![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে পরমেশ্বর,এই নশ্বর নিখিল সৃষ্টিতে রেখো না ওই মানুষ যার ভিতর নরত্বের অভিনিবেশ নাই ।
২০০৩ সালে সার্স ভাইরাসে কুপোকাত হয়ে গিয়েছিল ভিয়েতনাম। এবার যখন ভিয়েতনামে করোনা ছড়ালো, পূর্বাভিজ্ঞতা থাকায় তারা সে করোনা খুব ইফেশিয়েন্টলি হ্যান্ডল করলো। ফলাফল করোনায় ভিয়েতনামে একটা লোকও মারা যায়নি। ভিয়েতনাম একদিনের জন্যও তাদের দেশের কলকারখানা বন্ধ করেনি। পোশাকশিল্পে বাংলাদেশকে টপকে দ্বিতীয় স্থানে তারা চলে গিয়েছে সেই ২০১৯ এর নভেম্বরেই। এদিকে করোনায় ধাক্কা খাওয়ার পর চীন থেকে কারখানা সরিয়ে নিতে তৎপর হয়েছে জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র। জাপান ও মার্কিনীদের তৎপরতা দেখে নড়েচড়ে বসেছে জার্মানীও।
জাপান অলরেডী তাদের কারখানাগুলো চায়না থেকে সরাতে ২৩.৫ বিলিয়ন ইউয়ানের একটি প্যাকেজ ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে চিন্তিত পশ্চিমারা। Trump যদি আবারো ক্ষমতায় আসে তবে চীনের সাথে মার্কীনীদের দ্বন্দ্ব আরো বাড়বে। চীনের উপর আরোপিত শুল্কারোপের সময় আরো লম্বা হবে। এসব বিবেচনায় জাপান, নেদারল্যান্ড এবং জার্মানী ইতোমধ্যে তাদের চায়না থেকে কারখানা সরিয়ে সেগুলো প্রতিস্থাপনের বিকল্প খোঁজা শুরু করেছে। এবং তাদের দৃষ্টিতে এখন পর্যন্ত সবচেয়ে ভালো বিলল্প হলো ভিয়েতনাম। ইতোমধ্যে জাপানের টয়োটা, মার্কিন প্যানাসনিকসহ ২৬টি প্রতিষ্ঠান প্রায় কনফার্ম করেই দিয়েছে তাদের পরবর্তী গন্তব্য ভিয়েতনাম। শ্রমিকের সহজলভ্যতা, অর্থনৈতিক স্থিতিশীলতা, চায়নার বর্ডার, স্মুথ কাস্টম প্রসেস থাকার কারণে ভিয়েতনামই হচ্ছে চায়নার অন্যতম বিকল্প।
কিন্তু আমরা কী করব? আমাদের চার দশকের বেশি বয়স্ক এই পোশাক শিল্প কী এই বিদেশী ব্র্যান্ডের দয়ায় টিকে থাকার চেষ্টা করবে? আমাদের স্কিলড ওয়ার্কার আছে, আছে উপযুক্ত প্রযুক্তিও, আছে স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার। সবকিছু থাকার পরেও চার দশকে আমাদের কোন আন্তর্জাতিক ব্র্যান্ড নেই। এমনকি আন্তর্জাতিক ব্র্যান্ড প্রতিষ্ঠায় কোন প্রচেষ্টাও নেই। বিদেশী ব্র্যান্ডের দয়া দাক্ষিণ্যের উপর তিনকোটি মানুষের খাদ্য, বস্ত্র ও বাসস্থানের নিশ্চয়তা টিকে থাকতে পারেনা। এখনই যদি এ শিল্পকে বাঁচানোর জন্য বিকল্প চিন্তা না করা হয় তবে অচিরেই এই শিল্প এদেশ থেকে ভ্যানিশ হবে। কারণ পাকিস্তান, কম্বোডিয়া আর মায়ানমারের মত দেশগুলো এই শিল্পে আমাদের ঘাড়ের উপর ইতিমধ্যে প্রতিযোগীতার নি:শ্বাস ফেলছে।
এত এত কারখানা ভিয়েতনামে যাওয়ার ঘোষণাতেও ভিয়েতনাম হাত গুটিয়ে বসে নেই। তারা মনোযোগ দিচ্ছে তাদের বর্তমান প্রধান আয়ের উৎস পোশাক শিল্পের দিকে। তারা দেখছে বিদেশী ব্র্যান্ডগুলো কোটি কোটি ডলারের প্রোডাক্ট নিয়ে গিয়ে পেমেন্ট না দিয়ে আদালতের দ্বারস্থ হয়ে নিজেদের দেউলিয়া ঘোষণা করছে। ফলে তারা আর পেমেন্ট পাচ্ছেনা। এথেকে বুঝতে পেরেছে আসলে অনন্তকাল ধরে অন্য ব্র্যান্ডের অর্ডারকৃত পোশাক বানিয়ে এই শিল্পকে টিকিয়ে রাখা যাবেনা। এই শিল্পকে টিকিয়ে রাখতে হলে নিজেদের ব্র্যান্ড দাঁড় করাতে হবে।তাই ভিয়েতনাম ঘোষণা দিয়েছে আগামী ১০ বছরে তারা অন্তত ২০টি আন্তর্জাতিক ব্র্যান্ড প্রতিষ্ঠায় কাজ করবে। এবং এই ব্র্যান্ডের প্রতিষ্ঠায় যেখানে যে ধরণের সহায়তা দেয়া দরকার ভিয়েতনাম শিল্পমন্ত্রণালয় তার সবধরণের সহায়তা করবে। ভিয়েতনামীরা বীরের জাতি। দীর্ঘ এক দশক মার্কিনীদের সাথে লড়াই করে তারা তাদের দেশ মুক্ত করেছে। গতশতকে মার্কিনীরা একমাত্র ভিয়েতনামীদের কাছেই মুখোমুখি যুদ্ধে পরাস্ত হয়েছে। অতএব ভিয়েতনাম দশ বছরে অন্তত ১০ টা আন্তর্জাতিক ব্র্যান্ড প্রতিষ্ঠা করেই ছাড়বে। আর আমরা ঘোষণা দিয়েছি শ্রমিক ছাটাইয়ের । প্রশ্ন হল কোথায় গেল জনগণের রক্ত পানি করা প্রণোদনা । কোথায় গেল শ্রমিকের লাঞ্চনা গঞ্জনা ।
সূত্রঃ LinkedIn
ছবিঃ ন্যাট।
০৬ ই জুন, ২০২০ রাত ১১:১৮
নেওয়াজ আলি বলেছেন: ভাই এত হতাশ হবেন না। সময় ফুরিয়ে যায়নি । দেশের শাসকের আন্তরিকতা ও প্রজ্ঞা আমরা ঘুরে দাড়াতে পারবো
২| ০৬ ই জুন, ২০২০ দুপুর ২:০৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাবনার বিষয়।
০৬ ই জুন, ২০২০ রাত ১১:১৯
নেওয়াজ আলি বলেছেন: হতাশ হবেন না।
৩| ০৬ ই জুন, ২০২০ দুপুর ২:১৯
আবু তালেব শেখ বলেছেন: বাংলাদেশ করোনার থেকেও শক্তশালী
০৬ ই জুন, ২০২০ রাত ১১:২১
নেওয়াজ আলি বলেছেন: শক্তিধর কয়েক জন হাসপাতালের বেড়ে এখন
৪| ০৬ ই জুন, ২০২০ দুপুর ২:৩৭
রাজীব নুর বলেছেন: ভিয়েতনাম দুখী দেশ। ওদের ভালো হোক।
ভিয়েতনাম আমাদের চেয়ে হাজার গুন বেশী ভালো আছে।
০৬ ই জুন, ২০২০ রাত ১১:২২
নেওয়াজ আলি বলেছেন: মিস ইউ ব্রাদার । লেখা চাই আপনার
৫| ০৬ ই জুন, ২০২০ দুপুর ২:৫২
বিজন রয় বলেছেন: বাংলাদেশ?
০৬ ই জুন, ২০২০ রাত ১১:২৩
নেওয়াজ আলি বলেছেন: মাতৃভূমি । সোনার বাংলা।
৬| ০৬ ই জুন, ২০২০ বিকাল ৩:৪১
ওমেরা বলেছেন: বাংলাদেশ এমনিতেই অনেক উন্নত আছে করোনা থেকে লাভবান হওয়ার দরকার নেই।
০৬ ই জুন, ২০২০ রাত ১১:২৪
নেওয়াজ আলি বলেছেন: দিদি তোমার কথা সত্য হোক
৭| ০৬ ই জুন, ২০২০ বিকাল ৪:৫৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংস হয়ে যাবে, এতে কোন সন্দেহ নাই।
০৬ ই জুন, ২০২০ রাত ১১:২৫
নেওয়াজ আলি বলেছেন: দেশে অভাব বেড়ে যাবে। হানাহানি বেড়ে যাবে
৮| ০৬ ই জুন, ২০২০ বিকাল ৫:২০
জুন বলেছেন: ভিয়েতনাম, কোরিয়া, ক্যাম্বোডিয়া ও থাইল্যান্ড, লাওস এসব এলাকার বেশিরভাগ সাধারণ মানুষই সৎ এবং পরিশ্রমী। দক্ষ নেতৃত্বের অভাব, অল্প কিছু দুর্নীতিবাজ সরকারি কর্মচারী আর সুষ্ঠ রাজনৈতিক পরিবেশের জন্য ভিয়েতনাম ছাড়া অন্যান্য দেশগুলো উন্নতি করতে পারছে না। ভিয়েতনাম পারবে এসব সামলাতে।
০৬ ই জুন, ২০২০ রাত ১১:২৭
নেওয়াজ আলি বলেছেন: এর সবাই ঠিক যেন আমাদের মত । শুধু ভিয়েতনাম ব্যতিক্রম ।
৯| ০৬ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩৮
ইসিয়াক বলেছেন: জানা হলো অনেক কিছু্।চমৎকার পোস্ট।
০৬ ই জুন, ২০২০ রাত ১১:২৯
নেওয়াজ আলি বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকুন
১০| ০৬ ই জুন, ২০২০ রাত ৮:৩৬
আহমেদ জী এস বলেছেন: নেওয়াজ আলি,
মানুষের যখন নিজের কর্মশক্তির উপর আস্থা থাকে, কোমড় সোজা করে দাঁড়ানোর অভ্যেস থাকে তখন মানুষকে কিছুতেই রোখা যায় না। আমরা উদ্যমহীন একটি জনগোষ্ঠী, সারা জীবন ক্ষমতাবানদের পদলেহেন করতে গিয়ে কোমড়কে সোজা করে দাঁড়ানোর শক্তিটুকুই খুঁইয়ে ফেলেছি। জনগোষ্ঠীর এই চরিত্র নিয়ে গড়ে ওঠা একটা রাষ্ট্র কোনও যুদ্ধেই জেতার ক্ষমতা রাখেনা।
০৬ ই জুন, ২০২০ রাত ১১:৩১
নেওয়াজ আলি বলেছেন: ভাই এত নিরাশ হবেন না। আমরা যুদ্ধ করেই ভাষা ও স্বাধীনতা পেয়েছি । দরকার যোগ্য নেতৃত্ব ।
১১| ০৬ ই জুন, ২০২০ রাত ৮:৪৬
পদাতিক চৌধুরি বলেছেন: করোনা মোকাবিলায় ভিয়েতনামের সাফল্যের কথা ইতিপূর্বে শুনেছি। অসম্ভব পরিচ্ছন্নতা বোধ ও জাতীয়তা বোধের অধিকারী একটা জাতি। আমেরিকার বিরুদ্ধে যে ঐক্যবোধ ও সাহসিকতার পরিচয় দিয়েছে সেটাই তাদের সাফল্যের চাবিকাঠি। পোস্টে সুন্দর ভাবে করোনা যুদ্ধে তাদের সাফল্যের কথা তুলে ধরলেন। গোটা বিশ্ব যখন অর্থনৈতিক হতাশায় নিমজ্জিত তারমধ্যে ব্যতিক্রমী একটি জাতি।
দেশকে ভালোবাসাতেই যে ওরা আমাদেরকে একশো গোল দিয়ে দেবে। ওদের সঙ্গে আমরা নিজেদেরকে তুলনায় আনি কেমন করে।
শুভেচ্ছা নিয়েন।
০৬ ই জুন, ২০২০ রাত ১১:৩৫
নেওয়াজ আলি বলেছেন: আমরা যুদ্ধ করেই ভাষা ও স্বাধীনতা পেয়েছি । দরকার যোগ্য নেতৃত্ব । দুঃখ লাখে ভাই। গ্রামে গজ্ঞে কি যে একটা অবস্থা । করোনায় দেশ শেষ হবে।
১২| ০৬ ই জুন, ২০২০ রাত ৯:২৪
ঢাবিয়ান বলেছেন: দুনিয়ার সব দেশের মন্ত্রীরা করোনার ভয়ে ভীতসন্ত্রস্ত আর আমাদের মন্ত্রী কয় যে '' আমরা করোনার চাইতে শক্তিশালী"!! সুতরাং আমাদের দেশের সাথে অন্য দেশের তুলনা করে লাভ নাই।
০৬ ই জুন, ২০২০ রাত ১১:৩৭
নেওয়াজ আলি বলেছেন: দুঃখ লাগে ভাইরে। এদের কয়েকজন এখন হাসপাতালের বেড়ে।
১৩| ০৬ ই জুন, ২০২০ রাত ১০:৩৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
ভাই নেওয়াজ আলী,
ভিয়েতনাম দেশের নাম শুনে মনে হবে একটি যুদ্ধ বিধ্বস্ত দরিদ্র দেশ। আদতে ভিয়েতনাম দেখে বোঝা যায় ভিয়েতনাম কতো এগিয়ে আছে। একটি পরিাবরে যতোজন সদস্য আছে ততোগুলো মটরসাইকেল আছে প্রতিটি পরিবারে - কি বুঝলেন? ভিয়েতানাম সড়ক ব্যবস্থার মতো বাংলাদেশ আগামী ১০০ বছরেও করতে পারবে না। অত্যন্ত পরিশ্রমী জাতি ভিয়েতনামি।
০৬ ই জুন, ২০২০ রাত ১১:৪০
নেওয়াজ আলি বলেছেন: মনে হয় এই করোনায় আর বাঁচবো না। শাসক এত ভাওতাবাজ হয় কি করে। আসলে এই খবর দেখলেই আমি পড়ি।
১৪| ০৬ ই জুন, ২০২০ রাত ১১:২৯
কাছের-মানুষ বলেছেন: আপনি আমার মনের কথা বলেছেন। আমাদের দেশের নিজস্ব আন্তর্জাতিক ব্যান্ড নেই এই ব্যাপারটা আমাকেও পীড়া দেয়। বিদেশী ব্যান্ডের উপর দাঁড়িয়ে আছে আমাদের এই শিল্প, আমি জানিনা দেশের শিল্পপতিরা এই দিকে নজর দিবেন কিনা। অথচ আমাদের সব আছে, ভাল মানের ব্যান্ড থাকলে আমরা স্বনির্ভর হতে পারতাম।
ভিয়েতনাম অনেক এগিয়ে যাবে, ওরা যেভাবে করোনা মোকাবেলা করেছে সেটা নজিরবিহীন।
০৬ ই জুন, ২০২০ রাত ১১:৪২
নেওয়াজ আলি বলেছেন: আসলে এই দেশের কোন খবর দেখলেই আমি পড়ি। ভাবতে অবাক লাগে আমরা চাপাবাজি করি শুধু
১৫| ০৭ ই জুন, ২০২০ রাত ১২:৫৪
মা.হাসান বলেছেন: দেশের শাসকের আন্তরিকতা ও প্রজ্ঞা আমরা ঘুরে দাড়াতে পারবো
আসলে ১৮০ ডিগ্রি ঘুরে দাড়াবো।
বাংলাদেশে শ্রমিক ছাটাইয়ের ঘোষনা এসেছে। অসুবিধা নাই। কয়েকমাস পর সরকার ঘোষনা দেবে মাথা পিছু আয় এখন ত্রিশ হাজার ডলার। উন্নয়নের ঘোষনা খেয়ে বেচে থাকবে মানুষ।
ইকনোমিক্সের থিওরিতে বলে- একটা ঝুড়িতে ডিম রাখতে নেই। আমাদের ইন্ডাস্ট্রি বলতে বলার মতো গার্মেন্টস ইন্ডাস্ট্রি ছাড়া কিছু নেই। ভিয়েতনামের তৈরী পোষাক ছাড়া ইলেকট্রনিক দ্রব্য, মেশিনারি, মটর সাইকেল, গাড়ির পার্টস রফতানি করে, টুরিজম থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে। আমাদের নেতাদের মতো যোগ্য নেতা পাইলে ভিয়েতনাম আম্রিকা-সিঙ্গাপুর কেন , সূর্যকেও ছাড়াইয়া যাইতো।
০৭ ই জুন, ২০২০ রাত ১:০০
নেওয়াজ আলি বলেছেন: আরে এত টিটকারি করেন না। আশায় বাঁচায় রাখে। নেতারা কয়েকজন হাসপাতালে যাওয়ার পর এখন ডরে ভালো হবে
১৬| ০৭ ই জুন, ২০২০ রাত ১২:৫৪
রাকু হাসান বলেছেন:
ভিয়েতনাম নিয়ে একটি পোস্ট ঘষামাঝা করেছিলাম । দিব নাকি ভাবছি।
০৭ ই জুন, ২০২০ রাত ১:০১
নেওয়াজ আলি বলেছেন: আবার জিগায় । দেন দেন। পৃথিবী শান্ত হলে যাবো দেখতে।
১৭| ০৭ ই জুন, ২০২০ রাত ২:২৭
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: সুন্দর বিশ্লেষণ করেছেন।
০৭ ই জুন, ২০২০ ভোর ৪:৩৩
নেওয়াজ আলি বলেছেন: ধন্যবাদ আপনাকে। নিরাপদে থাকবেন
১৮| ০৭ ই জুন, ২০২০ রাত ৩:০৬
রাজীব নুর বলেছেন: নতুন লেখা প্রতিদিনই লিখছি।
প্রথম পাতায় আসে না। অভিশাপ লেগেছে।
০৭ ই জুন, ২০২০ ভোর ৪:৩৪
নেওয়াজ আলি বলেছেন: কাম বেক ডিয়ার
১৯| ০৭ ই জুন, ২০২০ রাত ৩:৩০
হাসান কালবৈশাখী বলেছেন:
ভিয়েতনামে গণতন্ত্র আছে ? নাকি ঘণতন্ত্র।
০৭ ই জুন, ২০২০ ভোর ৪:৩৫
নেওয়াজ আলি বলেছেন: আমাদের হতে অনেক ভালো
২০| ০৭ ই জুন, ২০২০ সকাল ৭:২৪
কামরুল ইসলাম রুবেল বলেছেন: কেন যেনো মনে হচ্ছে সিঙ্গাপুরের পর পরবর্তী উত্থান ভিয়েতনাম
০৭ ই জুন, ২০২০ দুপুর ২:০৪
নেওয়াজ আলি বলেছেন: সময় বলে দিবে। এখনো বলা সম্ভব না।
২১| ০৭ ই জুন, ২০২০ সকাল ৯:৫০
মোঃ মাইদুল সরকার বলেছেন: ব্র্যান্ড হবে বানানটি।
ভিয়েতনামকে লতুপুতু টাইপ ও দরিদ্র দেশ ভাবার কোন কারণ নেই তারা এখন যথেষ্ট উন্নত।
০৭ ই জুন, ২০২০ দুপুর ২:০৬
নেওয়াজ আলি বলেছেন: ঠিক করেছি । এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে।
২২| ০৭ ই জুন, ২০২০ সকাল ১১:৫৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কাম বেক ডিয়ার
ষড়যন্ত্র আমাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে।
০৭ ই জুন, ২০২০ দুপুর ২:০৭
নেওয়াজ আলি বলেছেন: আসলে একে অপরের পিছনে লেগে থাকে মানুষ
২৩| ০৭ ই জুন, ২০২০ বিকাল ৩:২৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বাংলাদেশের পোশাক শিল্প মালিকরা ১০০% ব্লাড সাকার।
০৭ ই জুন, ২০২০ রাত ৮:১৬
নেওয়াজ আলি বলেছেন: এই জন্য সবাই জড়িত রাজনীতির সাথে যাতে ক্ষমতা থাকে
২৪| ০৭ ই জুন, ২০২০ বিকাল ৩:৫৯
পদ্মপুকুর বলেছেন: আমাদের পোশাকশিল্পে যারা কর্ণধার, তাঁরা স্রেফ ^^^^দ ছাড়া কিছুই নয়। বছরের পর বছর ধরে এদেশের শ্রমিকদের রক্ত-অস্থি-মজ্জা চিবিয়ে-চুঁষে খেয়ে নিজেরা সম্পদের কুমীর হয়েছে আর বিদেশে টাকা পাচার করেছে। এত এত টাকা লভ্যংশ করেও তারা শ্রমিকদের একমাসের বেতনের দায় নিতে পারে না, এইসব অসভ্যরা তৈরী করবে ব্র্যান্ড? মাই ফুট।
তার উপরে আমাদের সবকিছুতে অতিচেতনা ব্যবসাকে প্রতিষ্ঠিত হতে বাধাগ্রস্থ করে। এই লেখাটা দেখতে পারেন।
২৫| ০৭ ই জুন, ২০২০ রাত ৮:২০
নেওয়াজ আলি বলেছেন: অতি চেতনা , লোভ আর ধোকাবাজি মন মানসিকতা । এই জন্য সবাই জড়িত রাজনীতির সাথে যাতে ক্ষমতা থাকে । তবে বিপদ দেখলেই পালাবে।
২৬| ০৭ ই জুন, ২০২০ রাত ১০:০৭
এফ.কে আশিক বলেছেন: আমার সোনার বাংলাদেশে মনে হয় কাজের থেকে কথায় বেশি সোনা ফলছে।
কি হবে আমাদের ? এক দিকে উন্নয়ন উন্নয়ন শুনছি, অন্যদিকে সব বিদেশে নিয়ে যাচ্ছে। পোশাকশিল্পের অবস্থাও যদি এমন হয় এত মানুষ যাবে কোথায় কি করবে...
০৮ ই জুন, ২০২০ দুপুর ২:০৬
নেওয়াজ আলি বলেছেন: শাসকদের শোষণহীন চিন্তা ও মেধা প্রজ্ঞা দেশের জন্য নিবেদিত করলে আমরা ঘুরে দাড়াতে পারবো।
২৭| ০৮ ই জুন, ২০২০ রাত ১২:০৬
সাহাদাত উদরাজী বলেছেন: সরকার প্রধানের সুনিদিষ্ট চিন্তা ভাবনা থাকতে হয়, পাশাপাশি দুরদৃষ্টি হতে হয়। সেটা এবার অনেক দেশে দেখা গেছে!
০৮ ই জুন, ২০২০ দুপুর ২:০৬
নেওয়াজ আলি বলেছেন: আমরা ঘুরে দাড়াতে পারবো।
২৮| ১০ ই জুন, ২০২০ রাত ৮:১৯
সাইদুর রহমান বলেছেন: আমরা ঘুরে দাঁড়াতে পারবো তো ?
১২ ই জুন, ২০২০ রাত ১২:৫১
নেওয়াজ আলি বলেছেন: পারবো । ইনশাল্লাহ । যদি শাসক এখন হতে ভাবে
২৯| ১১ ই জুন, ২০২০ রাত ১০:৩৭
মোহাম্মদ গোফরান বলেছেন: বাংলাদেশে এগুলো সম্ভব নয়।
১২ ই জুন, ২০২০ রাত ১২:৫৩
নেওয়াজ আলি বলেছেন: নিজের দেশতো স্বপ্ন দেখতে ভালো লাগে
৩০| ১২ ই জুন, ২০২০ বিকাল ৪:৫৬
জাফরুল মবীন বলেছেন: আমার বাংলাদেশ বার বার বিপদে পড়েছে কিন্তু পরাজিত হয়নি, দাবিয়েও রাখা যায়নি।
আপনার প্রতি মন্তব্যগুলো অধিক প্রজ্ঞার ও দেশপ্রেমের।
শুভকামনা জানবেন।
৩১| ১৩ ই জুন, ২০২০ ভোর ৫:৫৩
নেওয়াজ আলি বলেছেন: সাধারণ জনগণ যেমন দেশপ্রমিক শাসক তেমন হয় না । এইটা অনেক দেশে । তবে আমরা সবাই সংগ্রামী ।
৩২| ১৪ ই জুন, ২০২০ দুপুর ২:৪৬
শায়মা বলেছেন: সাফল্যের কথা শুনতে ভালো লাগে।ভিয়েতনামের সাফল্যেও ভালো লাগছে। তাদের থেকে অন্যন্য দেশেরও উচিৎ শিক্ষা নেওয়া।
২০ শে জুন, ২০২০ ভোর ৪:৪৫
নেওয়াজ আলি বলেছেন: আমাদেরও শিক্ষা নেওয়া দরকার । কিন্তু আমরা যে কথায় বড়। অহংকারী ক্ষমতাবান ।
৩৩| ১৭ ই জুন, ২০২০ বিকাল ৩:২৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ওদের মত শক্ত হয়ে দাঁড়াতে আমরা এখনো শিখিনি, কখনো শিখবোও না।
২০ শে জুন, ২০২০ ভোর ৪:৪৬
নেওয়াজ আলি বলেছেন: আমরা যে কথায় বড়। অহংকারী ক্ষমতাবান ।
৩৪| ২০ শে জুন, ২০২০ বিকাল ৫:১৬
Subdeb ghosh বলেছেন: সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
৩৫| ২৬ শে জুন, ২০২০ সকাল ১১:০৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমেরিকা ভিয়েতনামের কাছে হারার লজ্জা ঢাকতে অজস্র সিনেমা বানিয়েছে ভিয়েতনাম যুদ্ধের উপর। সেই সিনেমা গুলিতে দেখানো হয়েছে আমেরিকান বীরত্ব। অনেকে বলে থাকেন আমরা মাত্র ৯ মাসে স্বাধীনতা পেয়েছি তাই এর মূল্য বুঝি না। ভিয়েতনামের মত ১২ বছর যুদ্ধ করতে হলে হয়ত বুঝতাম।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০২০ দুপুর ১:৫৬
আমি সাজিদ বলেছেন: ভিয়েতমান প্রযুক্তিতে আমাদের চেয়ে পঞ্চাশ বছর এগিয়ে আছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, পায়ে ধরে কান্না করলেও চায়না থেকে যারা সরে যাবে তারা বাংলাদেশে আসবে না। অনেক কারন পেছনে।