নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়জুল মহী I মোহাম্মদপুর । ঢাকা ।

নেওয়াজ আলি

হে পরমেশ্বর,এই নশ্বর নিখিল সৃষ্টিতে রেখো না ওই মানুষ যার ভিতর নরত্বের অভিনিবেশ নাই ।

নেওয়াজ আলি › বিস্তারিত পোস্টঃ

নীরব কবর কথা কয়।

২৩ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:১৫




নদীর পাড়ে জেলে পাড়া আজকাল নীরব পড়ে থাকে,
একসময় সেখানে ছিলো চাঁদনী রাতের আলো।
এখন দিনেও সূর্যের আলোর দেখা মিলে না,
কয়েকটা মাত্র মনুষ্য বসতি ঘর, এখন যেন নীরব কবর।
বাড়ির সামনে বসে থাকা কুকুরটা,
চোখ বুজে থাকে সারাটা প্রহর।

এইতো কিছু দিন আগেও যতীনের ঘর হতে ভেসে আসতো এ,বি, সি কিংবা অ, আ, ই এর মিহি সুর।
যতীন বলে দাদাগো খাবার পাই না কেমনে পড়াই মাইয়াটা,
ঈশ্বর কেড়ে নিলো নদীর জোয়ার।

নেপাল বলে জাল ফেলতে পারি না নদীতে,
কি যেন বাঁধ দিয়েছে তিন নদীর মুখে। ফেনী,
মুহুরী আর কালী এক সময় ছিলো আমার ‘মা ও জননী‘
জোয়ার আসতেই জাল ফেলতে কত কত মাছ।
আজ আর ফেলতে পারি না জাল ধরতে পারি না মাছ, জমা হয় মিঠা পানি।

বালুর ট্রোলারে কাজ করি ডুব দিয়ে বালু তুলি,
দিন শেষে ধার দেনা দিই, বাকি টাকা জমাই পোলাটার লাগি।
আচ্ছা দাদা বলতো, মিঠা পানির কেরামতি কি।
হয় না চাষাবাধ সব জিনিসের দাম বেশী।
কিছু লোক নদীর বালুর কারবারী তাই তারা কোটিপতি।
ফেনী নদীর এই স্বচ্ছ জলে ভারত মাতার জয়ধ্বনি।


২২-০১-২০২১

মন্তব্য ৩২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:২৫

মোহামমদ কামরুজজামান বলেছেন: জয়,ভারত মাতাকি জয়।

শুধু ফেনী নদের জলে নয় , সব নদীর (হাটু) জলেই এখন ভারত মাতাকি জয়ধনী শুনা যায়।

২৩ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:০৪

নেওয়াজ আলি বলেছেন: নদীতে জাল ফেলে মাছ ধরে জেলেরা জীবিকা নির্বাহ করতো। এখন তাদের অন্য পেশায় যেতে হচ্ছে। খুব কষ্টে দিন কাটে

২| ২৩ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫৯

জুন বলেছেন: এইসব ঘটনা শুনলে আর পড়লে মনটাই খারাপ হয় নেওয়াজ আলী । আমি ক্যাম্বোডিয়া, লাওস আর থাইল্যান্ড থেকে দেখেছি মেকং নদীকে যা এসেছে চীন থেকে । প্রতিটি দেশেই কি প্রমত্তা তার রূপ । ইউরোপের দানিউব কত দেশ পাড়ি দিচ্ছে । নদীতে প্রয়োজনে বাধ দিচ্ছে কিন্ত গলা টিপে মারছে না অন্য কোন দেশকে । আমার কাছে মনে হয় ভারতের প্রতিবেশী হওয়াটা আমাদের জন্য এক ভয়ংকর অভিশাপ ।

২৩ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:০৭

নেওয়াজ আলি বলেছেন: ফেনী নদী ভারতের ত্রিপুরা হতে খাগড়াছড়ি দিয়ে ফেনী ও চট্রগ্রাম দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। বিভিন্ন জায়গায় পাইপ দিয়ে পানি নিয়ে যায়।

৩| ২৩ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:১৬

রানার ব্লগ বলেছেন: শীতকাল আসলেই বনের বাঘ লোকালয় চলে আসে। থাবা বসায় গরু ছাগোল ও মানুষের উপর।

২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:০০

নেওয়াজ আলি বলেছেন: জ্বি কথা সত্য। বাঘের ভয় চুপ থাকে নিরহ প্রাণী

৪| ২৩ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫৫

করুণাধারা বলেছেন: কবিতা ভালো হয়েছে, তবে শেষ লাইন ভালো লাগল না। দয়া করে এমন আর লিখবেন না। এটা পড়ে আবরার ফাহাদের কথা মনে পড়ল। তাই প্লাস দিয়ে উৎসাহিত করতে পারলাম না।

২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:০৭

নেওয়াজ আলি বলেছেন: ফেনী নদী হতে ত্রিপুরা রাজ্যে চুক্তির বাহিরেও পানি নিয়ে যাচ্ছে কিন্তু প্রতিবাদ করতে মরতে হবে। অথচ নদীর দুই ধারে ভেঙ্গে যাচ্ছে জমি বাড়ি ঘর

৫| ২৩ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:০৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মোহামমদ কামরুজজামান বলেছেন: জয়,ভারত মাতাকি জয়”---------
সারা কবিতায় নীরব বিপ্লব ঘটেছে, দরিদ্রে সমানুভূতি, সর্বোপরি দেশের জন্যই ভালবাসা ফুটে উঠেছে কবিতায়---, কেউ ক্ষতি করে নিজের গোলা ভরতে চায়, এটা যেমন আমাদের দেশের বেশির ভাগ মানুষের স্বভাব ঠিক তেমনি আমাদের প্রতিবেশি দেশের------- উক্ত দেশ নিজের লাভ ছাড়া এক বিন্দুসমও ছাড় দিতে রাজী নয়----
সুন্দর লেখার জন্য ++++++++++++++++++++ আর সেইসাথে শুভকামনা নিরন্তর

২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:১৩

নেওয়াজ আলি বলেছেন: ধন্যবাদ আপনাকে । আসলে হক কথা বলতে গেলে শত্রু বাড়ে। প্রতিটি নদী হতে বালু উত্তোলন করে প্রভাবশালীরা কিন্ত সবাই চুপ।

৬| ২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: সত্য কখনওবা তিতা বৈকি। আপনার কবিতা লেখার প্রচেষ্টা অব্যাহত থাকুক।

শুভেচ্ছা জানবেন।

২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:০১

নেওয়াজ আলি বলেছেন: চেষ্টা করি মাঝে মাঝে। পড়ে মন্তব্য করায় আন্তরিক ধন্যবাদ ।

৭| ২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:২১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভোগবাদী বিশ্বের এটাই নিয়ম।নিজের নিজের স্বার্থ দেখা।বালু কি ভারতিয়রা তুলে নিয়ে যায়।

২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:২০

নেওয়াজ আলি বলেছেন: নদী হতে বালু উত্তোলন করে কিছু প্রভাবশালী রাজনৈতিক নেতা। যেখানে সেখানে বালু তোলার কারণে বর্ষায় নদীর দুইধারে ভেঙে যায়। ফেনী নদী হতে শীতকালে ভারতের ত্রিপুরায় পাইপ দিয়ে পানি নিয়ে সেখানে ব্যবহার করে যা চুক্তি বিরোধী । ফেনী নদীর উৎপত্তি ভারতে হয়ে ত্রিপুরা হয়ে খাগড়াছড়ি দিয়ে ফেনী ও চিটাং সীমান্ত করে বঙ্গোপসাগরে পড়েছে। ফেনী নদী, মুহুরী নদী ও কালীদাশ পাহাড়িয় নদীর মুখে বঙ্গোপসাগরে বাঁধ দিয়ে( সুইচ গেইট, সোনাগাজী) শীতকালে মিঠা পানি জমা করে ফেনীতে ইরি ধান করার জন্য। এরশাদের আমলে প্রথম এই বাঁধ দিয়েছে তখন সবাই ইরি ধান করতো এখন অনেকে করে না জমি খালি পড়ে থাকে।

৮| ২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:২৪

রাজীব নুর বলেছেন: আপনি যে কবিতা লিখেন সেতা আজই জানলাম।

২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৩

নেওয়াজ আলি বলেছেন: ধন্য হলাম আমি ডিয়ার। কেমন হলো বলেন নাই রাজিব ভাই

৯| ২৪ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩৪

কল্পদ্রুম বলেছেন: আপনার লেখা কবিতা এই প্রথম পড়লাম। কবিতায় কোন কোন বাক্য বেমানান ভাবে বড় হলে পড়তে কিছুটা অসুবিধা হয়৷ এ বাদে পুরো কবিতা ভালো লেগেছে। আমার কাছে এ ধরণের কবিতায় ভাষার সৌন্দর্যের চেয়ে আকর্ষণীয় হলো কবিতার মূল বক্তব্য। এই কবিতার পুরো চিত্রটাই বাস্তব, অতিকাল্পনিক কিছু নেই। ভালো লাগার এটা একটা বড় কারণ।

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৮

নেওয়াজ আলি বলেছেন: আপনার মন্তব্য শিক্ষণীয় । ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন।

১০| ২৯ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫১

জুল ভার্ন বলেছেন: কঠিন বাস্তবতা।

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৮

নেওয়াজ আলি বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন।

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১০

খায়রুল আহসান বলেছেন: কবিতায় একটি কঠিন বাস্তবতার প্রতিফলন ঘটেছে। সুবিধাবঞ্চিত, হতদরিদ্র শ্রেণীর দুর্ভোগের কথা কবিতায় উঠে এসেছে বলে কবিতায় চতুর্থ প্লাসটি রেখে গেলাম। + +

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩২

নেওয়াজ আলি বলেছেন: কেমন আছেন আপনি । আপনি ভ্রমণ পিপাসু মানুষ ফেনী নদীতে নৌকা ভ্রমণের আমন্ত্রণ রহিলো ভাইজান।

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:২৭

অজ্ঞ বালক বলেছেন: উপমহাদেশীয় রাজনীতির প্যাঁচে পইরা বাংলাদেশের পররাষ্ট্রনীতি মারা খাইতে খাইতে রাস্তায় চিৎপটাং হইয়া আছে।

১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমাদের দেশের নদীগুলো এভাবেই একদিন বালুর চরে রূপান্তর হবে। জানিনা নদীর প্রতি আমাদের কেনো এতো এতো উদাসীনতা!

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:৫৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
অসহায়, দরিদ্র মানুষের কেউ আজ খবর রাখে না। প্রত্যেকের কাছেই নিজের পরিবারই কেবল পরিবার। মুক্তি পাক ফেনি নদীর ক্ষতিগ্রস্ত মানুষ।

এই করুণ দৃশ্য সামনে রেখে আপনি একটি উপন্যাস রচনা করুন। গ্রন্থে। প্রতিবাদ হোক শব্দের মিছিলে।

১৫| ০৮ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৬| ১২ ই মার্চ, ২০২১ রাত ১১:০৪

Subdeb ghosh বলেছেন: চমৎকার!

১৭| ১৯ শে মার্চ, ২০২১ সকাল ১১:৫৮

নেয়ামুল নাহিদ বলেছেন: ভালো লেগেছে বেশ।

১৮| ২৪ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৫৬

খায়রুল আহসান বলেছেন: ফেনী নদীতে নৌকা ভ্রমণের আমন্ত্রণ রহিলো ভাইজান - অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এ আন্তরিক আমন্ত্রণের জন্য।
আমার এক ঘনিষ্ঠ বন্ধু আছে নোয়াখালি জেলার। সে মাঝে মাঝে তার শূন্য পৈতৃক ভিটায় যায়, আশাপাশের গ্রামে গঞ্জে কিছু সমাজসেবামূলক কাজ করার জন্য। আমার ইচ্ছে আছে, তার সাথে একবার সহযাত্রী হবার। যদি কখনো যাই, আপনাকে আর গিয়াস উদ্দিন লিটনকে খবর দিয়ে যাব, যেন ফেনীতে কিছুক্ষণের জন্য দেখা করা যায়।
তবে করোনার কারণে বুঝি সে ইচ্ছেটা আদৌ কোনদিন পূরণ হবে না। তবুও বলতেই হচ্ছে, আপনার আন্তরিক আমন্ত্রণে আপ্লুত হয়েছি।
শুভকামনা....

০৯ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৮

নেওয়াজ আলি বলেছেন: আপনার সব মন্তব্য আমি দেখেছি শ্রদ্ধেয় । লিখতে যেমন ইচ্ছা করে না তেমনি সময়ও পাই না। আর আমি সামুতে প্রথম পাতায় ব্যান তাই লিখা হচ্ছে না। বেঁচে থাকলে দেখা হবে । ভালো থাকবেন নিরাপদ থাকবেন

১৯| ১০ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:০৩

খায়রুল আহসান বলেছেন: "আর আমি সামুতে প্রথম পাতায় ব্যান" - কেন? কী হলো?

১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৯

নেওয়াজ আলি বলেছেন: একটা মনৃতব্য মডুদের পছন্দ হয়নি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.