নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিভাসম্পন্ন মাকাল ফল

জীবন একটা বাঁশবাগান।

৪০৪ পাওয়া যায়নি

আবার যুদ্ধে যেতে চাই মা।

৪০৪ পাওয়া যায়নি › বিস্তারিত পোস্টঃ

২১ ফাল্গুন, ১৪১৮

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:০৮

প্রিয়তমা মর্ত্যমানবী,



প্রথম থেকে আজ পর্যন্ত প্রতিবার তোমায় বলেছি

আমি তো আমার মত, কীভাবে বোঝাই কতটা দূরত্ব অতিক্রম করে

তোমাকে জিজ্ঞেস করেছি "তুমিই কি সেই?"

আমি অনেক দূরত্ব হেঁটেছি, তবুও কোন এক দূরত্ব ঘোচেনি

যখন ঘুচেছে, আমাদের হাতদুটো এক হয়েছে,

আমরা চেপে রেখেছিলাম আমাদের ভেতরের ঝড়, এই শহরে জোনাকি কোথায়?

আমরা পাশাপাশি নিঃশব্দে হেঁটে গেছি, আমাদের দেখে ঈর্ষা করেছে যানবাহনের হেডলাইট চোখগুলো।

আমরা তো শপথ নিয়েছি একদিন নিয়ম ভাঙার

আমারও তো ইচ্ছে হয় ঘরে না ফেরার,

কীসের খোঁজে এক হওয়া, খুঁজে নেয়া নিজেদের

এখানে তো ছিলো না কোন দ্বিধা,

আমাদের অভিধানে ছিলো না কোনো পাপ।

শুধু তোমায় আমার বুঝতে চাওয়া ঠিক তোমার মতন

আমি যে আমার মত ভালোবাসি, আর যোগাড় করি তোমার যত চোখ রাঙানি

তুমি আমার ছুটে চলা, আমার মত করে ভালোবাসার

তুমি তোমার মত ব্যকরণ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০৫

এহসান সাবির বলেছেন: ভালো লাগলো।

২| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩০

৪০৪ পাওয়া যায়নি বলেছেন: খাইছে! এই কপিতা কেমনে লিখেছিলেম?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.