![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহর ব্যাস্ততার রোষানলে, সভ্যতা গড়ছে নাগরিক। আমি তখন অলস মস্তিস্কে শয়তানের কারখানার একনিষ্ঠ শ্রমিক। ফেসবুক: https://www.facebook.com/kasafaddauza
পটকা ভাই বললেন, ‘বই বের করব।’
: কী বই?
: সমকালীন প্রেমের উপন্যাস—প্রেমিকার দিলে প্রেমের শস্যক্ষেত্র।
: প্রেম নাহয় বুঝলাম, কিন্তু শস্যক্ষেত্র কেন?
: সমকালীন প্রেমে কৃষিকাজের ভূমিকা নিয়ে উপন্যাস। এই উপন্যাসটি দেশের প্রেমের ক্ষেত্রে এবং কৃষিক্ষেত্রে বিরাট অবদান রাখবে!
আগেরবার তিনি কবিতার বই বের করেছিলেন—প্রিয়তমার দুটি হাত আমার হাতে নেই। সেই বই নিয়ে আবার মহাকেলেঙ্কারি। নিকটাত্মীয়, প্রেমিকা, বন্ধু এবং কাছের মানুষদের দেওয়ার পরও বেশ কিছু বই রয়ে গিয়েছিল। পরবর্তী সময়ে পটকা ভাই তাঁর বইগুলো এলাকার লাইব্রেরিতে দিয়ে এলেন, যাতে পাঠকেরা পড়তে পারে। লাইব্রেরিয়ান দেখে খুব খুশি হয়েছিলেন ঠিকই, কিন্তু পরদিন সকালে এসেই সব বই ফেরত দিয়ে বলেছেন, ‘গরিব বলে যা তা জিনিস ধরায়া দিবেন...?’
পটকা ভাই জানালেন এবার তেমন কিছু হওয়ার আশঙ্কা নেই। মেলা শুরু হওয়ার আগ থেকেই তীব্র প্রচারণা শুরু করে দেবেন পুরো দেশব্যাপী। জিজ্ঞেস করলাম, ‘কীভাবে?’
: গাবতলী, সায়েদাবাদ, মহাখালী—ঢাকা শহরের তিনটা বাস টার্মিনাল। এসব জায়গা থেকে বাস বিভিন্ন জেলায় যায়। আমরা খাঁচায়ভর্তি লিফলেট বাসের ছাদে বেঁধে দেব। কিন্তু খাঁচা বাঁধব আলগা করে। যাতে ধীরে ধীরে রশিটা খুলে যায়। বাস যাবে, রশি ঢিলা হবে, ধীরে ধীরে বাতাস খাঁচা থেকে লিফলেট বের করে রাস্তায় ফেলবে। বাস যত দূর যাবে, লিফলেট তত দূর পর্যন্ত ছড়িয়ে পড়বে।
: দারুণ আইডিয়া, ভাই! পুরো দেশ হাত-পা গুটিয়ে বসবে।
: কেন?
: বই পড়ার জন্য!
: অবশ্যই। এ ছাড়া ৫০ জন ছেলে, ৫০ জন মেয়ে পুরো মেলায় টি-শার্ট পরে ঘুরবে। টি-শার্টের এক পাশে প্রেমিকার দিলে প্রেমের শস্যক্ষেত্র বইয়ের ছাপ মারা থাকবে, অন্য পাশে থাকবে আমার ছবি।
: দারুণ হবে। আর কী কী থাকছে?
: পুরো মেলায় বিশাল বিশাল পোস্টার থাকবে। বিলবোর্ড করার পরিকল্পনা চলছে। কিন্তু সরকার তো এখন বিলবোর্ড-বিরোধী। তারপরও কথা চলছে।
: দেয়ালে দেয়ালে পোস্টারিং করলে ভালো হয় না? সঙ্গে সপ্তাহে দুই দিন মাইকিং।
: দারুণ! এ জন্যই তো তোকে আমার এত পছন্দ। তোকে দিয়েই হবে।
মহা উৎসাহে আমরা পটকা ভাইয়ের বইয়ের প্রচারণায় নেমেছি। এটা কোনোভাবেই নির্বাচনী প্রচারণা থেকে কম নয়। শহরের দেয়ালে দেয়ালে পোস্টার, পথেঘাটে লিফলেট। যেখানে লেখা ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বেস্টসেলার লেখক পটকা ভাইয়ের মাথা নষ্ট উপন্যাস প্রেমিকার বুকে প্রেমের শস্যক্ষেত্র এখন বাজারে!’
সকাল থেকেই এলাকায় এলাকায় মাইকিং শুরু হয়েছে। পটকা ভাইয়ের নির্দেশে বাছাইকৃত কিছু কিছু বাসার সামনে দাঁড়িয়ে স্বাভাবিকের চেয়ে দীর্ঘসময় মাইকিং করি। পটকা ভাইকে জিজ্ঞেস করলাম, ‘কেন?’
: ওসব বাসা হয় আমার প্রেমিকার, নয়তো আমার প্রেমিকার শ্বশুরের। তাদের তো জানা দরকার, তারা কাকে হারাল!
মাইকিং চলছে, ‘এই মুহূর্তে দেশের সেরা লেখক, জনপ্রিয় কবি, রোমান্টিক উপন্যাসের পথিকৃৎ, বাংলা সাহিত্যের সাকিব আল হাসান পটকা ভাইয়ের রোমান্টিক উপন্যাস প্রেমিকার দিলে প্রেমের শস্যক্ষেত্র পাওয়া যাচ্ছে এই বইমেলায়...’
মেলা চলছে, পাশাপাশি ম্যালা টাকাও খরচ হচ্ছে। কিন্তু বই বিক্রির তেমন কোনো খবর নেই। পটকা ভাই বললেন, ‘আসলে কী জানিস, বাংলাদেশের মানুষের মনোজগৎ এখনো আমার বই পড়ার জন্য উপযুক্ত হয়নি। বড় ভুল সময়ে জন্ম নিয়েছি রে!’
কিন্তু মেলার ১৫ দিনেও নিকটাত্মীয় ও বন্ধুসমাজ ছাড়া কেউ বই না কেনায় তিনি চিন্তিত হয়ে পড়লেন। দুই দিন তাঁর কোনো দেখা নেই। তৃতীয় দিনের মাথায় এসে বললেন, ‘প্রচারণার কৌশল পাল্টে ফেলেছি।’
: কেমন?
: আমরা ফ্রি ফ্রি বই বিতরণ করব।
: ফ্রি? কিন্তু কীভাবে?
: বৃদ্ধাশ্রমে বই পাঠিয়ে দেব। সেখানে তাঁদের সময় কাটতে চায় না। তাঁরা আমার বই পড়ে সময় কাটাবেন!
: তাঁদের শেষ কটা দিন শান্তিতে থাকতে দেবেন না, পটকা ভাই?
আমার প্রশ্ন শুনে পটকা ভাই ভীষণ অভিমান করলেন। ঠিক করলেন, আর কখনোই লেখালেখি করবেন না। সব প্রচারণা স্থগিত করে দিলেন। এদিকে প্রচারণা বন্ধের কারণে টাকার অভাবে আমি ঘর থেকে বেরোতে পারছি না। বিকেলের দিকে ফোন করলাম, ‘হ্যালো পটকা ভাই, একটা বুদ্ধি পেয়েছি আপনার জন্য। কোটি কোটি বই বিক্রি হবে।’
: কী? কী?
: আপনার স্টলে তো মানুষ নাই বললেই চলে, তাই না?
: হ্যাঁ...
: পোলাপান বই পেলে খুশি হয় নাকি ইন্টারনেট?
: দেখেশুনে তো মনে হচ্ছে ইন্টারনেট।
: তাহলে আপনার স্টলে ফ্রি ওয়াই-ফাইয়ের ঘোষণা দিয়ে দেন। বই কিনলেই ওয়াই-ফাই পাসওয়ার্ড ফ্রি!
পটকা ভাই দারুণ খুশি হলেন। খুশির ফলস্বরূপ সন্ধ্যায় আমাকে ডেকে শহরের দামি রেস্তোরাঁয় পেটপুরে খাওয়ালেন। আমাকে দিয়ে যে কিছু একটা হবে, এ ব্যাপারে তাঁর মনে আর কোনো সন্দেহই নেই। স্বয়ং হিটলার এলেও আমার কিছু একটা হওয়া ঠেকাতে পারবেন না।
সারা রাত নতুন পোস্টার, লিফলেট ছাপানো হলো। পরদিন সেসব পোস্টার আর লিফলেট ছড়িয়ে গেল পুরো ঢাকা শহরে। প্রেমিকার বুকে প্রেমের শস্যক্ষেত্র বইটি কিনলেই ফ্রি ওয়াই-ফাই, একবার বই কিনে পুরো মেলায় ফ্রি ইন্টারনেট ব্যবহার করা যাবে। মানুষ লাইনে দাঁড়িয়ে বই কিনতে লাগল। পটকা ভাই অটোগ্রাফে ওয়াই-ফাই পাসওয়ার্ড দিতে দিতে গোটা তিনেক কলম ইতিমধ্যে শেষ করে ফেলেছেন। লেখকেরাও পটকা ভাইয়ের বই কেনার লাইনে দাঁড়িয়ে গেলেন। তাঁদের বই আছে, পাঠকও আছে, কিন্তু পাঠককে নিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড দেওয়ার মতো ইন্টারনেট নেই। স্টলের সামনে একজনকে দেখা যায় প্রতিদিন ফোনে কথা বলতে। একদিন কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ‘প্রতিদিন এখানে এসে কথা বলেন কেন?’ উত্তরে বললেন, ‘আমার বাসার ইন্টারনেট খুব স্লো। বিদেশে কথা বলতে পারি না তো...তাই...!’
এই ঘটনার পর মেলায় আগত প্রত্যেক মানুষ পটকা ভাইকে চিনে ফেলেছে। সেবার তিনি বেস্টসেলার রাইটারও হয়ে গেলেন। এরপর থেকে তিনি যা-ই লেখেন, তা-ই বেস্টসেলার। অন্য লেখকেরা বেস্টসেলার হন বই প্রকাশের পর, পটকা ভাই লেখার আগেই ঠিক করে নেন বেস্টসেলার বই লিখবেন নাকি নরমাল কিছু! যাহোক মার্চের শেষ দিকে পটকা ভাইয়ের নামে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে একটা চিঠি এল। চিঠি পড়ে জানা গেল, মানুষকে ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে দিয়ে ডিজিটাল দেশ গড়ার কাজে সরকারকে সাহায্য করার জন্য পটকা ভাই এ বছরের সেরা প্রযুক্তিবিদ নির্বাচিত হয়েছেন!
(২০১১ সালে এই সামুতে পটকা ভাইকে নিয়ে প্রথম পোস্টটা লিখেছিলাম। আজ ২০১৬। মাঝে মধ্যেই পটকা ভাইকে বিভিন্নরুপে দেখা যায় সময়ের প্রয়োজনে। এটি আজকের রস+আলোতে লেখা।)
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২২
নোমান নমি বলেছেন: জয় হোক। প্রযুক্তিবিদরা তো "জয়"ই হবে
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৯
বিজন রয় বলেছেন: নতুন লেখা দিলেন যে জন্য ধন্যবাদ।
লেখায় মাথা নষ্ট!!
++++++++++
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৩
নোমান নমি বলেছেন: ধন্যবাদ ভাই
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪১
গেম চেঞ্জার বলেছেন: পুরাই মাথা নষ্ট চিন্তাভাবনা!!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৪
নোমান নমি বলেছেন:
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৩
গুলশান কিবরীয়া বলেছেন: হেই নোমান !!! নতুন লেখা !! পড়ে মন্তব্য করবো আবার ।
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১১
গুলশান কিবরীয়া বলেছেন: হাসতে হাসতে শেষ প্রায় তবে বই কেনার পরিবর্তে ফ্রি ইন্টারনেট এর আইডিয়াটা দারুণ । মানুষের এত বুদ্ধি - ভাবাই যায় না ।
অনেক অনেক শুভকামনা রইল ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৫
নোমান নমি বলেছেন: তবুও আমাকে কাছের মানুষরা বোকা বলে :/
ধন্যবাদ, কেমন আছেন?
৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: হাহাহা দারুণ বুদ্ধি কিন্তু!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৫
নোমান নমি বলেছেন: প্রফোসর শঙ্কু কেমন আছেন?
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪০
কলমের কালি শেষ বলেছেন: ফটকা ভাইয়ের লেখার মানে মান ইজ্জতের উপর প্রভাব পড়লেও বুদ্ধির প্রসারে কিন্তু ওস্তাদ মাল !
ভাল লেগেছে বেশ রম্য ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০৫
নোমান নমি বলেছেন: সেইটাইতো আসল জোর
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৯
অলওয়েজ ড্রিম বলেছেন: সিরাম ভাল হইছে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৯
নোমান নমি বলেছেন:
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৬
দিগন্ত জর্জ বলেছেন: হাহাহাহাহাহা... চরম বিনোদন পেলাম। অভিনব চিন্তাভাবনা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৬
নোমান নমি বলেছেন:
১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৫
আরণ্যক রাখাল বলেছেন: হা হা। মজা পাইলাম।
অনেকদিন পর ব্লগে লিখলেন কিছু। সেই জন্য প্লাস
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৭
নোমান নমি বলেছেন: ধন্যবাদ ভাই
১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৩
হাসান মাহবুব বলেছেন: মেসেজটা ভালো। পিপীলিকা উড়লেই পাখি হয় না। লেখক হবার এই প্রতিযোগিতা আশঙ্কাজনক।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৯
নোমান নমি বলেছেন: আশঙ্কাজনক না ভাই মূমুর্ষ অবস্থায় ভর্তি।
বইয়ের সাথে উপহার দেয়া, বই কিনলে চটপটি ফ্রি, ইত্যাদি নিজের চোখে দেখতে হয়েছে। অবিশ্বাস্য লেগেছে।
১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৩
জেন রসি বলেছেন: মজা পাইলাম। চর্চার চাইতে বাণিজ্য বেশী হইলে পটকা ভাইদের আর দোষ কি?
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭
নোমান নমি বলেছেন: দোষ যে কার সেইটা নিয়ে গবেষনা করতে হবে
১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৪
আবু শাকিল বলেছেন: নোমান ভাই অনেকদিন বাদে বিনোদন পাইলাম।
বিশেষ দ্রষ্টব্য :- কেউ ভাইয়া/ভাই ডাকলেই মনে করবেন না -আপনার সাথে আমার আগেই পরিচয় ছিল!!!!!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭
নোমান নমি বলেছেন:
১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫১
মায়াবী রূপকথা বলেছেন: অন্নেক মজা পেলাম পড়ে
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮
নোমান নমি বলেছেন:
১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০১
মৃদুল শ্রাবন বলেছেন: দারুন স্যাটায়ার গল্প। বইমেলায় যাইতে হবে ফ্রি উইফাই চালাইতে। এমনিতে দেশে ইন্টারনেট ডাউন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৯
নোমান নমি বলেছেন: চইলা যান। চকলেট, চটপটি ইত্যাদিও জুটতে পারে
১৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
ডি মুন বলেছেন:
পটকা ভাই বললেন, ‘আসলে কী জানিস, বাংলাদেশের মানুষের মনোজগৎ এখনো আমার বই পড়ার জন্য উপযুক্ত হয়নি। বড় ভুল সময়ে জন্ম নিয়েছি রে!’
-------------- হা হা হা
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:১৩
নোমান নমি বলেছেন: )
১৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০২
উল্টা দূরবীন বলেছেন: ফ্রি ফ্রি বিনোদন দিলেন। বইমেলায় গেলে দেখা দিবেন?
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:১৩
নোমান নমি বলেছেন: ইনশাআল্লাহ। চলে আসেন।
১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২০
সায়েম মুন বলেছেন: পটকা ভাই শেষ পর্যন্ত সেরা প্রযুক্তিবিদ! দারুন ইউটার্ন। বেশ মজা পেলুম।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৭
নোমান নমি বলেছেন: থ্যাংকিউ সায়েম ভাই
১৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৩
শাহ আজিজ বলেছেন: এড়িয়ে গিয়েছিল পোস্টটি , আজ অনুসারী কলামে পেলাম। ভাল রম্য ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৭
নোমান নমি বলেছেন: থ্যাংকিউ আজিজ ভাই
২০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:১৬
অপু তানভীর বলেছেন: কতকাল পর সামুতে পুস্ট দিলেন !!!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৩০
নোমান নমি বলেছেন: এক বছর দেড় মাস পর :প
২১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৮
কথাকথিকেথিকথন বলেছেন: পটকা ভাই তো তার বইয়ের মটকা ভালোই ফুটালেন । তাকে একরাশ অভিনন্দন !
২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:১১
নোমান নমি বলেছেন: আপনাকেও অভিনন্দন
২২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯
মাহবুবুল আজাদ বলেছেন: হা হা হা দারুন
২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:১২
নোমান নমি বলেছেন: ধন্যবাদ আজাদ ভাই
২৩| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৩:৫৫
গুলশান কিবরীয়া বলেছেন: ভালো আছি । আর আপনি কেমন আছেন ? জীবন বৃত্তান্তে নেই বইটি কিনে রেখেছে বাংলাদেশে । আর কদিন পড়েই পড়তে পারবো । অনেক শুভকামনা রইল ।
২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:১২
নোমান নমি বলেছেন: পড়ে রিভিউ জানাবেন অবশ্যই
২৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩১
রাজসোহান বলেছেন: অনেক কঠিন গল্প। বুঝি নাই হালা
২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:১৩
নোমান নমি বলেছেন: "সময় গেলো সাধন হবে না"
এইটা বইমেলাকালীন রম্য। তখন পড়লে বুঝতি। বইমেলা রিকল কর, লেখকদের দৌড়ঝাপ রিকল কর বুঝবি
২৫| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:১৮
সচেতনহ্যাপী বলেছেন: বড় ভুল সময়ে জন্ম নিয়েছি যে।। তাই সব কিছু মাথায় ধরে না!!
২৬| ২৩ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:২৫
রুদ্র জাহেদ বলেছেন: পটকা ভাইতো সেইরম লেখক চরম রম্য,মজা পায়ছি
২৭| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২৬
তাহ্ফীর সাকিন বলেছেন: পটকা দীর্ঘজীবী হউক....
২৮| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৯
শায়মা বলেছেন: এই যে ভাইয়ু!!!!!!
আবার লিখিবেক নাকি!
২৯| ০৩ রা মে, ২০২১ ভোর ৪:৪৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তুমি এত রাইতে থুক্কু ভোরে??
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৯
জনৈক অচম ভুত বলেছেন: জয় বেস্টসেলার প্রযুক্তিবিদ পটকা ভাইয়ের জয়।