নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়জুল মহী I মোহাম্মদপুর । ঢাকা ।

নেওয়াজ আলি

হে পরমেশ্বর,এই নশ্বর নিখিল সৃষ্টিতে রেখো না ওই মানুষ যার ভিতর নরত্বের অভিনিবেশ নাই ।

নেওয়াজ আলি › বিস্তারিত পোস্টঃ

আমাদের কথা শুনো , না শুনলে মরো না হয় দেশ ত্যাগ করো । পছন্দ তোমার !

২০ শে আগস্ট, ২০২০ দুপুর ২:০২

ছয় মাসও হলো না গাজী পুরে বুয়েট হতে পাস করা একজন ইঞ্জিনিয়ারকে কিছু টাকার বিনিময় ভাড়া করা গুণ্ডা দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে । উনার অপরাধ নিম্ন মানের কাজ করায় উনি বিল আটকে রেখে ছিলেন এই জন্য্ নির্মমভাবে হত্য করে লাশ রাস্তায় ফেলে যায়। পরিবারের রোজগার করা মানুষটার মরণে এখন পরিবারকে অভাব-অনটনে সীমাহীন কষ্টে দিন পার করতে হচ্ছে। সন্তানদের লেখাপড়ায় নেমে আসবে চরম বিপর্যয় । কারণ সৎ লোকের অবৈধ সম্পদ গচ্ছিত থাকে না । হাজারো খুন হওয়া মানুষের সন্তানেরা জীবনের শুরুতে বাংলাদেশের এমন ঘৃণিত রূপ দেখে বড় হচ্ছে।

এই মাত্র কয়েকদিন আগে রাজশাহী গণপূর্ত বিভাগের আরো একজন ইঞ্জিনিয়ারকে মেরে রক্তাক্ত করেছেন কিছু গুণ্ডা । উনার অপরাধ পুঠিয়ায় ভূমি অফিস নির্মাণে ঠিকাদার নিম্ন মানের নির্মাণ সামগ্রী দিয়েছেন বলে অভিযোগ করেছেন ।

প্রশ্ন হলো কারা এই কাজ করতেছে । সহজ উত্তর যাদের এখন অপরিসীম ক্ষমতা আছে । যারা রড়ের বদলে বাঁশ দিয়ে রাস্তা-ঘাট , ব্রিজ -কালভার্ট ও সরকারী অফিস- আদালত করতে চায় এবং বিল নিতে চায় রড়ের চেয়ে দ্বিগুণ , তারাই । যে দেশে পেশাদারী দায়িত্ব পালন করতে গিয়ে গুণ্ডার হাতে ডান্ডার মার খেয়ে রক্তাক্ত হতে হয় এবং একদল হায়নার হাতে মরণের ঝুকি নিয়ে চলতে হয় সে দেশে কে ইঞ্জিনিয়ার হতে চাইবে আর সৎ থাকতে চাইবে। হলেও প্রচুর প্রভাবশালী হতে হবে থাকতে হবে রাজনৈতিক যোগাযোগ ।

এই লোকগুলি যদি আজ পুলিশ হতো , যদি ম্যাজিস্ট্রেট হতো তাহলে কেউ চোখ তুলে তাকানোর সাহস করতো না । আমরা অহরহ দেখছি পুলিশ কর্মকর্তা রাজনৈতিক প্রভাবশালীদের নাকে রশি লাগিয়ে ঘুরায়। ঠিকাদার রাজনৈতিক পরিচয় দিয়ে নিম্ন মানের কাজ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে । দেশটা যেন চোর ডাকাত পুলিশ খেলায় মত্ত । আর আম জনতা নিয়ে চুপ থাকছে। এই চুপ থেকেও নিরাপদ থাকা যাচ্ছে না । গ্রামে গঞ্জে আজ মাদকের হাট বাজার বসে প্রতিবাদ করা সম্ভব হচ্ছে না । চোখের সামনে যুব সমাজ মাদকের নেশায় পৃথিবীকে রঙ্গীন দেখছে রাজনৈতিক ছায়া তলে । প্রতিবাদী হতে হলে শিরোনামের একটা অপশন পছন্দ করতে হবে।

মন্তব্য ৪৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০২০ দুপুর ২:১১

ভুয়া মফিজ বলেছেন: আপনার লেখার চেয়ে তো রাস্তাটা আমাকে বেশী মুগ্ধ করলো। সত্যি সত্যিই এটা বাংলাদেশের একটা রাস্তা? ওয়াও!! দেশ তো দেখছি আসলেই বদলে যাচ্ছে!!! !:#P

লেখার বিষয়বস্তু নিয়ে খুব বেশী বলার কিছু নাই। দেশ যখন উন্নয়নের মহাসড়কে থাকে, তখন ড্রাইভারের ভুলে একটু এদিক-ওদিক হতেই পারে। মেনে নেন, আর কি করবেন! :)

২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:২৮

নেওয়াজ আলি বলেছেন: যাক মেনে নিতে চেষ্টা করবো । আর রাস্তা স্বচোখে দেখার দাওয়াত রইলো। খাগড়াছড়ি এবং সাজেকভ্যলী দেখতে যাবেন এই রাস্তা দিয়ে। পথে পড়বে নয় টিলা , হেয়াকো , বাগানবাজার ও রামগড়। করের হাটের পর হতে পাহাড় এবং জঙ্গলের ভিতর এমন চোখ জুড়ানো দৃশ্য।

২| ২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৬

সোহানাজোহা বলেছেন: অনবদ্য অসাধারণ চমৎকার লেখা।

২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৫

নেওয়াজ আলি বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য

৩| ২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৭

ভুয়া মফিজ বলেছেন: দারুন! পরেরবার দেশে এলে একটা এটেম্প্ট তো নিবোই ইন শা আল্লাহ!! এই রাস্তাটা শুরু হয়েছে কোথায়?

২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৮

নেওয়াজ আলি বলেছেন: ইনশাল্লাহ । আমি ফেনী থাকলে অবশ্যই সাথী হবো। এবং ফেনীতে থাকবেন। ফেনী টাউন হতে এসি বাস আছে খাগড়াছড়ি এবং সাজেকভ্যালী যায়। ফেনী হতে বারইয়ার হাট দিয়ে করের হাট যায় । করের হাটের একটু পর হতে রাস্তা এমন। নয়টা টিলা যখন পার হয় খুব ভয় এবং আনন্দ দুইটোই পাবেন। কয়লা হেয়াকো এবং বাগানবাজার দেখবেন গাছের বাগান আর অসংখ্য ফলের বাগান। টিলার উপর নিচে ঘর বাড়ি।বলা যায় গরিবের সুইজ্যারল্যাণ্ডে বাস।

৪| ২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৪

অজ্ঞ বালক বলেছেন: জোর যার, মুলুক তার - আইজকার না, বহুত আগের প্রবাদ। কমেন্ট শ্যাষ।

২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:০৩

নেওয়াজ আলি বলেছেন: আমি পাইছি কমেট

৫| ২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: নেশার রঙ্গীন থাবার প্রভাব দেখতে পাই নিজের চারপাশে।

এই রাস্তার সটিক অবস্থান বলেন। ছবি কি আপনি তুলেছেন?

২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:০৬

নেওয়াজ আলি বলেছেন: না আমি তুলি নাই । ছোট ভাই তুলছে কাট ছাড় করছে। আমার বাড়ির কাছেই। করের হাটের একটু পর হতে রাস্তা এমন। নয়টা টিলা যখন পার হয় খুব ভয় এবং আনন্দ দুইটোই পাবেন। কয়লা হেয়াকো এবং বাগানবাজার দেখবেন গাছের বাগান আর অসংখ্য ফলের বাগান। টিলার উপর নিচে ঘর বাড়ি।বলা যায় গরিবের সুইজ্যারল্যাণ্ডে বাস।

৬| ২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:০৬

ভুয়া মফিজ বলেছেন: এই রাস্তায় বাসে গেলে আমার পোষাবে না। যেখানে-সেখানে থামতে হবে। গাড়ি নিয়ে যাবো। B-)

বলা যায় গরিবের সুইজ্যারল্যাণ্ডে বাস। ছবি দেখে কিন্তু গরীবের না, বড়লোকেরই মনে হচ্ছে। আপনার নিমন্ত্রণের জন্য অসংখ্য ধন্যবাদ। বিষয়টা মাথায় থাকলো। :)

২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:২৮

নেওয়াজ আলি বলেছেন: ঢাকা হতেচ আমার বাড়ির সামনে দিয়ে যেতে হয়। তবে আমার এই রাস্তায় সাজেকভালী গিয়ে আবার অন্য রাস্তায় রাঙ্গামাটি ও কক্সবাজার ঘুরে চট্টগ্রাম আসা যায়।

৭| ২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৫২

ঢুকিচেপা বলেছেন: নেওয়াজ আলি ভাই গরিবের সুইজ্যারল্যাণ্ডে থাকেন ? ছবি দেখে বোঝো যাচ্ছে বেশ উন্নত হয়েছে।

গণপূর্তর ইঞ্জিনিয়ারের বিষয়টা ২ দিন আগে শুনেছি। প্রতিবাদস্বরুপ কিছু প্যানাও ওয়ালে ঝুলতে দেখেছি।

২০ শে আগস্ট, ২০২০ রাত ৮:১৪

নেওয়াজ আলি বলেছেন: ধন্যবাদ ভাই। আমার বাসা শ্যামলীতে। কিন্তু বাড়ি ফেনী। এই রাস্তা নিয়ে আগের মন্তব্য পড়েছেন নিশ্চয়। নয় টিলা মাজার বলে রাস্তার জায়গাটা।

৮| ২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৩০

রাকু হাসান বলেছেন:


আমাকে ছবিটি মুগ্ধ করলো ,বিশ্বাসই হচ্ছিলো না ,েএটা আমাদের রাস্তা ।

২০ শে আগস্ট, ২০২০ রাত ৮:১৬

নেওয়াজ আলি বলেছেন: এই রাস্তায় দিয়ে সাজেক যাবেন গেলে কোন দিন। উপরে মন্তব্যে বলা আছে।

৯| ২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৫২

পদ্মপুকুর বলেছেন: শিরোনামটা নিজেই একটা শক্ত বক্তব্য। এই পরিস্থিতি তৈরীর দায় কারও একার নয়, এ সরকার, আগের সরকার, আমাদের আমলাতন্ত্র, জনগণ এমনকি আপনি-আমিও পুরোমাত্রায় দায়ী। নিজেদের দায়িত্ব কেউ পালন করিনি সঠিক সময়ে, ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

ভুয়া মফিজ বলেছেন: আপনার লেখার চেয়ে তো রাস্তাটা আমাকে বেশী মুগ্ধ করলো। সত্যি সত্যিই এটা বাংলাদেশের একটা রাস্তা? ওয়াও!! দেশ তো দেখছি আসলেই বদলে যাচ্ছে!!! !:#P আমি কিছুদিন আগে এই রাস্তা দিয়ে গেছি। বাসের একেবারে সামনের সিটে ছিলাম, তবুও এটা যে এতটা সুন্দর, তখন বোঝা যায়নি। আসলেই বিদেশী ছবির মত লাগে।

২০ শে আগস্ট, ২০২০ রাত ৮:১৯

নেওয়াজ আলি বলেছেন: সব দল ও সরকার এক জাতের বাদ দিলাম । কোথায় গিয়ে ছিলেন । এই টা নয়টিলা মাজারের ওখানে । কয়লার একটু আগে ।

১০| ২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৫২

সাড়ে চুয়াত্তর বলেছেন: এর মধ্যেই মনে হয় বাকি জীবন কাটাতে হবে।

২০ শে আগস্ট, ২০২০ রাত ৮:২৩

নেওয়াজ আলি বলেছেন: কপালে আছে লিখন ।

১১| ২০ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: শিরোনামটা নামটা চমৎকার। ছবিটি ততটাই সুন্দর। কিন্তু পোস্টের বিষয়বস্তুতে মর্মাহত।

২০ শে আগস্ট, ২০২০ রাত ৮:২৪

নেওয়াজ আলি বলেছেন: ফেনী হতে কিছু দুরে এমন রাস্তা । করের হাট নামক জায়গা হতে রামগড়ের রাস্তা এমন উচু নিচু ।

১২| ২০ শে আগস্ট, ২০২০ রাত ৯:০৪

রাজীব নুর বলেছেন: ভুয়া মফিজ বলেছেন: আপনার লেখার চেয়ে তো রাস্তাটা আমাকে বেশী মুগ্ধ করলো।

সহমত।

২০ শে আগস্ট, ২০২০ রাত ১০:০৪

নেওয়াজ আলি বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

১৩| ২০ শে আগস্ট, ২০২০ রাত ৯:১৩

Rajibrpsoft বলেছেন: ভাই ....ছোট বেলাই একটা ডাইলোগ আমরা দিতাম মাননীয় স্পিকার আমি বোকা...দা হয়ে গেলাম... প্রতিবাদ এই শব্দটি কি এখনও আমাদের ডিকশেনারিতে আছে

২০ শে আগস্ট, ২০২০ রাত ১০:০৬

নেওয়াজ আলি বলেছেন: আগে প্রতিবাদী ছিলো মানুষ । এখন জেল জুলুম বেড়ে গিয়েছে

১৪| ২০ শে আগস্ট, ২০২০ রাত ১০:১০

অনল চৌধুরী বলেছেন: যখন কোনো ব্যাক্তি দেশে ন্যায় প্রতিষ্ঠার চেষ্টা করেন বা কোনো সৎ-নীতিবান ব্যাক্তির উপর তার সততার কারণে অত্যাচার হয়,তখন দেশের প্রতিটা লোকের উচিত,তার পক্ষে দাড়ানো,প্রয়োজনে সরাসরি লড়াই করা।
বাংলাদেশের বেশীরভাগ লোকজনই সেটা করেনা।তাদের বেশীরভাগেরই সমর্থন অপরাধীদের প্রতি কারণ তারা ক্ষমতাশালী এবং ধনী। তাদের পা চাটলে কলা-মুলা-টাকা-নারী পাওয়া যায়।
এজন্যই দেশটা এইসব অপরাধীদের দখলে চলে গেছে।


*২০০৯ সালে এরকম ৭টা পাহাড় হেটে আমি তুষার বসুর ১০ একর পাহাড়ি জায়গা নিয়ে বানানো ফলের বাগান দেখতে গিয়েছিলোম।কিন্ত বন্ধ থাকায় ভিতরে ঢুকতে পারিনি।

২১ শে আগস্ট, ২০২০ রাত ১২:২২

নেওয়াজ আলি বলেছেন: রামগড় ও খাগড়াছড়িতে অনেকে জায়গা লিজ নিয়ে গাছের বাগান ও ফলের বাগান করেছে ।

১৫| ২০ শে আগস্ট, ২০২০ রাত ১০:১৬

শাহ আজিজ বলেছেন: বাহ রাস্তাটা বেশ চমৎকার ।

সিন্ডিকেট ব্যাবস্থা এতই শক্তিশালি যে সবাই এদের কাছে অসহায় । স্বাস্থ্য মন্ত্রনালয়ের সেই মিঠু এখনও ধরা পড়েনি ।

২১ শে আগস্ট, ২০২০ রাত ১২:২৩

নেওয়াজ আলি বলেছেন: ঠিক বলেছেন । ধন্যবাদ আপনাকে ভাইজান।

১৬| ২০ শে আগস্ট, ২০২০ রাত ১১:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: এবার দেখা যাচ্ছে রাস্তার লোকেশন বাংলাদেশ থেকে বেরিয়ে অন্যদেশে বেড়াতে গেছে।
https://www.somewhereinblog.net/blog/sohanajoha/30305893

১৭| ২০ শে আগস্ট, ২০২০ রাত ১১:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: এবার দেখা যাচ্ছে রাস্তার লোকেশন বাংলাদেশ থেকে বেরিয়ে অন্যদেশে বেড়াতে গেছে।

২১ শে আগস্ট, ২০২০ রাত ১২:১৮

নেওয়াজ আলি বলেছেন: আমি গুগল হতে ছবি সংগ্রহ করি নাই । আমি একজনের মন্তব্যে উত্তরও বলেছি ছবি আমিও তুলি নাই। এইটা করের হাটের পরে নয়টিলা হতে তোলা চবি । করের হাটের এক ছোট ভাই তুলেছে। তার হতে সংগ্রহ করেছি আমি।

১৮| ২১ শে আগস্ট, ২০২০ রাত ১২:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: এখন যেহেতু বুঝা যাচ্ছে এটা করের হাটের ছবি না, সেহেতু টপিকের শেষ লাইনটা মুছে দেন।

২১ শে আগস্ট, ২০২০ রাত ১২:৪৩

নেওয়াজ আলি বলেছেন: Ok

১৯| ২১ শে আগস্ট, ২০২০ রাত ১২:৩১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ডাকা থেকে চাটগাঁ কি এই রাস্তা দিয়ে যাওয়া যায়।

২১ শে আগস্ট, ২০২০ রাত ১২:৪৬

নেওয়াজ আলি বলেছেন: জ্বী । হাতুড়ি কাচি ।

২০| ২১ শে আগস্ট, ২০২০ সকাল ৮:৪৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অন্যায়ের প্রতিবাদ করা উচিৎ। আপনি এই পোস্ট লিখে সেই কাজটিই করেছেন। আপনাকে ধন্যবাদ।

২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:১৪

নেওয়াজ আলি বলেছেন: যে কোন অন্যায়ের প্রতিবাদ করা জরুরী ।

২১| ২১ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: মাৎসানায় সময়ে নিরবতাই আত্মরক্ষা যতক্ষননা প্রতিবাদের ঝড় ওঠে!
স্বৈরাচারিতায় বিরোধীদল যখন নির্জীব হয়ে পড়ে আমজনতার এরকম আক্ষেপ প্রকাশ ছাড়া কিইবা করার থাকে্

আবার তাতেও দেখি কারো কারো গা জ্বলে!!!
এইতো বাস্তবতা। সিংহের কাছে হরিণের মাংস জীবন বাঁচানো, আর হরিণের কাছে পালিয়ে থাকা নিজের জীভন বাঁচানো!
আপেক্ষিকতার এ ধারায় স্বৈরাচারের পা চাটাদের আর দোষ কি?
দেশপ্রেম, সততা, সার্বভৌমত্ব যখন স্বার্থ চেতনায় ঢেকে যায় তখন আমজনতার নিরব ক্রন্দনই সার!

২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:১৬

নেওয়াজ আলি বলেছেন: দেশপ্রেম, সততা, সার্বভৌমত্ব যখন স্বার্থে ঢেকে যায় তখন আমজনতার নিরব ক্রন্দনই ছাড়া উপায় নেই

২২| ২১ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৪৯

আমি সাজিদ বলেছেন: গনপ্রজাতন্ত্রী উত্তর কোরিয়ার ছোট ভাই আমরা। উত্তর কোরিয়া নিয়ে বেশ কয়েকটা ডকুমেন্টারি দেখেছিলাম। সেখানেই জনগন এত ভোদাই যে, উপর থেকে যে সংখ্যা যে ইতিহাস যেভাবে বিশ্বাস করতে বলে, ঠিক সেভাবেই বলদের দল বিশ্বাস করে।

২৩| ২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:২০

নেওয়াজ আলি বলেছেন: আমরাও দিন দিন ওই দিকে এগিয়ে যাচ্ছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.