![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে পরমেশ্বর,এই নশ্বর নিখিল সৃষ্টিতে রেখো না ওই মানুষ যার ভিতর নরত্বের অভিনিবেশ নাই ।
গোপাল স্যার আমার বাবার ক্লাসমেট এবং আমার শিক্ষক । উনি লেমুয়া বাজারের দিন অনেক লোকের সামনে আমাকে গালে চড় মেরে ছিলেন। আমি তখন (নব্বই দশকে) একটা ছাত্র সংগঠনের লেমুয়া ইউনিয়নের পদে ছিলাম । গোপাল স্যারকে এলাকায় অনেকে চিনে না কিছু লোক চিনে মরণ বাবুর ভাই হিসাবে। বাজারে রটে গেল মহীকে হিন্দু এক লোক মারছে। আমি চড় খেয়ে লজ্জায় হতবুদ্ধি হয়ে মুখে হাত দিয়ে দাড়িয়ে রয়েছি। অনেক লোক জমা হয়ে যাওয়ায় স্যারও লজ্জা পেলেন । আমাকে জড়িয়ে ধরে চায়ের দোকানে ভিতরে নিয়ে গেলেন । পরে সবাই জানলো উনি আমার শিক্ষক। স্যার আরেক হিন্দু নিখিল বাবুর শুশুড়ের কাছে বেশ কিছু টাকা পাবেন। এই টাকার জন্য লেমুয়া বাজারে অনেক বৈঠক হয়েছে । যারা বৈঠক করে সব দলের প্রভাবশালী মদখোর আর জুয়াচোর । এক বছরেও সমাধান না হওয়ায় আমি কিছু ছেলে নিয়ে গিয়ে পাওনাদারকে দমক দিয়ে আসি।
সেই পাওনাদার পরের দিনই গোপাল স্যারকে ধরলেন । এবং কি বলেছে আমার আজও জানা হয়নি। তবে স্যার আমাকে টাকা নিয়ে দিতে বলেনি । আমিই নিজে বলেছি সেই লোককে। চায়ের দোকানে আমি মাথা নিচু করে বসে থাকি। চা খেতে খেতে স্যার বললেন তুই আমার ছাত্র । তোকে দিয়ে টাকা আদায় করলে নিজের বিবেক মরে যাবে। স্কুলে আমি তোকে নিজের ছেলে পরিচয় দিতাম। বাবা হয়ে থাপ্পর মারলাম।
কর্ম জীবনের প্রথমেই এক লোকের মারফতে একটা সোনালী রংয়ের সিটিজেন ঘড়ি পাঠাই গোপাল স্যারের জন্য। কিছুদিন পর লোকটা ঘড়ি ফেরত দিয়ে বলে স্যার মারা গিয়েছেন। যে স্যার ক্লাস সিক্স হতে টেন পর্যন্ত প্রাইভেট পড়িয়ে একটা টাকাও নেন নাই সেই স্যার মরে গেল। কিন্তু ভালো লোক এত তাড়াতাড়ি , কেন মরবে আজও আমি বুঝি না। দুই / এক বার কিছু টাকা দিয়েছি মাত্র উনার ছোট ছোট বাচ্চাদের জন্য। আমার বাবা মরণ বাবুসহ গিয়ে (মরণবাবু ফালিজপুর কাদেরী হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক) যখন ম্যামকে টাকা দিতেন তখন নাকি ম্যামের মুখটা একটা স্বর্গ হয়ে যেত। আজ উনার সন্তানেরা বড় হয়েছে । কিন্ত একজন সৎ শিক্ষকের অকালে মরে গেলে পরিবারটা কত অসহায় হয় ভুক্তভোগী বুঝে। স্যার, বাবার যে চিঠি পড়ে আপনার মন খারাপ হয়ে ছিলো সেটা আমার কথার কারণে । আমি অংকে নাম্বার কম পেয়ে বাবাকে বলেছি স্যার পড়ায় না । আপনি কখনো কোন ছাত্রের প্রতি অনিহা প্রকাশ করেনি। স্বর্গে আপনি ভালো আছেন বলে আমার প্রচণ্ড বিশ্বাস ।
আমরা পরীক্ষার ভালো ফল চাই কিন্তু ভালো শিক্ষক চাই না।
ঘুষ নিয়ে মাস্টার বানাই। শিক্ষকদের নিশ্চিত জীবন চাই না। শিক্ষককে লাথি উষ্ঠা মারি। আরে ভাই আমি নেতা সালিশ করে , নদীর বালু বিক্রি করে , মাদকের দালালি করে , স্কুলের পরিচালক হয়ে টাকা পাই । সেই টাকায় সংসার চালাই । এইটা খেয়ে আমার পোলা কেমন করে জিপিএ পাঁচ পাবে । আমারতো নীতিই নেই আর আমি পোলারে বলি বেটা পড়াশোনা করে ভালো মানুষ হইবি। ইউনিয়ন চেয়ারম্যান , উপজেলা চেয়ারম্যান এখন স্কুল কলেজের সভাপতি হয় । এরা এতই প্রভাব দেখায় এদের নজর এড়িয়ে ধুলাও নড়চড় হয় না । পুরো পরিচালনা কমিটি রাজনৈতিক লোক দিয়ে করার কারণে শিক্ষকগণ জ্বী জ্বী করে উনাদেরকে (এইসব পরিচালক একই শিক্ষালয়ের ও শিক্ষকের সাবেক ছাত্র)। অবাধ্য হলে নেমে আসে অপমান অপবাদ । যার কারণে গ্রামের স্কুলে পাশের হার অত্যন্ত খারাপ। জেলা শহরে কয়েকটা স্কুল কলেজে লেখাপড়ার মান খুবই ভালো । যেমন ফেনীতে সরকারি পাইলট হাই স্কুল , সরকারি গার্লস হাই স্কুল , ফেনী ক্যাডেট স্কুল এবং কলেজ ও শাহীন একাডেমি (জামাত পরিচালিত)।
মীর স্যার আপনি মেধা সততা দিয়ে স্কুলকে আকাশের চাঁদ বানিয়ে ছিলেন । আশি নব্বই দশকে ( আমাদের সময় ) করৈয়া হাই স্কুল ফেনী জেলায় পাশের হারে শহরের স্কুলকে পিছনে ফেলে দিতো আর আজ সেই স্কুল মৃতপ্রায় হাতি । দশম শ্রেনীতে উঠে রাস্তার ওইপারের একটা হলুদ পাখি (মেয়েটা কোথায় আছে কেমন আছে জানি না ) ধরতে গিয়ে আপনার হাতে মার খেয়ে জ্বর হয়ে ছিল। ভয়ে বলি নাই আপনি মেরেছেন। প্রধান শিক্ষক হিসাবে আপনার ব্যক্তিত্ব সুনাম করৈয়ার মাটি বয়ে বেড়াবে পৃথিবীর শেষ অবধি।
ছবিঃ ফেসবুকের স্কুল গ্রুপ হতে নেওয়া । (মীর স্যার সাবেক প্রধান শিক্ষক)।
২৮ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৫২
নেওয়াজ আলি বলেছেন: একদিন কি সুন্দর দিন কাটাতাম ।
২| ২৮ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৩৫
রায়হান চৌঃ বলেছেন: আপনাদের স্কুল টা নষ্ট করার জন্য আপনাদের বাজার ই যথেষ্ট ছিল। আমি ৯০ দশকের কথাই বলছি। এমন কোন মাদক বাঁকি ছিল না যে আপনাদের বাজারে পাওয়া যায় নাই।
ওহহ আরেক টা বিষয় হলো, "শহীন একাডেমি" ফেনীর ভালো স্কুল গুলোর মধ্যে একটি । এটা মোটামোটি ফেনীর সবাই জানে। কিন্তু "জামাত পরিচালিত" এ শব্দটা লিখে কেন হাইলাইট করতে চাইছেন ? বুঝেন ই তো এ একটা শব্দের জন্য স্কুল টা এমনিতে ই দিন দিন শকুনের খাবারে পরিনত হয়ে যাচ্ছ।
ভালো থাকবেন ভাই
২৮ শে জুলাই, ২০২০ বিকাল ৪:২৬
নেওয়াজ আলি বলেছেন: আগের হতে মানবতা কমেছে । দুঃখ লাগে।
৩| ২৮ শে জুলাই, ২০২০ বিকাল ৪:০৫
ঠাকুরমাহমুদ বলেছেন: গোপাল স্যারের রূহের মাগফেরাত কামনা করছি।
২৮ শে জুলাই, ২০২০ রাত ৯:২৮
নেওয়াজ আলি বলেছেন: অনেক শ্রদ্ধা
৪| ২৮ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার স্মৃতিচারণ
আপনার শিক্ষকের জন্য
শ্রদ্ধা জ্ঞাপন করছি।
২৮ শে জুলাই, ২০২০ রাত ৯:২৯
নেওয়াজ আলি বলেছেন: আপনাকেও শ্রদ্ধা এবং ভালোবাসা ।
৫| ২৮ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৪২
সাড়ে চুয়াত্তর বলেছেন: এই ধরণের শিক্ষক আর মনে হয় আমাদের স্কুলগুলিতে ফিরে আসবে না।
২৮ শে জুলাই, ২০২০ রাত ৯:৩১
নেওয়াজ আলি বলেছেন: আসলেও উনারা যোগ্য সম্মান পায় না । দৌড়ের উপর থাকে
৬| ২৮ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গোপাল স্যারের জন্য ঘড়ি পাঠালেন, কিন্তু ঘড়ি তার পরা হলো না, তার আগেই তিনি মারা গেছেন। এ ঘটনাটায় খুব ধাক্কা খেলাম।
ম্যানেজিং কমিটির ব্যাপারে আপনার মতামতের সাথে আমি একমত।
২৮ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৪
নেওয়াজ আলি বলেছেন: রাজনৈতিক দালালেরা সব শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে।
৭| ২৮ শে জুলাই, ২০২০ বিকাল ৫:২৭
ঢাবিয়ান বলেছেন: অনেক অনেক শ্রদ্ধা গোপাল স্যারের জন্য । এমন স্যার আজকাল আর কোথাও আছে কিনা জানা নাই।
২৮ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৬
নেওয়াজ আলি বলেছেন: সত্যিই এমন স্যার এখন আপনি পাবেন না
৮| ২৮ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো স্মৃতিচারণ
২৮ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৮
নেওয়াজ আলি বলেছেন: মাঝে মাঝে খুব মনে পড়ে স্যারকে
৯| ২৮ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৫৯
সাইন বোর্ড বলেছেন: তার আত্মার শান্তি কামনা করছি ।
২৮ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৮
নেওয়াজ আলি বলেছেন: মাঝে মাঝে খুব মনে পড়ে স্যারকে
১০| ২৮ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৫
ভুয়া মফিজ বলেছেন: দেশে বর্তমানের শিক্ষকরা লেখাপড়াই ঠিকমতো করায় না, নৈতিকতার শিক্ষা তো বহু দুরের কথা।
গোপাল স্যারের মতো আগের জমানার শিক্ষকেরা ছিলেন প্রকৃত শিক্ষক। তেমনটা এখন যে আর নাই, সেটা জাতীয় অধঃপতন দেখলেই বোঝা যায়।
২৮ শে জুলাই, ২০২০ রাত ৯:৪৭
নেওয়াজ আলি বলেছেন: মান সম্মান এখন আর মোটেই নেই। সত্যিই গোপাল স্যার একজন আদর্শ শিক্ষক ছিলেন।
১১| ২৮ শে জুলাই, ২০২০ রাত ১০:১০
ইসিয়াক বলেছেন: ভালো লাগলো আপনার স্মৃতিচারণ।তার আত্মার শান্তি কামনা করছি ।
২৮ শে জুলাই, ২০২০ রাত ১০:২৯
নেওয়াজ আলি বলেছেন: গোপাল স্যারের মত শিক্ষক এখন বিরল
১২| ২৮ শে জুলাই, ২০২০ রাত ১১:৩৮
রাজীব নুর বলেছেন: শ্রদ্ধা জানাই।
ভালো শিক্ষক দেশের সম্পদ।
২৯ শে জুলাই, ২০২০ রাত ১:১৯
নেওয়াজ আলি বলেছেন: ধন্যবাদ আপনাকে । ভালো শিক্ষকের আকাল এখন ।
১৩| ২৯ শে জুলাই, ২০২০ রাত ১:৩১
ঢুকিচেপা বলেছেন: আপনার স্মৃতিচারণ পড়ে ভাল লাগলো।
স্কুলে থেরাপির উপর ঔষধ নাই।
২৯ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৪৮
নেওয়াজ আলি বলেছেন: এখন কোন থেপারি দিতে পারে না ।
১৪| ২৯ শে জুলাই, ২০২০ ভোর ৬:২৯
পারভীন শীলা বলেছেন: স্যারের জন্য শ্রদ্ধা রইল।
২৯ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৪৯
নেওয়াজ আলি বলেছেন: আপনাকেও শ্রদ্ধা এবং ভালোবাসা ।
১৫| ২৯ শে জুলাই, ২০২০ সকাল ৯:৩৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমাররো হাইস্কুল জীবনের স্যারদের কথা মনে পড়ে তাঁরা পাঠদানে কতইনা আন্তরিক ছিলেন তা বলে বোঝানো যাবেনা কিন্তু এখন কি দেখছি স্কুলে কোন পড়াশুনা হয় বলে মনেই হয়না।
২৯ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৫৩
নেওয়াজ আলি বলেছেন: দেশ ডিজিটাল হওয়ার সাথে সাথে সব ওলটপালট ।
১৬| ২৯ শে জুলাই, ২০২০ দুপুর ২:৩১
রাজীব নুর বলেছেন: ভালো শিক্ষক এখন খুব কম আছে। শিক্ষেরা এখন শুধু চিনে টাকা। ফরিদপুর রাজেন্দ্র কলেজের শিক্ষক আলতাফ। একজন গ্রেট শিক্ষক। তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি।
২৯ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৫৪
নেওয়াজ আলি বলেছেন: সেই গ্রেট স্যারকে বিনীত স্যালুট
১৭| ২৯ শে জুলাই, ২০২০ বিকাল ৩:০৮
নীল আকাশ বলেছেন: লেখাটা আপ্নি আরেকবার ভালো করে পড়লে কয়েকটা ছোটখাট ভুল ঠিক করে দিতে পারতেন। তবে মনে হলো লেখা সময় আবেগ অনেক বেশি কাজ করেছে। স্বাভাবিক। এইধরণের শিক্ষক পাওয়াও একটা সৌভাগ্যের ব্যাপার।
ভাইরে, শিক্ষা ব্যবস্থা দেশের এখন পুরোপুরি বানিজ্যিক হয়ে গেছে। পুরো সিস্টেম এখন চলে টাকা দিয়ে। যেই শিক্ষক ঘুষ দিয়ে শিক্ষকের চাকুরি নেয় তার কাছে এথিক্স আশা করার ভুল।
আমরা ছোটবেলায় রাস্তা দিয়ে কোন শিক্ষক আসলে তার সম্মানে রাস্তা থেকে সরে দাড়াতাম আর এখন ছেলেপেলেরা নকল করতে না দিলে শিক্ষক'কে ধরে নিয়ে নর্দমায় ফেলে দিয়ে আসে।
মাঝে মাঝে খুব অবাক লাগে চোখের সামনে এতটা নষ্ট কিভাবে হয়ে গেল আমাদের সমাজ।
পিতা মাতার পর শিক্ষকের অবস্থান। আর আমরা এখন তাদের পায়ের নীচে দাবিয়ে রাখি।
আপনার লেখা পড়ে মনটা খারাপ হয়ে গেল।
২৯ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৫৬
নেওয়াজ আলি বলেছেন: মোবাইলে লেখা ভুল থাকতে পারে । আবার চোখেও একটু কম দেখি । তাই দয়া করে ভুল ধরে দিতেন উপকার হতো কৃতজ্ঞ হতাম প্রিয়।
১৮| ২৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১১
নীল আকাশ বলেছেন: শুশুর - শ্বশুড়
ঘুস - ঘুষ
পুরা - পুরো
এইরকম ছোট ছোট কয়েকটা বানান ঠিক করে দিন।
ধন্যবাদ।
২৯ শে জুলাই, ২০২০ রাত ৯:২৫
নেওয়াজ আলি বলেছেন: আপনাকেও শ্রদ্ধা এবং ভালোবাসা ।
১৯| ৩০ শে জুলাই, ২০২০ রাত ১০:৩৩
মা.হাসান বলেছেন: বাটপার ম্যানেজিং কমিটি টাকা নিয়ে নীতিবিহীন শিক্ষক নিয়োগ দেয়। সরকার পরিমল-হোসনে আরাদের লালন করে। মীর সার, গোপাল সারের মতো লোক এখন আর শিক্ষক হতে পারে না।
ওনাদের জন্য অনেক শ্রদ্ধা।
৩১ শে জুলাই, ২০২০ রাত ১২:৪৪
নেওয়াজ আলি বলেছেন: ঘুস খাওয়া পরিচালক আর অসৎ শিক্ষক খুব ক্ষমতাবান হয় । এদের বিরুদ্ধে কেউ কিছু বলতেও পারে না । এরা বিভিন্নভাবে স্কুল হতে রোজগার করে চলে
২০| ০১ লা আগস্ট, ২০২০ বিকাল ৪:০৪
ইসিয়াক বলেছেন: ঈদের শুভেচ্ছা রইলো মহী ভাই।
০৫ ই আগস্ট, ২০২০ রাত ২:৪৪
নেওয়াজ আলি বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
২১| ০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ২:২৭
কবিতা পড়ার প্রহর বলেছেন: স্যারের জন্য শ্রদ্ধা রইলো।
০৫ ই আগস্ট, ২০২০ রাত ২:৪৪
নেওয়াজ আলি বলেছেন: ঈদ মোবারক ।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০২০ বিকাল ৩:০৯
আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ নেওয়াজ আলি দা আসলে স্কুলজীবন আলাদা একটা ভাব থাকত যাক
অনেক স্মৃতিচয়ন হলো আপনার এই লেখা পড়ে--------------------