নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়জুল মহী I মোহাম্মদপুর । ঢাকা ।

নেওয়াজ আলি

হে পরমেশ্বর,এই নশ্বর নিখিল সৃষ্টিতে রেখো না ওই মানুষ যার ভিতর নরত্বের অভিনিবেশ নাই ।

নেওয়াজ আলি › বিস্তারিত পোস্টঃ

ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে কিছু আলাপ আলোচনা I

১৫ ই জুন, ২০২০ বিকাল ৩:১৬



এলাকার কয়েক জন ক্ষুদ্র ব্যাবসায়ীর সাথে আলাপ হলো, খেলনা ব্যবসায়ী, লাইব্রেরী, কাপড়ের দোকান, জুতার দোকান, কসমেটিক্সের দোকান। প্রতিটি দোকানের স্বাভাবিক সময়ে রোজ আয় ছিলো ৮/ ১০ হাজার টাকা। দোকানের ভাড়া ১৫/২০ হাজার টাকার মতো, অ্যাডভান্স করা আছে, ১/২ লাখ টাকার মতো। করোনার কারণে প্রতিটি দোকান এখন সকাল থেকে বিকাল পর্যন্ত খোলা থাকে। কিন্তু এতে করে সারাদিনে ১০০০/১৫০০টাকাও বেচাকেনা হয় না। এভাবে মাসে যদি, ৫০ হাজার টাকার কেনাবেচা হয়, এবং সেখানে যদি ২০% ও মার্জিন থাকে, তাহলে লাভ হবে ১০ হাজার টাকা।
এই টাকা দিয়ে দোকানের ভাড়া কিভাবে উঠবে, স্টাফ বেতন কিভাবে দিবে, ইউটিলিটি বিলই বা কোথা থেকে কিভাবে দিবে? এভাবে দোকান খোলা রাখাটা ক্যান্সারের মতো হচ্ছে, এতে করে, আস্তে আস্তে একজন ক্ষুদ্র উদ্যোক্তা নিঃশেষ হয়ে যাবেন। মাসে যদি ৩০/৫০ হাজার টাকা ফিক্সড খরচ থাকে (ভাড়া, ইউটিলিট এবং স্টাফ মিলিয়ে) আর ১০ হাজার টাকা যদি মুনাফা আসে, তার মানে, আপনাকে মাসে ৩০/৪০ হাজার টাকা লস গুনতে হবে, এভাবে সামনের ৫/৭ মাসে আপনি আরও লাখ খানেক টাকা হারাবেন এবং ক্রমেই দেউলিয়া হয়ে যাবেন। ভ্যাক্সিন না আসা পর্যন্ত কিছুতেই অবস্থা স্বাভাবিক হবে না। উদ্ভুত এই সিচুয়েশন আরও এক/দেড় বছর চলে , এমন সময় এই ফিক্সড খরচ বহন করা কেবল মাত্র যাদের অঢেল টাকা আছে, তাদের পক্ষেই সম্ভব। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্যে আমার ১০টি পরামর্শঃ
১। অনতি বিলম্বে সকল ফিক্সড কস্ট কমিয়ে আনতে হবে বা বন্ধ করে দিতে হবে।
২। ফেসবুকে পেজ খুলে ঘরে বসে বেচা বিক্রি করা। দিনে ২ হাজার টাকার বিক্রি সেখান থেকেও হবে।
৩। স্পেসের ভাড়া কমিয়ে আনার ব্যাপারে দোকানের মালিকের সাথে নেগোশিয়েট করা। দোকানের মালিক হার্টের পেশেন্ট হলে, দোকান ছেড়ে দিন।
৪। একটি টাকাও পকেট থেকে বের করার আগে ১০ বার ভাবুন। দরকার পড়লে প্যান্টের পকেট সেলাই করে নিন, যাতে, টাকা বের করার সময় সেলাই কাটার ভয়ে চাহিদা মিটে যায়। অথবা এমন প্যান্ট পরবেন, যেটায় পকেটই নাই।
৫। কর্মী বাহিনীকে শেষ পর্যন্ত সামলে রাখুন, যেটুক বেচা বিক্রি হয়, কিছু ভাগ করে দিন।
৬। কর্মী বাহিনী দিয়ে হোম ডেলিভারি করান, ই- কমার্স সাইটে যুক্ত হন।
৭। যে কোন প্রোডাক্ট বাল্কে কেনা এড়িয়ে চলুন, ইনভেন্টরি কমিয়ে আনুন।
৮। শো-রুমে এসি বন্ধ রাখুন, শুধুমাত্র কাস্টমার আসলেই লাইট জ্বালান।
৯। দোকানে বাইরের খাওয়া বন্ধ করে দিন, বাসা থেকে ডাল ভাত, সবজি নিয়ে যান।
১০। দোকানে আসা প্রতিটি কাস্টমারকে পরবর্তী কেনাবেচার জন্যে নম্বর দিন, ফেসবুক পেজে অ্যাড করুন। এভাবে দোকান চালানোর চেয়ে বন্ধ করে বাড়ি বসে থাকা ভালো। এতে করে, যেটুকু সারভাইভ করা যায়। তা এরকম দোকান চালু করে ধীরে ধীরে দেউলিয়া হওয়ার চেয়ে উত্তম হবে।

LinkedIn

মন্তব্য ৩১ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০২০ বিকাল ৩:১৭

বিজন রয় বলেছেন: সহমত!

২| ১৫ ই জুন, ২০২০ বিকাল ৩:১৭

বিজন রয় বলেছেন: ও হ্যাঁ, আমি কিন্ত ক্ষুদ্র বা বড় কোন ব্যবসায়ী নই।

১৫ ই জুন, ২০২০ বিকাল ৩:৩৭

নেওয়াজ আলি বলেছেন: ধন্যবাদ ভাই । আপনার নাই হয়তো অন্যের আছে যদি কারো উপকার হয় ।

৩| ১৫ ই জুন, ২০২০ বিকাল ৪:৫১

ঢাবিয়ান বলেছেন: চাকুরিজীবিরা আতংকে আছে চাকুরি হারানোর। ব্যবসায়ীরা আতংকে আছে ব্যবসায় ব্যপক লোকশানের। বড় কঠিন দুর্দিন চলছে

১৫ ই জুন, ২০২০ রাত ৯:৫৭

নেওয়াজ আলি বলেছেন: গ্রাম অঞ্চলের মানুষ খুব দিশেহারা । আমি নিজে আজ চার মাস গ্রামে ।

৪| ১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩২

রাজীব নুর বলেছেন: এরকম ছোট ছোট ব্যবসায়ীদের নিয়ে সরকার ভাবে না।

১৫ ই জুন, ২০২০ রাত ৯:৫৩

নেওয়াজ আলি বলেছেন: মনে হয় না ভাবে । তবে এনজিও হতে লোন করে ক্ষুদ্র ব্যবসায়ী গণ।

৫| ১৫ ই জুন, ২০২০ রাত ৮:৪১

Subdeb ghosh বলেছেন: সবকিছু হারিয়ে বসে আছি।

১৫ ই জুন, ২০২০ রাত ৯:৫১

নেওয়াজ আলি বলেছেন: সমবেদনা ও ভালোবাসা । খুবই অনিশ্চিত আগামী ।

৬| ১৫ ই জুন, ২০২০ রাত ১০:০২

করুণাধারা বলেছেন: ভালো বিষয়ে লিখেছেন। একমাত্র মুদী দোকানী ছাড়া আর সমস্ত ছোট ব্যবসায়ীরা এখন বিপদে আছেন।

১৫ ই জুন, ২০২০ রাত ১১:৩৭

নেওয়াজ আলি বলেছেন: সামনে খুব কঠিন দিন অতিবাহিত করতে হবে।

৭| ১৬ ই জুন, ২০২০ রাত ১:১৪

এনাম আহমেদ বলেছেন: বেশ ভাল পরামর্শ দিয়েছেন। ক্ষুদ্র আর মাঝারি ব্যবসায়ী হোক সব দোকান বা প্রতিষ্ঠানেই কর্মচারী থাকে। যদি আপনার পরামর্শগুলো তারা ফলো করে তাহলে কর্মচারীদের কি হবে? অবশ্য এটা এই ক্রান্তিকালে ক্ষুদ্র ব্যবসায়ীদের ভাবার সময় নেই। ভেবেই বা কি হবে? বিপদে তো সবাই। যে কারণে একপক্ষ নিয়ে কথা বলেছেন বলতে চাচ্ছিলাম। কিন্তু বললাম না।

১৬ ই জুন, ২০২০ ভোর ৪:১৯

নেওয়াজ আলি বলেছেন: ৫নং পয়েন্টে বলেছি কর্মীদের কথা ।

৮| ১৬ ই জুন, ২০২০ রাত ৮:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




করোনাভাইরাস লকডাউনে মানুষ কি সচেতন হয়েছে? আমার মনে হয় সচেতনতার ধারেকাছেও যেতে পারেনি না কেনাকাটার সংযমে না খাওয়াপরার সংযমে।

১৮ ই জুন, ২০২০ ভোর ৪:৩৫

নেওয়াজ আলি বলেছেন: মানুষ নিজেই মরণকে ডেকে আনছে। এত বেপরোয় মানষ।

৯| ১৮ ই জুন, ২০২০ সকাল ৭:৪১

পদাতিক চৌধুরি বলেছেন:

প্রস্তাবগুলো নিঃসন্দেহ সাধুবাদযোগ্য। ‌+
শুভকামনা জানবেন।

১৯ শে জুন, ২০২০ ভোর ৪:৫৭

নেওয়াজ আলি বলেছেন: কে শুনে কার কথা । বক বক করে সময় কাটানো আর কি। আমরা আছি হ য ব র ল এর শাসনে ।

১০| ১৮ ই জুন, ২০২০ সকাল ৯:৩৭

জাফরুল মবীন বলেছেন: সুন্দর প্রস্তাবনা।কিন্তু এর বাস্তবায়নে যাদের সক্রিয়তা দরকার তারা অনেকটাই নির্লিপ্ত।অনেকেই আপনার পোস্টে বর্ণিত সমস্যায় পড়ে ঢাকা শহর থেকে ফ্যামিলি দেশে পাঠিয়ে দিচ্ছে।

১৯ শে জুন, ২০২০ ভোর ৪:৫৭

নেওয়াজ আলি বলেছেন: কে শুনে কার কথা । বক বক করে সময় কাটানো আর কি। আমরা আছি হ য ব র ল এর শাসনে ।

১১| ১৯ শে জুন, ২০২০ বিকাল ৫:৩৭

অজানা তীর্থ বলেছেন: আহা…কে শুনে কার কথা, সবাই অন্যের ঘাঁড়ে লবণ রেখে খেতে চাই…

২০ শে জুন, ২০২০ ভোর ৪:৪৩

নেওয়াজ আলি বলেছেন: Right

১২| ২০ শে জুন, ২০২০ সকাল ৭:০৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভালো পরামর্শ

২৫ শে জুন, ২০২০ রাত ১২:০৪

নেওয়াজ আলি বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৩| ২২ শে জুন, ২০২০ দুপুর ১২:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো পরামর্শ।

২৫ শে জুন, ২০২০ রাত ১২:০০

নেওয়াজ আলি বলেছেন: ধন্যবাদ ও ভালোবাসা ।

১৪| ২৩ শে জুন, ২০২০ সকাল ৭:২৯

পারভীন শীলা বলেছেন: প্রস্তাবগুলো সুন্দর । কিন্তু বাস্তবতা কঠিন।

২৫ শে জুন, ২০২০ রাত ১২:০১

নেওয়াজ আলি বলেছেন: ধন্যবাদ ও ভালোবাসা ।

১৫| ২৩ শে জুন, ২০২০ সকাল ৭:৫১

ডঃ এম এ আলী বলেছেন:



ভাল প্রস্তব ,সকলের সচেতনতা ওসহযোগীতা প্রয়োজন ,প্রয়োজন উপযুক্তভাবেসরকারী প্রনোদনার।
শুধু ক্ষুদ্র ব্যবসায়ই নয়, এর সাথে জড়িত আছে শ্রমিক কর্মচারী ও ব্যবসার সাথে জড়িত অন্যসকল
সহায়ক ও সহযোগী অর্থনৈতিক কর্কামন্ড । সব দিকের কথা ভেবেই সরকারী প্রনোদনা খুবই কাম্য।

২৫ শে জুন, ২০২০ রাত ১২:০৪

নেওয়াজ আলি বলেছেন: ধন্যবাদ আপনাকে শ্রদ্ধেয় । আসলে প্রান্তিক মানুষ কোন সাহায্য পেতে খুব কষ্ট করতে হয়

১৬| ২৬ শে জুন, ২০২০ সকাল ১১:০৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: খুব কার্যকরী ও দরকারি পরামর্শ দিয়েছেন।

২৬ শে জুন, ২০২০ দুপুর ১:০১

নেওয়াজ আলি বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.