নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়জুল মহী I মোহাম্মদপুর । ঢাকা ।

নেওয়াজ আলি

হে পরমেশ্বর,এই নশ্বর নিখিল সৃষ্টিতে রেখো না ওই মানুষ যার ভিতর নরত্বের অভিনিবেশ নাই ।

নেওয়াজ আলি › বিস্তারিত পোস্টঃ

কোয়ারেন্টাইন ( জনবিচ্ছিন্ন ) থেকে লোকজন পালিয়ে যাচ্ছে। কিন্তু কেন পালিয়ে যাচ্ছে?

১৮ ই মার্চ, ২০২০ রাত ৩:০০

এখন যদি ইটালী থেকে আসার পর আপনাকে হজ্ব ক্যাম্পে ১৪দিন রাখা হয়, আপনিও পালিয়ে যাবেন । ইটালি না, আপনি কক্সবাজার গিয়েছেন, ফিরে আসার পর জানলেন, আপনাকে ১৪ দিন আটকা থাকা লাগবে৷ সেটা ফ্লোরে তোশক বিছিয়ে। বিপদের সময় এখন তাই আবদ্ধ থাকতেই হবে৷ কোন সন্দেহ নেই। তবে, এটা কি একটু ভালোভাবে হতে পারে না? এরাতো আর চুরি করে পালিয়ে আসে নাই।কেউ কেউ ভীতি থেকে এসেছেন। বাকিরা স্বাভাবিক যাওয়া আসা করেন, ফ্লাইট রেগুলার চলাচল করে। এই মানুষ গুলোকে এভাবে না রেখে তাদের জন্যে একটা বাড়ি ভাড়া করে, সঠিক দামে খাট কিনে ও একটা আলমারি দিয়ে তাদের কি রাখা যেতো না? যে দেশে লাখ টাকায় পর্দা কিনা হয়, লাখ টাকায় বালিশ কিনা হয়, কোটি টাকায় কলাগাছের লেনদেন হয়। সেখানে এই একটা কাজে দুর্নীতি না করে কিছু খাট কিনে, একটু ভালো পরিবেশ দিয়ে রেমিট্যান্স যোদ্ধাদের রাখা হলে কি খুব খারাপ হতো? ওয়াইফাই দিয়ে পরিবারের সাথেও কথা বলার জন্য সুযোগ দেয়া যায় । দিলে কি এমন ক্ষতি হবে। বা পরিবার থেকে পাঠানো খাবার চেক করে তাদের কাছে কি দেয়া যায় না? ১০ লাখ রোহিঙ্গাদের ঘর বাড়ি হয়, আর আমাদের সম্মানিত রেমিট্যান্স যোদ্ধাদের কপালে জোটে ক্যাম্প । কত টাকা লাগতো এতে? একটা বালিশ আর একটা কলাগাছের টাকা দিয়ে তো এরকম ১৫০ জনকে ৩ মাস খাওয়ানো যায়। ভয় লাগে, কবে না জানি দেশের শাসকদের কপালে এরকম সেবা জোটে। (করোনা আক্রান্ত যেসব দেশে কেরালার নাগরিক রয়েছে তারা দেশে ফিরতে চাইলে তাদের সাদরে গ্রহণ করার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।
কেরালার কোন নাগরিক করোনায় আক্রান্ত হওয়ার পরও ফিরে আসতে চাইলে তাদেরকে সসম্মানে গ্রহণ করা হবে এবং যথোপযুক্তভাবে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের তাদের পছন্দ মতো খাবার সরবরাহ, ইন্টারনেট ব্যবহারের জন্য ওয়াইফাই’র ব্যবস্থা ও রোগ থেকে সেরে উঠতে কাউন্সেলিং করছে কেরালা।
যারা বাড়িতে কোয়ারেন্টাইনে আছে তাদের মানসিক স্বাস্থ্য পর্যালোচনা করে চিকিৎসা করছে কেরালা সরকার। এ জন্য চালু করা হয়েছে বেশ কয়েকটি হটলাইন নাম্বার, যাতে ফোন দিয়ে বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক তথ্য জানতে পাচ্ছেন তারা।

আক্রান্ত ব্যক্তিদের প্রতি মুহূর্তে খোঁজ খবর নিচ্ছে ওই রাজ্যের সরকারি কর্মকর্তারা । স্বাস্থ্যকর্মীরা সরাসরি আক্রান্ত ব্যক্তির সঙ্গে দেখা করে চিকিৎসার পাশাপাশি মনোবল বাড়াতে কাউন্সেলিং করছেন ।
বাংলাদেশ প্রতিদিন)।
আমরা কি কেরালা হতে গরিব নাকি মেধাহীন। শাসকদল যে বলে আমাদের দেশ সিঙ্গাপুর হয়ে গিয়েছে । তাহলে এইসব মিথ্যা আর ধোঁকাই । যাহা আমজনতাকে বোকা বানানো ছাড়া আর কিছুই না । কানাডা প্রবাসী মেয়েটা ডাক্তার নার্সদের অবহেলায় মরেই গেল। এইসব কসাইদের আবার কিছু বলা যাবে না রাজনৈতিক লেজুড়বৃত্তির কারণে তাদের আছে দানবীয় ক্ষমতা, করবে ধর্মঘট। বিপদে পড়বে সাধারণ জনগণ। তাইতো দুঃখে বলি (ক্ষমা চাই) করোনা তুমি বাংলাদেশের সব ধরনের জালিমদের ক্ষমা করোনা । এই ভাইরাজনিত রোগে যদি আমরা উন্নত রাষ্টকেও পিছনে ফেলি, তখন কিছুই করার থাকবে না। অ‌পেক্ষা কেবল সম‌য়ের। কারণ অামা‌দের সামা‌জিক এবং রাষ্ট্রীয় প্র‌তি‌রোধ ব্যবস্থা যে কত দুর্বল তা বলার বা‌হি‌রে।

কষ্ট কেবল অাপন কেউ মারা গে‌লে তার কা‌ছেও যে‌তে পার‌বো না‘ বা নি‌জে মারা গে‌লে কেউ কা‌ছে অাস‌বে না । তাই বলবো রাজনৈতিক কাঁদা ছুড়াছুড়ি না করে কাজের কথায় মনোযোগ দিন। আমরা সাধারণ জনগণও সচেতন হই। নিজে বাঁচি, পরিবাব, সমাজ এবং রাষ্টকে বাঁচাই।

মন্তব্য ৪৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০২০ রাত ৩:২৯

অনল চৌধুরী বলেছেন: দুর্নীতি,লুটপাট,টাকা পাচার ব্যাংক-শেয়ার বাজার ডাকাতি ছাড়া এসব শোনার সময় নাই।
১০০ টাকার বালিশ ৮০০০ টাকায় বিক্রির আনন্দ জানেন ?????

১৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:৩২

নেওয়াজ আলি বলেছেন: আইইডিসিআর এর ৬টি নাম্বারে কয়েক জন মিলে ১ ঘন্টা ফোন করে পাইনি, তখন খুব অসহায় বোধ হচ্ছিল। আইইডিসিআর এর টিভি ক্রিনের সেজেগুজে ভাষ্য আর বাস্তবতা মিলাতে পারছিলাম না। (একজন ভুক্তভুগির মন্তব্য,এবং আজকের মানবজমিনে পড়ুন “তাহলে কেন আম্মুকে হাসপালে নিবো”।

২| ১৮ ই মার্চ, ২০২০ রাত ৩:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




১০০০ টাকার বালিশ ৮০০০ টাকায় বিক্রির আনন্দ জানেন ?
যাক পালিয়ে যে যেদিকে পারে পালিয়ে যাক। পালানোতেও মজা আছে।

১৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:৩৩

নেওয়াজ আলি বলেছেন: আইইডিসিআর এর ৬টি নাম্বারে কয়েক জন মিলে ১ ঘন্টা ফোন করে পাইনি, তখন খুব অসহায় বোধ হচ্ছিল। আইইডিসিআর এর টিভি ক্রিনের সেজেগুজে ভাষ্য আর বাস্তবতা মিলাতে পারছিলাম না। (একজন ভুক্তভুগির মন্তব্য,এবং আজকের মানবজমিনে পড়ুন “তাহলে কেন আম্মুকে হাসপালে নিবো”।

৩| ১৮ ই মার্চ, ২০২০ ভোর ৪:২০

আমি সাজিদ বলেছেন: ডাক্তার নার্সদের কোন প্রোটেকটিভ কিছু দেয় নাই , আবার করোনা পরীক্ষার জন্য মাত্র সেন্টার রাখসে একটা। স্বাভাবিক, এই অবস্থায় অনেক ডাক্তার রিস্ক নিতে চাইবে না। কিন্তু একটা মুখে মাস্ক পরেও এই রাতে অনেক ডাক্তার ডিউটি করছে। সমস্যাটা হচ্ছে নীতি নির্ধারকদের। কোন প্ল্যান ছিলো না।

১৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:৩৩

নেওয়াজ আলি বলেছেন: আইইডিসিআর এর ৬টি নাম্বারে কয়েক জন মিলে ১ ঘন্টা ফোন করে পাইনি, তখন খুব অসহায় বোধ হচ্ছিল। আইইডিসিআর এর টিভি ক্রিনের সেজেগুজে ভাষ্য আর বাস্তবতা মিলাতে পারছিলাম না। (একজন ভুক্তভুগির মন্তব্য,এবং আজকের মানবজমিনে পড়ুন “তাহলে কেন আম্মুকে হাসপালে নিবো”।

৪| ১৮ ই মার্চ, ২০২০ ভোর ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:


আমাদের ডাক্তারেরা ও নার্সরা করোনা রোগীদের ঠিক মতো চিকিৎসা সেবা দেবে না, তাদের মরাল অনেক নীচে।

১৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:৩৪

নেওয়াজ আলি বলেছেন: আইইডিসিআর এর ৬টি নাম্বারে কয়েক জন মিলে ১ ঘন্টা ফোন করে পাইনি, তখন খুব অসহায় বোধ হচ্ছিল। আইইডিসিআর এর টিভি ক্রিনের সেজেগুজে ভাষ্য আর বাস্তবতা মিলাতে পারছিলাম না। (একজন ভুক্তভুগির মন্তব্য,এবং আজকের মানবজমিনে পড়ুন “তাহলে কেন আম্মুকে হাসপালে নিবো”।

৫| ১৮ ই মার্চ, ২০২০ ভোর ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:


আপনি বলেছেন, "আমরা কি কেরালার লোকদের থেকে গরীব, বা মেধাহীন"?

- ব্লগে আপনার কমেন্ট থেকে আমি বলছি, আপনার মেধা গড় কেরালার লোক থেকে কম।

১৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:৩৭

নেওয়াজ আলি বলেছেন: কেমন আছেন আপনি। তা ঠিক বলেছেন তাদের হতে আমার মেধা কম।

৬| ১৮ ই মার্চ, ২০২০ ভোর ৬:১৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: কেরালার লোকেরা অবশ্যই আমাদের মতো এতো মানসিক দৈন্যতা ও নীতিহীনতায় ভুগে না বা সেখানকার প্রশাসন প্রবাসীদের নবাবজাদা হিসাবে মনে করে না |

১৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:৩০

নেওয়াজ আলি বলেছেন: আইইডিসিআর এর ৬টি নাম্বারে কয়েক জন মিলে ১ ঘন্টা ফোন করে পাইনি, তখন খুব অসহায় বোধ হচ্ছিল। আইইডিসিআর এর টিভি ক্রিনের সেজেগুজে ভাষ্য আর বাস্তবতা মিলাতে পারছিলাম না। (একজন ভুক্তভুগির মন্তব্য,এবং আজকের মানবজমিনে পড়ুন “তাহলে কেন আম্মুকে হাসপালে নিবো”।

৭| ১৮ ই মার্চ, ২০২০ ভোর ৬:২৩

ইমরান আশফাক বলেছেন: পিপিলিকার পাখা গজায় মরিবার কালে, বুঝে নিন।

১৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:২৮

নেওয়াজ আলি বলেছেন: আইইডিসিআর এর ৬টি নাম্বারে কয়েক জন মিলে ১ ঘন্টা ফোন করে পাইনি, তখন খুব অসহায় বোধ হচ্ছিল। আইইডিসিআর এর টিভি ক্রিনের সেজেগুজে ভাষ্য আর বাস্তবতা মিলাতে পারছিলাম না। (একজন ভুক্তভুগির মন্তব্য,এবং আজকের মানবজমিনে পড়ুন “তাহলে কেন আম্মুকে হাসপালে নিবো”।

৮| ১৮ ই মার্চ, ২০২০ সকাল ৭:৪৭

ঢাবিয়ান বলেছেন: এই সরকারের আচরনে আর অবাক হই না। অবাক হই কিছু শিক্ষিত মানুষ হিসেবে পরিচিত অমানুষদের আচরনে। সব কিছু জেনে শুনেও এরা কিভাবে ইতালি ফেরত মানুষদের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রকারন্তরে অত্যাচারী শাষকদের অনাচারের পক্ষ নেয়?

ডাক্তার ইস্যূতে ৩ নং কমেন্টের সাথে একমত। করোনা যেহেতু সং্ক্রামক রোগ তাই সব দেশেই স্পেশাল ওয়ার্ড এর ব্যবস্থা করা হয়েছে যেখানে ডাক্তার ও নার্সরা সকল প্রকার প্রিকশন নিয়ে তবেই রোগীর চিকিৎসা দেয়। ঢাকা মেডিকেলে যেটা হয়েছে সেটা খুব স্বাভাবিক। কোন প্রকার প্রিকশন না থাকা ডাক্তার , নার্সরা আতংকিত হয়ে পরা খুব স্বাভাবিক।

১৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:৩২

নেওয়াজ আলি বলেছেন: আইইডিসিআর এর ৬টি নাম্বারে কয়েক জন মিলে ১ ঘন্টা ফোন করে পাইনি, তখন খুব অসহায় বোধ হচ্ছিল। আইইডিসিআর এর টিভি ক্রিনের সেজেগুজে ভাষ্য আর বাস্তবতা মিলাতে পারছিলাম না। (একজন ভুক্তভুগির মন্তব্য,এবং আজকের মানবজমিনে পড়ুন “তাহলে কেন আম্মুকে হাসপালে নিবো”।

৯| ১৮ ই মার্চ, ২০২০ সকাল ৮:৫৪

রাজীব নুর বলেছেন: কেউ শখ করে তো আর পালিয়ে যায় না। বাধ্য হয়।

১৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:৩০

নেওয়াজ আলি বলেছেন: আজকের মানবজমিনে পড়ুন “তাহলে কেন আম্মুকে হাসপালে নিবো”।

১০| ১৮ ই মার্চ, ২০২০ সকাল ৯:৩৩

খাঁজা বাবা বলেছেন: সব চোরের দল
ক্ষমতা এদের কাছে শুধু লুটের চাবি।
দায়িত্ব কি তারা তা বোঝে না।

১৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:২৯

নেওয়াজ আলি বলেছেন: আইইডিসিআর এর ৬টি নাম্বারে কয়েক জন মিলে ১ ঘন্টা ফোন করে পাইনি, তখন খুব অসহায় বোধ হচ্ছিল। আইইডিসিআর এর টিভি ক্রিনের সেজেগুজে ভাষ্য আর বাস্তবতা মিলাতে পারছিলাম না। (একজন ভুক্তভুগির মন্তব্য,এবং আজকের মানবজমিনে পড়ুন “তাহলে কেন আম্মুকে হাসপালে নিবো”।

১১| ১৮ ই মার্চ, ২০২০ সকাল ১০:৪৮

ফয়সাল রকি বলেছেন: আর কয়েকটা দিন বা সপ্তাহ খানেক অপেক্ষা করতে হবে আমাদের, তারপর মৃত্যুহার দেখে আমরা বুঝতে পারবো করোনা আক্রমণ করেছে কি না!

১৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:২৯

নেওয়াজ আলি বলেছেন: আইইডিসিআর এর ৬টি নাম্বারে কয়েক জন মিলে ১ ঘন্টা ফোন করে পাইনি, তখন খুব অসহায় বোধ হচ্ছিল। আইইডিসিআর এর টিভি ক্রিনের সেজেগুজে ভাষ্য আর বাস্তবতা মিলাতে পারছিলাম না। (একজন ভুক্তভুগির মন্তব্য,এবং আজকের মানবজমিনে পড়ুন “তাহলে কেন আম্মুকে হাসপালে নিবো”।

১২| ১৮ ই মার্চ, ২০২০ সকাল ১০:৫০

আলমগীর সরকার লিটন বলেছেন: নে আলি দা অনেক যুক্তিপূর্ণ কথা বলেছেন স্যালুট জানাই

১৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:২৮

নেওয়াজ আলি বলেছেন: আইইডিসিআর এর ৬টি নাম্বারে কয়েক জন মিলে ১ ঘন্টা ফোন করে পাইনি, তখন খুব অসহায় বোধ হচ্ছিল। আইইডিসিআর এর টিভি ক্রিনের সেজেগুজে ভাষ্য আর বাস্তবতা মিলাতে পারছিলাম না। (একজন ভুক্তভুগির মন্তব্য,এবং আজকের মানবজমিনে পড়ুন “তাহলে কেন আম্মুকে হাসপালে নিবো”।

১৩| ১৮ ই মার্চ, ২০২০ দুপুর ১:০৫

ভুয়া মফিজ বলেছেন: বর্তমান যুগে পৃথিবী হলো একটা গ্লোবাল ভিলেজ। কোন দেশে কি হচ্ছে তা মানুষ এখন চুটকি বাজানোর মতো করেই জেনে যায়। কাজেই কোয়ারেন্টাইন একটা করা দরকার, করেছে। যারা করেছে, তারা ইংরেজিতে 'কোয়ারেন্টাইন' বানানও করতে পারবে না ঠিকমতো। এদের কাছ থেকে আপনি কি আশা করেন?

কেরালার লোকজনের দেশপ্রেম আছে, তারচেয়েও বড় কথা, ওদের আন্চলিক প্রেম আরো গভীর।

১৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:২৩

নেওয়াজ আলি বলেছেন: আইইডিসিআর এর ৬টি নাম্বারে কয়েক জন মিলে ১ ঘন্টা ফোন করে পাইনি, তখন খুব অসহায় বোধ হচ্ছিল। আইইডিসিআর এর টিভি ক্রিনের সেজেগুজে ভাষ্য আর বাস্তবতা মিলাতে পারছিলাম না। (একজন ভুক্তভুগির মন্তব্য,এবং আজকের মানবজমিনে পড়ুন “তাহলে কেন আম্মুকে হাসপালে নিবো”।

১৪| ১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:২২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আজকের মানবজমিনে পড়ুন “তাহলে কেন আম্মুকে হাসপালে নিবো”।

এই পত্রিকা তো পড়া হয় না।

১৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪৪

নেওয়াজ আলি বলেছেন: এই কথা একজন রোগীর মেয়ের ভাই। আইইসিডিআর যে লোকজনকে হয়রানি করছে তা বলেছে মেয়েটা। মনে হয় আমাদের সময়তেও আছে।

১৫| ১৮ ই মার্চ, ২০২০ রাত ৮:৩১

জুন বলেছেন: আপনি একই উত্তর সবাইকে দিচ্ছেন কেন বুঝলাম না। এখানে কোন সেবা সংস্থায় দরকারে ফোন করে পাওয়ার কোন ইতিহাস আছে বলেন। এখন তো তবু ভাগ্যিস মোবাইল ফোন আছে। যদি টিএন্টি দিয়ে করতে হতো তাহলে কি হতো বলেন? আমি টিএনটি ফোন রেখেছিলাম ৫ বছর যা শুধু ঘরের শোভা বর্ধনই করতো কিন্ত ৫ বছর নষ্টই ছিল। শত অভিযোগেও প্রান ফিরে পায়নি।

১৮ ই মার্চ, ২০২০ রাত ৯:৫৩

নেওয়াজ আলি বলেছেন: রাগ করেন না ভাই আমার । সবাই যেন বুজতে পারে বিপদে আছি। সচেতন হই। আর অনেকে মন্তব্য দেখে না এবং উত্তরও দেয় না। ধন্যবাদ

১৬| ১৮ ই মার্চ, ২০২০ রাত ৮:৫১

আহমেদ জী এস বলেছেন: নেওয়াজ আলি,




ব্যাপারটি শুধু "রেমিটেন্স যোদ্ধা" বলেই নয়, দেশের আঠারো কোটি লোকের ভেতরে করোনা যাতে ছড়িয়ে পড়তে না পারে সে বিষয় মাথায় রেখে বিদেশ ফেরৎ প্রতিটি লোককেই আইসোলেশন বা কোয়ারেন্টাইনে রাখতে যা যা করার দরকার তা করতে হবে। তাদের কাউন্সিলিং করাটাও যেন বাদ না যায়। তারা যখন দেখবে, আইসোলেশনে থাকা মানে না খেয়ে জেলখানায় থাকা নয় তখন কেউই পালাতে চাইবেনা।

১৮ ই মার্চ, ২০২০ রাত ৯:৫০

নেওয়াজ আলি বলেছেন: প্রতিটি পাড়ায়,মহল্লায় এবং গ্রামে দলমতের উদ্ধে উঠে টিম গঠন করা দরকার , এই টিম সাধারণ জনগণকে সচেতন করবে। আর কোন প্রবাসী থাকলে উনাকে জনসমাগম এড়িয়ে চলতে পরামর্শ দিতে হবে ।

১৭| ১৮ ই মার্চ, ২০২০ রাত ৯:৫৫

মেটালক্সাইড বলেছেন:
আমরা কেরালা হতে গরিব নাকি মেধাহীন।

মশায় কাদের সাথে কাদের তুলনা করে বসলেন। যারা মালায়ালম জাতির সাথে ব্যক্তিগতভাবে মেলামেশা করেছে অন্তত তারা এটুকু হলেও জানে, কেরালার একজন কৃষক মনুষ্য হিসেবে যে যোগ্যতা রাখে পিএইচডিধারী একজন বাংগালী তার সিকি পরিমাণও যোগ্যতা রাখে না।

শাব্দিকঅর্থে আপনার কথাটি ভিত্তিহীন কিন্তু আক্ষ্ররিক অর্থে অকাট্য সত্য- আমরা বুদ্ধি, জ্ঞানে গরিব আর মনুষ্যত্বে মেধাহীন।

(অর্জিত অভিজ্ঞতার আলোকে আমার মন্তব্য)

১৯ শে মার্চ, ২০২০ রাত ১২:৩৩

নেওয়াজ আলি বলেছেন: সরকার করোনা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে, দাবি তথ্যমন্ত্রীর । ভাইরে খুব ভয়ে আছি। আর মন্ত্রীরা আবাল।

১৮| ১৮ ই মার্চ, ২০২০ রাত ৯:৫৭

শের শায়রী বলেছেন: কি বলব ভাই ভেবে পাচ্ছি না, যে জায়গায় কোয়ারেন্টাইন হচ্ছে তার ঠিক নাই অথচ মাননীয় মন্ত্রী মহোদয় ঘোষনা দিয়ে দিছেন করোনার চিকিৎসায় প্রয়োজনে চীনের মতো হাসপাতাল: অর্থমন্ত্রী। অবস্থা বুজুন।

১৯ শে মার্চ, ২০২০ রাত ১২:৩৬

নেওয়াজ আলি বলেছেন: সরকার করোনা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে, দাবি তথ্যমন্ত্রীর । ভাইরে খুব ভয়ে আছি। আর মন্ত্রীরা আবাল।

১৯| ১৮ ই মার্চ, ২০২০ রাত ১০:২২

সোহানী বলেছেন: সহমত। একটা আবাসযোগ্য কোরায়েন্টাইন কি খুব অসম্ভব? উত্তরার দিকে একটা ৬ তলা বাড়ি ভাড়া করে সেটা কোরায়েন্টাইন হিসেবে রাখলে খুব কি কঠিন কিছু? আসলে আমরা গুড়ুত্ব দেই না তেমনভাবে, তাই এ অবস্থা।

১৯ শে মার্চ, ২০২০ রাত ১২:২৮

নেওয়াজ আলি বলেছেন: প্রতিটি পাড়ায়,মহল্লায় এবং গ্রামে দলমতের উদ্ধে উঠে টিম গঠন করা দরকার , এই টিম সাধারণ জনগণকে সচেতন করবে। আর কোন প্রবাসী থাকলে উনাকে জনসমাগম এড়িয়ে চলতে পরামর্শ দিতে হবে ।

২০| ১৮ ই মার্চ, ২০২০ রাত ১০:৩৩

করুণাধারা বলেছেন: বিজিএমইএর বিশাল ভবন ভাঙা বন্ধ করে সেটাকে হাসপাতাল বানালে অনেক সমস্যার সুরাহা হতে পারে।

১৯ শে মার্চ, ২০২০ রাত ১২:৩৭

নেওয়াজ আলি বলেছেন: ভাইরে খুব ভয়ে আছি। আর মন্ত্রীরা আবাল।

২১| ১৮ ই মার্চ, ২০২০ রাত ১১:৩৬

সাহাদাত উদরাজী বলেছেন: সরকারের লাজ লজ্জা আর নাই, সামান্য একটা সুন্দর পরিসরের ব্যবস্থা করতে পারে নাই।

১৯ শে মার্চ, ২০২০ রাত ১২:৩১

নেওয়াজ আলি বলেছেন: সরকার করোনা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে, দাবি তথ্যমন্ত্রীর । বালো খবর।

২২| ১৯ শে মার্চ, ২০২০ ভোর ৪:১১

হাসান কালবৈশাখী বলেছেন:
হাজি ক্যাম্প খারাপটা কি?
লাজ লজ্জা খোজার কিছু নেই। প্রতি বছর হাজারো হাজিরা থাকছেন, চীনের দুদফায় ৭০০ জন থেকেছেন, ফ্লোরেই। এজন্য চীন ফেরত কারো মাধ্যমে এই ভাইরাস ছড়ায় নি। ইটালি ফেরত বেয়াদবদের মাধ্যমেই প্রথম ছড়ালো বাংলাদেশে।

ইটালি ফেরত কোয়ারেন্টেনে থাকতে অস্বীকৃতি জানানো বেয়াদবগুলোকে এই ব্লগেই এক শ্রেনির ব্লগাররা সমর্থন করে গেছে। এখনো করছে। অন্ধত্তের কারনেই
বলে বাথরুম নোংরা কেন? ফ্লোরে থাকে কেমনে?
আমি বলি কথা না শুনলে এদের গুদাম ঘরে তালা মেরে রাখা উচিত ছিল। চীন বা ইরানে এরুপ হুকুম অমান্য করলে গুলি করে মেরে ফেলতো।

২৩| ২০ শে মার্চ, ২০২০ রাত ১:০৪

অনল চৌধুরী বলেছেন: ঠাকুরমাহমুদ ভাই,
১০০০ টাকার না,১০০ টাকা দিয়ে ভালো বালিশ পাওয়া যায়
যা ৮০০০ টাকায় বিক্রি করাতে স্বর্গসুখ !!!!


*** নেওয়াজ সাহেব,ভুলের কারণে দুইবার দিতে হলো।
অনুগ্রহ করে প্রথম মন্তব্যটা কেটে দেবেন।

২৫ শে মে, ২০২০ রাত ১:৫৯

নেওয়াজ আলি বলেছেন: ধন্যবাদ ভ ভালোবাসা আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.