ভালো লাগলো
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:১৬
নোমান নমি বলেছেন: ধন্যবাদ রনি ভাই।
৩৩| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:৪২
~মাইনাচ~ বলেছেন: সুন্দর গপ নমি ভাই
মাইনাচ
০৫ ই জুন, ২০১৩ রাত ১২:২৯
নোমান নমি বলেছেন: হুম
৩৪| ০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
মামুন রশিদ বলেছেন: কামরত অর্ধবস্থায় দূর্বল পুরুষের স্থলনের পর সঙ্গী নারীর অনুভূতির প্রায় কাছাকাছি অবস্থায় আমরা পৌছেছিলাম, যখন লাস্ট পেগ হুইস্কির আশায় রিহানের তিন বন্ধু কনফেস যুদ্ধে নেমেছিলো । সত্যি সে এক উত্তেজনাকর পরিস্থিতি, পাঠকের সামনে..
আমাদের প্রত্যাশার বেড়ে উঠা আমাদের অভিজ্ঞতা থেকেই । আর গল্পকার নোমান নমী'র গল্পে প্রচন্ড ট্যুইস্টেরই প্রত্যাশা থাকে আমাদের । সেইরকম একটা সিচুয়েশন তৈরিও হয়ে ছিলো । বন্ধুদের কনফেস থেকে জানলাম তাদের কিছু বয়ঃসন্ধিদুষ্ট নির্দোষ ফান থেকে রিহানের জীবনে অপ্রত্যাশিত বিপর্যয় নেমে আসে । তাদের এই ফান ইচ্ছেকৃতভাবে রিহানকে বিপদে ফেলার জন্য করা হয়েছিলো বলে মনে হয়নি, যদিও এর জন্য রিহানকে অনেক মুল্য দিতে হয়েছে । তাই সৌভিকের প্রতি রিহানের আচরন এতটা কঠোর না হলেও পারতো ।
গল্পটা শুরু থেকেই অসাধারন, মাঝখানে উত্তেজনাময় আর শেষটায় আরো ভালো হবার আক্ষেপ । আমি প্লাস দিলাম++
০৫ ই জুন, ২০১৩ রাত ১২:৩২
নোমান নমি বলেছেন: ওয়াও দারুন কমেন্টস!
বিষয়টা শেয়ার করি। গল্পটা ভাবছি আরও মাস খানেক আগে। মনে মনে প্রায় প্রতিদিন কিছু না কিছু লিখি। তবে আসল লেখাটা হচ্ছিলো না। এটা সেটা করে করে মনে মনেই গল্প চ্যাঞ্জ হয়ে গেছে। লিখতে গিয়ে "আইজকা শেষ কইরাই ছাড়ুম" টাইপ ব্যস্ততা ছিলো। লিখা শেষে বাইচা গেছি টাইপ প্রতিক্রিয়া ছিলো। তার কারনে শেষটা একটু অগোছালো হইছে।
ভালো থাকবেন মামুন ভাই।
৩৫| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:৫২
শশী হিমু বলেছেন: গল্পের প্লটটা ভালো ছিলো। কাহিনী আরো একটু গভীরে গিয়ে লিখতে পারলে পারফেক্ট হইতো। আর লেখায় বাক্য বিন্যাস একটু অগোছালো মনে হচ্ছিল। মনে হচ্ছিল, সদ্য মাতাল কেউ বসে বসে লিখেছে। (এতো সিরিয়াস কিছু না, মজা করলাম)
শেষটা ফুড়ুৎ করেরি শেষ/ আরো একটু ভালো এন্ডিং আশা করছিলাম। ওভার অল ভাল।
০৫ ই জুন, ২০১৩ রাত ১২:৩৫
নোমান নমি বলেছেন: কস্কি মমিন
শেষ করার ব্যাপার মাথায় ঢুইকা গেছিলো তাই।
৩৬| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:৫৯
গ্রাম্যবালিকা বলেছেন: আপনার লেখা আনন্দ নিয়ে পড়ি, আমি সাধারণ পাঠক.
০৫ ই জুন, ২০১৩ রাত ২:২৪
নোমান নমি বলেছেন: ধন্যবাদ গ্রাম্য বালিকা।
৩৭| ০৫ ই জুন, ২০১৩ রাত ১:০০
শশী হিমু বলেছেন: তাইলে কি যা কইছি হাচা ধইরা লমু নাকি
০৫ ই জুন, ২০১৩ রাত ২:২৫
নোমান নমি বলেছেন: ছি না
৩৮| ০৫ ই জুন, ২০১৩ রাত ১:২৬
ডি মুন বলেছেন: ভাল লাগলো
০৫ ই জুন, ২০১৩ রাত ২:৪৮
নোমান নমি বলেছেন: ধন্যবাদ মুন।
৩৯| ০৫ ই জুন, ২০১৩ রাত ২:৫২
কাজী মামুনহোসেন বলেছেন: সিরাম হইছে, পিলাছ রইল...
০৬ ই জুন, ২০১৩ রাত ১:৩৯
নোমান নমি বলেছেন: ধন্যবাদ মামুন।
৪০| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫০
নীরব 009 বলেছেন: ১৮ তম ভাল লাগা
০৬ ই জুন, ২০১৩ রাত ১:৪০
নোমান নমি বলেছেন: নীরব বহু দিন পর। বুঝছি না পইড়া কমেন্টাইছেন :V
৪১| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৬
অনাহূত বলেছেন: গল্প পড়ার পর কিছু মন্তব্যও পড়লাম। সবশেষে চলে যাওয়ার আগে মনেহলো এটা ঠিক হচ্ছে না, তাই ... ।
৪ বন্ধুর পার্টি এন্ড কনফেশন আমার কাছে খারাপ লাগেনি। ভাল থাকুন।
০৬ ই জুন, ২০১৩ রাত ১:৪১
নোমান নমি বলেছেন: হুম অনেক ধন্যবাদ। অনেকদিন পর আপনার কমেন্টস পেলাম। ভালো থাকবেন।
৪২| ০৬ ই জুন, ২০১৩ রাত ১০:২৭
নীরব 009 বলেছেন: হা হা হা
না, পড়ছি এইটা। পড়ছি এই কারণে যে স্ট্যাটাসের চেয়ে গল্প কেমন চলতেসে এটা বোঝার জন্য।
যে ছেলেটার সাথে বাকি বন্ধুরা স্কুলে ওই রকম বিহেভ করছে সেই ছেলেটাকে খুব মায়া লাগছে। বেচারা!!!
০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৪৭
নোমান নমি বলেছেন: পার্থক্য ধরতে পারলেন কিছু? আইজকা আপনার গল্প পড়মু ইনশাল্লাহ।
৪৩| ০৬ ই জুন, ২০১৩ রাত ১১:২৩
শাহেদ খান বলেছেন: কনফেশন-টাইপ খেলা'র কথা আসতেই নড়ে-চড়ে বসছিলাম। বুঝছিলাম, গল্প এইবার ইন্টারেস্টিং কিছু হবে !
ভাল লাগল, নোমান ভাই। অন্যরকম থিম এবং স্টাইল !
+
০৭ ই জুন, ২০১৩ রাত ৩:১৬
নোমান নমি বলেছেন: ধন্যবাদ শাহেদ ভাই। অনেকদিন পর আসলেন।
ভালো থাকবেন। শুভরাত্রি
৪৪| ০৮ ই জুন, ২০১৩ রাত ৩:২২
মাহমুদ০০৭ বলেছেন: স্বাভাবিক দৃষ্টিকোণ হতে বলতে গেলে ,
গল্প ও থিম দুটোই ভাল । শুধু ভাল না , বেশ ভাল ।
কিন্তু আপনার সক্ষমতা বিবেচনা করলে , আপনি আরো অনেক ভাল
লিখতে পারতেন । আপনার মান অনুযায়ী গল্পটা মোটামুটি ।
আপনার আগের গল্পটা অনেক টাচি ছিল । '' জনৈক টিয়া
"' গল্পটা ।
আশা করছি আপনি আরো একটু যত্নবান হবেন , আপনার কাছে ত সবসময়
ভিন্নরকম প্রত্যাশাই করি , প্রত্যাশা থাকে ।
ভাল থাকবেন নোমান ভাই
শুভকামনা রইল ।
০৮ ই জুন, ২০১৩ রাত ৩:৩৪
নোমান নমি বলেছেন: হুম থীমটা নিয়ে অনেকদিন পড়ে ছিলাম। তাও লেখার সময় সব ভন্ডুল হয়ে গেছে। সামনে চেষ্টা করবো ইনশাল্লাহ।
ভালো থাকবেন।
৪৫| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৫
রহস্যময়ী কন্যা বলেছেন: গল্প পইড়া মাথা আউলাইয়া গেসে
তয় গল্প অনেক সুন্দর।টুইস্ট পাইলাম
++++++++++ ভাইয়া
১১ ই জুন, ২০১৩ রাত ১২:১৭
নোমান নমি বলেছেন: সাবধান! আউলা মাথা ভালো না
ধন্যবাদ।
৪৬| ১০ ই জুন, ২০১৩ রাত ৮:৩৪
নাছির84 বলেছেন: গল্পের ভিত্তি এবং লেখায় মুন্সীয়ানা আছে। ভাল লেগেছে।
১১ ই জুন, ২০১৩ রাত ১২:১৮
নোমান নমি বলেছেন: ধন্যবাদ নাছির।
৪৭| ১৩ ই জুন, ২০১৩ রাত ১১:২৬
দেহঘড়ির মিস্তিরি বলেছেন: অ্যালকোহল - কনফেশন , অতীতের কিছু নির্দোষ দুষ্টমি
আর পরবর্তী জীবনে তার মাল্টীফাইং ইফেক্ট , গল্পে কেবল ঢোকা শুরু করেছিলাম তার আগেই সমাপ্তি চলে আসল
১৪ ই জুন, ২০১৩ রাত ১:৫১
নোমান নমি বলেছেন: আফসুস গল্প সংক্ষিপ্ত। ভালো থাকবেন।
৪৮| ১৩ ই জুন, ২০১৩ রাত ১১:৪২
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: সুন্দর প্লট । ভাল লেগেছে ।
১৪ ই জুন, ২০১৩ রাত ১:৫১
নোমান নমি বলেছেন: ধন্যবাদ।
৪৯| ২১ শে জুন, ২০১৩ সকাল ৯:৪৪
তাসজিদ বলেছেন: জীবন যে কখন তার সত্য রুপ নিয়ে হাজির হয়.....................।। তা মনে হয় আমরা কেও জানি না।
অসাধারন প্লট। তবে আরেক্তু বড় হলে ভাল হত।
২২ শে জুন, ২০১৩ ভোর ৪:১৮
নোমান নমি বলেছেন: অনেক ধন্যবাদ তাসজিদ। বড় হইলে একটু বিরক্তিকর হয়ে যেত মনে হয়।
৫০| ২১ শে জুন, ২০১৩ সকাল ৯:৪৬
তাসজিদ বলেছেন: confesion ও মাতাল। both make for each other.
২২ শে জুন, ২০১৩ ভোর ৪:১৮
নোমান নমি বলেছেন: হুম সত্য!
৫১| ২২ শে জুন, ২০১৩ রাত ২:৪০
আমি তুমি আমরা বলেছেন: ফিনিশিং ভাল্লাগছে
২২ শে জুন, ২০১৩ ভোর ৪:১৯
নোমান নমি বলেছেন: ধন্যবাদ
৫২| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৯
সোমহেপি বলেছেন: কি একটা উপমা দিলেন সেটার বাক্য গঠন ঠিক নাই।ওই যে হাফ ডান আর ফুল ডান!
গল্প যেমনই হইছে আমার তৃষ্ণা বেড়ে গেলো ................(.দৌড় দেবার ইমু হবে)
০২ রা জুলাই, ২০১৩ রাত ১:০২
নোমান নমি বলেছেন: হাহা দ্রুত যান
৫৩| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ২:৪২
সানফ্লাওয়ার বলেছেন: অনেক সুন্দর গল্প।
২২ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:৩০
নোমান নমি বলেছেন: ধন্যবাদ।
৫৪| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৫৮
শান্তির দেবদূত বলেছেন: বাহ ! বেশ লিখেছেন।
তবে একটু খটকা লাগছে, স্কুলের একটা ঘটনাতেই তিন বন্ধু জড়িত আর সেই তিন বন্ধুই অনেক বছর পর একসাথে ডিংক করছে আবার তিনজনই একই সময়ের একই ঘটনার কনফেসন করছে ! একটু বেশি কাকতালিয় হয়ে গেছে বলে মনে হচ্ছে।
তবে লেখনীগুনে এটি চমৎকার একটা ছোট গল্প হয়ে উঠেছে। সত্যি বলতে এত ছোট কিন্তু চমকপ্রদ গল্প অনেক দিন পরে পড়লাম।
২২ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:৩২
নোমান নমি বলেছেন: হুম একটু বেশী কাকতালীয়। তবে আমাদের বন্ধুদের মাঝে এরকম কনফেশন হয়।
থেংকু আপনার সুন্দর কমেন্টের জন্য।
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৩ রাত ১১:১৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার প্লট। ভালো লাগছে আবার খারাপ লাগছে!
এই রকম একটা প্লটে আমিও একটা গল্প অর্ধেক পর্যন্ত লিখছিলাম
থাক এখন আর লিখুম না।
গল্পে ভালো লাগা!!!