নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়জুল মহী I মোহাম্মদপুর । ঢাকা ।

নেওয়াজ আলি

হে পরমেশ্বর,এই নশ্বর নিখিল সৃষ্টিতে রেখো না ওই মানুষ যার ভিতর নরত্বের অভিনিবেশ নাই ।

নেওয়াজ আলি › বিস্তারিত পোস্টঃ

করোনার দ্বিতীয় ঢেউয়ে আপনার কুল বাঁচান।

২০ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:১৯



বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ছাড়িয়ে গেছে গত সোমবার। শীতকাল আসন্ন ফলে এই ভাইরাস আবার দ্রুত গতিতে ছড়িয়ে পড়ার একটা বড় ঝুঁকি রয়েছে। এমনিতে আক্রান্ত ও মৃত্যুর প্রকৃত সংখ্যা অবশ্যই অনেক বেশি, পরীক্ষা পদ্ধতিতে ঘাপলা করে অনেক দেশে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমিয়ে দেখানো হচ্ছে। জানি না মৃতের সঠিক সংখ্যা কত।

বৃটিশ দ্বিতীয় দফার করোনা সংক্রমণ মোকাবিলার চেষ্টা করছেন, বৃটেনের বিভিন্ন অংশে লকডাউন দেয়া হয়েছে। ফ্রান্সে আরোপ করা হয়েছে রাত্রিকালিন কারফিউ। ইউরোপের অন্যদেশে স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে জরুরি নয় এমন অপারেশন। মেডিকেল শিক্ষার্থীদেরকে সার্ভিসে যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে।

ভারতে সব মিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যা এই পর্যন্ত দাঁড়িয়েছে ৭৪ লাখ ৩০ হাজার। বড় আকারে সংক্রমণ দেখা দিয়েছে ইরান ও মধ্যপ্রাচ্যে। মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে যাওয়ার পর শনিবার তৃতীয় সপ্তাহের জন্য রাজধানী তেহরানে লকডাউন রয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ শুরু থেকে মারা গেছেন কমপক্ষে ১১ লাখ মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন কর্মকর্তা বলেছেন, মৃতের এই সংখ্যা সফল একটি টিকা আসার আগে ২০ লাখে দাঁড়াতে পারে!

আমাদের দেশে স্বাস্থ্যখাতের দুর্নীতি এখন রীতিমতো রূপকথা। একেকজন তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারী ধরা পড়েন আর আমরা শিউরে উঠি তাদের সম্পদের হিসাব মিলাতে হিমশিম খান আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। কেউ কেউ আফসোস করে বলেন, আহা স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালকও যদি হওয়া যেতো।

কর্মকর্তাদের ধরলে আরও অবৈধ সম্পদের উৎস ও অর্থ লোপাটের তথ্য পাওয়া যাবে। এইসব কর্মকর্তার স্ত্রীদেরও জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন। কিছু দিন পরপরই আমরা স্বাস্থ্যখাতের দুর্নীতিবাজ ধরার খবর পাই আর এদের প্রায় সবাই কর্মচারী। তাদের সম্পদ দেখে আমরা বিস্মিত হই। আবজাল ও গাড়ি-চালক মালেক এখন কারাগারে দেশ দেশে তাদের সম্পদের ফিরিস্তি পত্রিকায় প্রকাশিত হয়েছে।

আসল কথা হচ্ছে, এই কর্মচারীদের কারও হাতেই আলাদিনের চেরাগ নেই। স্যারদের সহযোগিতা ছাড়া তাদের পক্ষে সম্ভব  নয় কোটিপতি ক্লাবের সদস্য হওয়া। কেবল এই কর্মচারীদের আইনের আওতায় আনলেই স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধ হবে না। কান টানাই দুর্নীতি বন্ধের জন্য যথেষ্ট নয়। প্রয়োজনে বড় বড় দুর্নীতিবাজদেরও আইনের আওতায় আনতে হবে।

আমাদের দেশে করোনা শনাক্ত হওয়ার আগে থেকেই মন্ত্রী-আমলারা বলে আসছিল, ভাইরাস মোকাবিলায় সকল প্রস্তুতি সম্পন্ন। পরে দেশের জনগণ প্রত্যক্ষ করেছে, কতটা প্রস্তুত ছিল সরকার! কতটা অসহায় ছিল জনগণ । কতটা বেপরোয়া ছিল সাহেদ ও সাবরিনা , মুনাফাখোর ও দুর্নীতিবাজ। একইভাবে এখন ভ্যাকসিন নিয়েও বক্তৃতা চলছে। তা কি শুধুই মুখে মুখে নাকি বাস্তবেও তার ভিত্তি রয়েছে, তা নিয়ে স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন থাকা স্বাভাবিক ।

আমাদের দেশের জনগণও অচেতন একরোখা গুজবের পিছনে দৌড়ানো সবাই। সৌদিতে মাক্স ব্যবহার বাধ্যতামুলক করে সফলতা পেয়েছে মাক্স না পরলে এক হাজার রিয়েল জরিমানা করে । আইনের কঠোর প্রয়োগে জনগণ মানতে বাধ্য। প্রায় সাতশ জনের মত বাংলাদেশী করোনায় নিহত হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশী চট্টগ্রামের প্রবাসী। এমনও হয়েছে একই রুমে চারজনই মারা গিয়েছে সতর্ক হয়ে না চলায়। প্রবাসী যে যেখানে আছেন সতর্ক হয়ে চলবেন শুধু রোজগারের পিছনে ছুটবেন না। কষ্ট হচ্ছে সবার টিকা আসা পর্যন্ত আরেকটু কষ্ট করলে অনেকের জীবন বাঁচবে হয়তো। সচেতন হবেন ও মাক্স পরবেন যথাসম্ভব জনসমাগম এড়িয়ে চলুন।

বিভিন্ন খবরের লিংক- http://bit.do/fKm7b http://bit.do/fKm7c http://bit.do/fKm7d https://m.mzamin.com/article.php?mzamin=247399

মন্তব্য ৩৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: এই হচ্ছে আমাদের চরিত্র স্যারজ্বী।

২০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:১৩

নেওয়াজ আলি বলেছেন: ডর আছে ৫৭ ধারা রাষ্ট্রের ভিতরে যমদূত

২| ২০ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৩

নতুন নকিব বলেছেন:



সত্য কথা বলার দিন ক্রমেই ফুরিয়ে আসছে না কি?

২০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:১৪

নেওয়াজ আলি বলেছেন: গরম ভাতে বিলাই বেজার

৩| ২০ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৫৭

জাফরুল মবীন বলেছেন: করোনার শীতকালীন আক্রমণ কতটা ভয়াবহ হতে পারে বিশেষত মৃত্যু সংখ্যায় তা সম্ভবত বিশ্বের অনেক মানুষই কল্পনা করতে পারছে না।মানুষকে সজাগ করার আপনার এই প্রয়াসে সাধুবাদ জানাই।

ধন্যবাদ ও শুভকামনা জানবেন।

২০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:২১

নেওয়াজ আলি বলেছেন: আমরা খুবই অচেতন । কেউ কারো কথা শুনতে চায় না। ছোট বাচ্চা ও বৃদ্ধ লোক শীতে খুব সমস্যায় পড়বে।

৪| ২০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৭

পদ্মপুকুর বলেছেন: আমাদের প্রতিষ্ঠান গতকাল থেকে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স আবারও বন্ধ করে দিয়েছে। মনে হচ্ছে সবাই সেকেন্ড ওয়েভকে গুরুত্বের সাথেই নিচ্ছে।

২০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:২৩

নেওয়াজ আলি বলেছেন: ঠিক কাজ করেছে । নিরাপদ থাকতে চেষ্টা করা ভালো।

৫| ২০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:১২

শাহ আজিজ বলেছেন: ফার্স্ট ওয়েভ যেন একই মাত্রায় থাকে তাহলে সেকেন্ড ওয়েভ চান্স পাবে না । দশ হাজার কোটি টাকা নাকি রেডি আছে , এটা বললেন না কেন । আমরা অনেকেই দুশ্চিন্তাগ্রস্থ । বিপুল সংখ্যক মানুষ ড্যাম কেয়ার হয়ে চলাফেরা করছে । সরকার আর কিছু না হোক ফ্রি মাস্ক কেন বিলি করছে না । মিঠু পলাতক , সাবরিনা জেলে তাই ?

২০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:২২

নেওয়াজ আলি বলেছেন: ভাইজান অনেক বলি শুনার কেউ নাই। উল্টা লাঠি নেয়।

৬| ২০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৭

আলমগীর সরকার লিটন বলেছেন: আল্লাহ রক্ষা করুণ আমিন

২০ শে অক্টোবর, ২০২০ রাত ৮:০০

নেওয়াজ আলি বলেছেন: আমিন। দোয়া রহিল

৭| ২০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:০১

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে টিকা কখন আসতে পারে, কোন দেশী টিকা?

২০ শে অক্টোবর, ২০২০ রাত ৮:০২

নেওয়াজ আলি বলেছেন: আসলে সঠিক কোন তথ্য এখনো সরকার দিচ্ছে না । যেটা আগে মার্কেটে সেটা নিবে সরকার এমন বলেছে ।

৮| ২০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩১

সাড়ে চুয়াত্তর বলেছেন: শীত কালে করোনা কি আচরণ করবে আমরা তা জানি না। তাই বাড়তি সতর্কতা প্রয়োজন। দুর্নীতির টাকা দেশে থাকলে অর্থনীতিতে আবর্তিত হত। টাকা সব বাইরে চলে যায়।

২০ শে অক্টোবর, ২০২০ রাত ৮:০৪

নেওয়াজ আলি বলেছেন: কেউ ভালো না সব চোর ডাকাত। মাঝখানে আমাদের মরণ

৯| ২০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:০৩

রাজীব নুর বলেছেন: ভয় নেই। শীতকালেও করোনা উজাবে না। শীতকালে আমরা পিকনিকে যাবো।

২০ শে অক্টোবর, ২০২০ রাত ৮:০৬

নেওয়াজ আলি বলেছেন: হাঃহাঃহা । চলেন যাই ঘুরে আসি সাগর পাড়ে

১০| ২০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

আহমেদ জী এস বলেছেন: নেওয়াজ আলি,




করোনাকালীন সময়ের স্বাস্থ্য সতর্কতা বিধি মেনে চলার বিন্দুমাত্র আগ্রহ নেই বেশীর ভাগ মানুষেরই। তা প্রথম ওয়েভ-ই বা কি আর দ্বিতীয় ওয়েভ-ই বা কি! আমরা সচেতন তো নই-ই উপরন্তু "ড্যামকেয়ার" একটা ভাব নিয়ে চলছি সবাই । মাস্ক না পড়ার কতো যে অজুহাত! পথে-ঘাটে নামলেই দেখতে পাবেন।

বাঁচতে হলে জানতে হবে, বুঝতে হবে আর মাস্ক পড়তেই হবে।

২০ শে অক্টোবর, ২০২০ রাত ৮:১২

নেওয়াজ আলি বলেছেন: শ্রদ্ধেয় ,এই মহামারীতে মা বাবা বউ বাচ্চাকে যেতটুকু সম্ভব ঘরে রেখেছি । আর পারছি না মেয়েগুলি বেড়াতে চায়। সবাই মাক্স পরি অন্যকেও বলি।

১১| ২০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

আহমেদ জী এস বলেছেন: নেওয়াজ আলি,





ওহ..হো... আসল কথাটিই বলা হয়নি।
টাকার অভাব নেই কিন্তু সেই টাকা আবার ভুয়া ভ্যাকসিন আমদানীকারকদের পকেটে যাবে নাতো ? লুটপাটের আর একটা সুযোগ আসছে .....................

২০ শে অক্টোবর, ২০২০ রাত ৮:১৩

নেওয়াজ আলি বলেছেন: কে শুনবে আমাদের কথা সবাই খেতে চায় । তারা বিদেশে চলে যাবে চিকিৎসা নিতে ।

১২| ২০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৫

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে অপেক্ষা করলে ফ্রি ভ্যাকসিন পাবে।

২০ শে অক্টোবর, ২০২০ রাত ৮:১৯

নেওয়াজ আলি বলেছেন: শ্রদ্ধেয় চাঁদগাজী ভাই ফ্রী টিকার জন্য সরকার অপেক্ষা করলে জনগণের ক্ষতি হবে। যেমন আমার বাবাকে নিয়ে ভয়ে আছি। উনি বয়স্ক মানুষ আছে আরো অ্যাজমা। ঔষধের উপর নির্ভরশীল । এই কয়েকমাস একদম ঘর হতে বাহির হয়নি ছাদে উঠে একটু হাটে। আমার মত এই রকম অনেকজন বৃদ্ধ মা বাবা নিয়ে ভয়ে আছে।

১৩| ২০ শে অক্টোবর, ২০২০ রাত ৯:২৯

দয়িতা সরকার বলেছেন: ভাইয়া, লোকজন কোনো নিয়ম মানছে না। বাহিরে বের হলে ভয়ে থাকি। কঠোর আইন করে মাস্ক পড়তে বাধ্য করা যেতে পারে।

২০ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৪১

নেওয়াজ আলি বলেছেন: সত্যিই তাই। মহা এক বিপদে আছি। মানুষ কেয়ারই করে না।

১৪| ২০ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা পৃথিবীর একমাত্র দেশ করোনায় যারা গাড়ী ভাড়া বাড়িয়েছিলাম!

তাও খুশি ছিলাম দূরত্বের মিনিমাম টুকু রক্ষা হতো।
কিন্তু তারপর?
সো কলড মালিক পক্ষের আবদারে আবার নিউ নরমালে ফিরে এলো পরিবহন!
প্রতিদিন যাতায়াত করি শংকা আর প্রার্থনায়
মাস্কতো পড়লাম- কিন্তু গা ঘেষে যে যাচ্ছে, উঠছে নামছে! কাহাতক আর ব্যাকা হওয়া যায়!!!! :((

এক অদ্ভুত চাপাবাজির দেশে আছি।
আমরা করোনার চেয়ে শক্তিশালী X((

১৫| ২১ শে অক্টোবর, ২০২০ রাত ৩:২৪

রাজীব নুর বলেছেন: ঠেকতে ঠেকতে পিঠ দেয়ালে ঠেকে যাছে। দেখি, করোনা আমাদের কোন পর্যন্ত নেয়।

১৬| ২১ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৫৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভয় থাকুক বা না থাকুক, সাবধানতার বিকল্প নেই। সাবধানে থেকে স্বাস্থ্যবিধি মেনে চললে আশা করি করোনা আমাদের তেমন ক্ষতি করতে পারবে না।

১৭| ২১ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৭

রাজীব নুর বলেছেন: করোনা থেকে মানুষ কিছুই সেখে নাই। দূর্নীতি বন্ধ হয় নাই। ধর্ষন বন্ধ হয় নাই। চুরী ছিনতাই বন্ধ হয় নাই।

১৮| ২১ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৫১

জাহিদ হাসান বলেছেন: প্রায় প্রতিদিনই শুনি অমুক-তমুক ভ্যাকসিন আসছে। কোথায় ভ্যাকসিন? শীত হলে কি অবস্থা হবে?

১৯| ২১ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সচেতনতা অনেক কমে গেছে মানুষের। কবে পাব মোরা ভ্যাকসিন তার নিশ্চয়তা নেই। নিজে বাঁচি অপরকে বাচাই।

২০| ২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: আমরা সদ্য কাটিয়ে উঠলাম। সামনে আরও ভয়াবহ আকারে আসছে। রীতিমতো আতঙ্কের মধ্যে আছি। আমার এখন মনে হচ্ছে এবার হলে আর বাঁচবো না।উপরওয়ালা আমাদেরকে রক্ষা করুন।

২১| ২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:০০

রামিসা রোজা বলেছেন:

ভ্যাকসিন না আসা পর্যন্ত একটা আতঙ্কের মধ্যে দিন কাটাতে
হবে ।

২২| ২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩১

করুণাধারা বলেছেন: দ্বিতীয় ঢেউ সামলানোর কোন প্রস্তুতি চোখে পড়ছে না। :( আল্লাহ ভরসা।

২৩| ২১ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১৯

মা.হাসান বলেছেন: আসল কথা হচ্ছে, এই কর্মচারীদের কারও হাতেই আলাদিনের চেরাগ নেই। স্যারদের সহযোগিতা ছাড়া তাদের পক্ষে সম্ভব নয় কোটিপতি ক্লাবের সদস্য হওয়া। কেবল এই কর্মচারীদের আইনের আওতায় আনলেই স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধ হবে না। কান টানাই দুর্নীতি বন্ধের জন্য যথেষ্ট নয়। প্রয়োজনে বড় বড় দুর্নীতিবাজদেরও আইনের আওতায় আনতে হবে।

ঘন্টা বাঁধে কেটা?
ভ্যাকসিনের দাম ভায়াল প্রতি কতো করে পড়বে এি বিষয়ে সবাই নিশ্চুপ। একটা মহামারি এমনিতেই এক বছরের মতো পরে দূর্বল হয়ে যায়, ফেব্রুয়ারির পর হয়তো করোনা তেমন থাকবে না। যা কামানোর এই বছরেই কামাতে হবে। ভ্যাকসিন নিয়ে ভালো ব্যবসা হতে যাচ্ছে।

যা ছবি দিয়েছেন , চেতনায় বড় ধাক্কা লাগলো। বলার কিছু নাই।

২৪| ২৩ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

শায়মা বলেছেন: সেকেন্ড ওয়েভে কি হবে কে জানে?

আজকেই যে শীত পড়েছে। এবারের শীতে করোনারা তো ঝাঁপিয়ে পড়বে মনে হয়।

২৫| ২৩ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৩৬

জুন বলেছেন: অনেক শিক্ষিত মানুষই অসচেতন ভাবে চলাফেরা করছে। তারা যে অন্যের জন্যও হুমকি স্বরূপ সেই বোধটুকুও নেই। আর অল্প শিক্ষিত গরীব মানুষের কথা বাদই দিলাম।
ভালো লিখেছেন নেওয়াজ আলি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.