নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়জুল মহী I মোহাম্মদপুর । ঢাকা ।

নেওয়াজ আলি

হে পরমেশ্বর,এই নশ্বর নিখিল সৃষ্টিতে রেখো না ওই মানুষ যার ভিতর নরত্বের অভিনিবেশ নাই ।

নেওয়াজ আলি › বিস্তারিত পোস্টঃ

পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে, সুস্থ থাকবো।

২৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৯

যে জায়গায়ই যাইনা কেন দেখি শুধু প্লাস্টিক এর বোতল,কাপ, পলিথিন।

আচ্ছা আমরা কি পারিনা অন্তত এই প্লাস্টিক থেকে মুক্ত করতে আমাদের নগরীকে।

এই প্লাস্টিক টাকে কি এমন ভাবে কাজে লাগাতে পারি না যাতে মানুষ রাস্তায় এই প্লাস্টিক না ফেলে উল্টো তা ভালো কাজে ব্যবহার করতে পারে।

রাস্তায় পাবলিক টয়লেটগুলোর মতন প্লাস্টিকের জিনিস ফেলার একটি করে বুথ করি। আমার মনে হয় আমরা চাইলেই ইয়াং জেনারেশন রা বদলে দিতে পারি আশপাশের পরিবেশকে।

আসুন না দেশটাকে বদলে দিতে নিজেরা এগিয়ে আসি,নিজেদের বাচ্চাদেরকে শিখাই এখন থেকে।

আগামী জেনারেশনের সুস্থতার জন্য আসুন পরিষ্কার রাখি নগরী।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৯

ফয়সাল রকি বলেছেন: খুবই সুন্দর কথা বলেছেন। আরেকটু নিদিষ্ট প্রস্তাব হওয়া উচিত। তবে ইদানিং কিন্তু অনেকেই প্লাস্টিকের বোতল সংগ্রহ করে বারান্দায় ঝুলন্ত বাগান বানাচ্ছে ইত্যাদি ইত্যাদি। তবে সবচেয়ে জরুরী কাজগুলোর একটা হলো পলিথিনের ব্যবহার বন্ধ করা।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৬

নেওয়াজ আলি বলেছেন: কষ্ট করে পড়েছেন। ধন্যবাদ ।

২| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চালু করলে শুরু হবে। কিন্তু কে চালা করবে?

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৬

নেওয়াজ আলি বলেছেন: কষ্ট করে পড়েছেন। ধন্যবাদ ।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১২

সোনালী ডানার চিল বলেছেন:


আপনি ঠিক বলেছেন। এই পৃথিবী আমাদের তাই একে বাসযোগ্য এবং নিরাপদ
রাখার দায়িত্বও আমাদের। প্লাস্টিক যে পরিবেশের জন্য কত ভয়াবহ তা আমরা সবাই এখন
জ্ঞাত। তবুও সচেতনতার পাশাপাশি আইন প্রয়োগও খুব দরকার-
সবাই সচেতন হলেই আমাদের পৃথিবী নিরাপদ হয়ে উঠবে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৬

নেওয়াজ আলি বলেছেন: কষ্ট করে পড়েছেন। ধন্যবাদ ।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:৫৬

এস এ মেহেদী বলেছেন: এখন তো পৃথিবীতে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে দিয়েছে মানুষ। আমাদেরও কিছু করা দরকার

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৬

নেওয়াজ আলি বলেছেন: কষ্ট করে পড়েছেন। ধন্যবাদ ।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: আমরা সবাই শুধুই কথায় বিশ্বাসী, কাজে নয়। বাজার থেকে ফল কেনার পর দোকানী পলিথিনে প্যাকেট করে দিলে আমরা নিরবে নিয়া আসি, কোন প্রতিবাদ করি না, সুতরাং আমাদের দিয়ে হবে না :(

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৫

নেওয়াজ আলি বলেছেন: কষ্ট করে পড়েছেন। ধন্যবাদ ।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত। প্লাস্টিক, পলিথিন যে কি মাত্মক দূষণ করছে আমাদের চারপাশ কল্পনার বাহিরে।

৭| ০৭ ই মার্চ, ২০২০ সকাল ১০:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সচেতনতার সাথে কঠোর আইন থাকতে হবে।
অসাধারণ পোস্ট।

৮| ২৬ শে জুন, ২০২০ সকাল ১০:৩৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: ৩০ বা ৩৫ বছর আগে প্লাস্টিকের এরকম জঞ্জাল ছিল না। পাট দিয়ে আমরা প্লাস্টিকের বিকল্প পণ্য বানাতে পারি। কিন্তু আমরা অপরিণামদর্শী।

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪২

খায়রুল আহসান বলেছেন: আপনার এ জনহিতকর আহবান কে স্বাগত ও সাধুবাদ জানাচ্ছি।
জনসচেতনতার সাথে সাথে নগর প্রশাসকদেরকেও আইন প্রয়োগে কঠোর হতে হবে। তবেই যদি অবস্থার কিছুটা উন্নতি হয়।
পোস্টে চতুর্থ ভাল লাগা + +।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.