নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়জুল মহী I মোহাম্মদপুর । ঢাকা ।

নেওয়াজ আলি

হে পরমেশ্বর,এই নশ্বর নিখিল সৃষ্টিতে রেখো না ওই মানুষ যার ভিতর নরত্বের অভিনিবেশ নাই ।

নেওয়াজ আলি › বিস্তারিত পোস্টঃ

প্রকাশক দীপন হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৮



জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। ৮ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি আসামিদের সবাইকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।


আজ বুধবার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। এর আগে গত ২৪ জানুয়ারি যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আজকের দিনটি ধার্য করেন।

দীপন হত্য মামলার আসামিরা হলেন- নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার প্রধান চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়া, মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান, আবদুর সবুর সামাদ ওরফে সুজন ওরফে রাজু ওরফে স্বাদ, খাইরুল ইসলাম ওরফে জামিল ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন ওরফে শাহরিয়ার, শেখ আব্দুল্লাহ ওরফে জুবায়ের ওরফে জায়েদ ওরফে জাবেদ ওরফে আবু ওমায়ের ও আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আবির ওরফে আদনান ওরফে আব্দুল্লাহ। এ মামলার মোট আট আসামির মধ্যে ছয়জন কারাগারে রয়েছেন। আর আসামি মেজর জিয়া ও আকরাম পলাতক।

এর আগে গত ১৭ জানুয়ারি রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনে ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম সারোয়ার জাকির আট আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন। অন্যদিকে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনে আইনজীবীরা তাদের নির্দোষ দাবি করে খালাস প্রত্যাশা করেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩১ অক্টোবর রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিনই তার স্ত্রী ডা. রাজিয়া রহমান শাহবাগ থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।


http://www.dainikamadershomoy.com/post/300923

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:২৫

এম ডি মুসা বলেছেন: বাংলাদেশ, হত্যা কাণ্ড কমে না, পুলিশ মিথ্যা মামলা ফাসায় , এই পুলিশ নাকি জনগণের বন্ধু।
এই রায় সঠিক বিচার হয়েছে। কিন্তু মধ্যেপ্রাচ্য আমিরাতে গিয়েছিলাম, একজন প্রধানমন্ত্রী যদি
রাস্তায় নিয়ম বহির্ভূতভাবে গাড়ি চালিয়ে যান, ভুল রোডে যায়, তার জরিমানা করা হয়।
সেই দেশে কোন টুকটাক ঝগড়া পাকিস্তান মারামারি করেছিল। পুলিশ কে কেউ খবর দেয় নাই
গোয়েন্দা পুলিশ মেইন পুলিশ কে খবর দিয়ে সবগুলো এরেস্ট করেছিল। প্রতিটি দশ একশ হাত জুড়ে গোয়েন্দা পুলিশ থাকে
আমাদের এই দেশে কি আইন নামে আইনের চাকরি রত তাদের কাছে পুলিশ ঘুষ খায় মিথ্যা করে

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫২

নেওয়াজ আলি বলেছেন:
কবে হবে সেইসব দেশের মত । স্বপ্ন দেখে দেখে জীবন পার

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫০

সড়কযোদ্ধা বলেছেন: এক দৃশ্যটা ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের। বেশ কিছু বানর একটা নদীতে পানি
খাচ্ছে। হঠাৎ একটা কুমির একটা বানরছানাকে খপ করে ধরে পানিতে না ফিরে সোজা
ডাঙ্গা বরাবর দৌড়, কিন্তু বানররা নাছোড়বান্দা। প্রায় ৪০ থেকে ৫০টি বানর একের পর
এক চড় ও কিল দিতে থাকে কুমিরটাকে। শেষ অবধি কুমির বানর শাবকটিকে মুখ থেকে ফেলে
দিতে বাধ্য হলো। কিন্তু ততক্ষণে বানরছানাটি মারা গেছে। উদ্ধারকারী একটা বানরের
একটা হাতও ভাঙল। অন্য একটা হাত দিয়ে বানর শাবকটিকে নেড়েচেড়ে দেখল, ওটা মারা
গেছে। কিছুক্ষণ পর মৃত বানরটাকে ফেলে রেখে বানরগুলো চলে গেল। কুমির বানরকে ধরতেই
পারে। কেউ হয়তো বলবেন, এসব বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু প্রজন্মকে রক্ষা করার পশুকুলের যে
প্রয়াস, তা মনুষ্য সমাজের জন্য একটা বার্তা বটে। উদ্ধারকারী হাতভাঙা ওই বানরটা মৃত
বানরছানার মা-বাবা, নাকি বানর গোষ্ঠীর গোত্রপ্রধান তা জানা যায়নি। তবে উদ্ধারে
কোনো ভূমিকা রাখেনি এমন কোনো বানরকে ওখানে দেখা যায়নি। দুই. উইল্স লিটল
ফ্লাওয়ার স্কুলের শিশু হামীমের বাসের চাকায় মর্মান্তিক মৃত্যুতে (৩ ফেব্রুয়ারি) বা সাত
বছরের সুমি, ফাইযা বাসের তলায় পিষ্ট হওয়া (৫ ফেব্রুয়ারি) অথবা সাইফ আহম্মদ ওরফে
অর্ণবের ট্রাকের তলায় অকালমৃত্যু বা ১১ই ফেব্রুয়ারী মেধাবি শিক্ষার্থী আদনান তাসিন
জেব্রা ক্রসিঙ্গের উপর ক্ষোভ অ আক্রোশে হত্যা করে... আব্রার, ফাইজুল, তাঞ্জিলা,
সাব্বির, আরিফ, সিল্পি, অয়াসিম, সালাউদ্দিন, লাবণ্য আআআর কত হত্যাকাণ্ড, আরো এ
ধরনের মৃত্যু শুধুই কি স্বাভাবিক? একেকটা বিচ্ছিন্ন ঘটনা? এ মর্মান্তিকতা কি এ জাতির
হৃদয়বান মানুষকে একটুও নাড়া দেয় না। অপরিপক্ব, আধাশিক্ষিত হেলপার বা চালক শামসুর
রহমানের দাম্ভিকতাপূর্ণ উক্তি লক্ষণীয়, 'আমাকে আটক রাখবার পারবেন না। মালিক আমার
কোটিপতি, দুই দিনে বাইর কইরা লইয়া যাইব গা।' সে আরো বলেছে, 'রাস্তাঘাটে এমন
দুর্ঘটনা হতেই পারে, মালিক জানলেই ছাড়িয়ে নেবেন।' সব অস্বাভাবিক মৃত্যুই এ দেশে
এখন শুধু শামসুর রহমানের কাছে নয়, আমার, আপনার মতো শিক্ষিত ও সচেতন মানুষের
কাছেও যেন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। সীমান্তে বিএসএফের গুলিতে পাখির মতো মানুষ
মারা যাচ্ছে ব্রাশফায়ারে, ক্রসফায়ারে, ইউনিভার্সিটির চত্বরে, রাস্তাঘাটে। সব
অস্বাভাবিক মৃত্যুই এখন এ দেশের স্বাভাবিক। মায়ের আঁচল অথবা শক্ত হাতও সন্তানের জন্য
নিরাপদ নয়। ভুক্তভোগীর চোখের পানি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অনুভূতিকে স্পর্শও করতে
পারছে না। এর কারণ হয়তোবা অনেক। তবে মূল কারণ হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে যোগ্য
চেয়ারে অযোগ্য লোক। চালক অযোগ্য হলে চালকের নিয়োগদাতা এবং অনুমোদক এর দায়িত্ব
এড়াতে পারেন না। পরিবহন ব্যবস্থা সুচারুভাবে পরিচালনার জন্য বাংলাদেশ রোড
ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) রয়েছে। আছে পরিবহন পরিদর্শকসহ আরো সব সংশ্লিষ্ট
কর্মকর্তা-কর্মচারী। কারোরই যেন কোনো দায়িত্ব নেই। পরিবহনের যান্ত্রিক ত্রুটি,
যেখানে-সেখানে পার্কিং এমনকি ফুটপাতের ওপর আড়াআড়িভাবে ঘণ্টার পর ঘণ্টা গাড়ি
পার্ক করে রাখা প্রায়ই চোখে পড়ে। এসব যাদের বা যেসব কর্মকর্তা-কর্মচারীর তদারক
করার কথা কর্তব্যের অবহেলার জন্য কোনো ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হয়ে থাকলে
হয়তোবা দুর্ঘটনার হার অনেকটা কমানো যেত। পুরনো ত্রুটিপূর্ণ গাড়িগুলো রাস্তায় চলাচল
নিষিদ্ধ। এমন দু-একটা গাড়ি কর্তৃপক্ষ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে, এ নজির দেখা
যায়নি। আইনে ভাইকারাস লায়াবিলিটি (ঠরপধৎরড়ঁং ষরধনরষরঃু) বলে একটা কথা আছে।
চালকের অবহেলা বা অযোগ্যতার জন্য মালিককে শাস্তি পেতে হবে। ভুয়া লাইসেন্স যাঁরা
দিচ্ছেন তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে দুর্ঘটনা রোধ করা যাবে কি? সুখের
বিষয়, হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ গত ৭ ফেব্রুয়ারি পরিবহন কর্তৃপক্ষের বা সরকারের
বিরুদ্ধে ত্রুটিপূর্ণ যানবাহন পরিচালনা, অদক্ষ চালক, ট্রাফিক আইনের প্রয়োগহীনতা
সংক্রান্তে একটি রুল জারি করেছেন। এবার সংশ্লিষ্ট আইনের দিকে দৃষ্টি দেওয়া যাক।
আমাদের দেশে 'ছারপোকার' মতো আইনের জন্ম হয়। সকালে একটা তো বিকেলে আরেকটা।
সন্তান জন্ম দিয়ে যেমন লালন-পালন করার প্রয়োজন হয়, তেমনই আইনের জন্ম দিয়েও তার
দেখভাল করার প্রয়োজন হয়। অর্থাৎ আইনটির সঠিক প্রয়োগ হচ্ছে কি না, প্রয়োগ হলেও
তার প্রায়োগিক সুফল কতটুকু ইত্যাদি। আইন কমিশনের মতো একটি সংস্থা আমাদের দেশে
বিদ্যমান। কোনো আইনের ত্রুটি-বিচ্যুতি লক্ষ করে সেগুলো সংক্রান্তে সরকারের কাছে
সুপারিশ পাঠানো এ সংস্থার প্রধান কাজ। দণ্ডবিধির ২৭৯ ধারা, বিশেষ করে ৩০৪ (খ)
ধারার আশু সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে। কেননা আইনটি বর্তমানে যে অবস্থায় আছে,
তা চলতে থাকলে শামসুর রহমানের মতো চালকদের উক্তি একটুও মিথ্যা হবে না। দ্বিতীয়ত,
কোনো সুচতুর খুনি অস্ত্র বা অন্য কোনো উপকরণ হাতে না নিয়ে যদি গাড়ির স্টিয়ারিং
হাতে নিয়ে কাউকে হত্যা করে এবং সেটাকে দুর্ঘটনা বলে স্বীকারও করে, তবে মাত্র তিন
বছর পর (যদি শাস্তি হয়ও) জেল থেকে বেরিয়ে আসতে পারবে। দণ্ডবিধির ধারা ২৭৯-তে
বলা হয়েছে, জীবনের জন্য ঝুঁকিপূর্ণ এমনভাবে রাস্তায় বেপরোয়া ও অবহেলার সঙ্গে গাড়ি
চালালে তার তিন বছরের কারাদণ্ড এবং সর্বনিম্ন এক হাজার টাকা ও সর্বোচ্চ পাঁচ
হাজার টাকা জরিমানা দিতে হবে। প্রায়ই দেখা যাবে ১৬ থেকে ১৮ বছরের একজন চালক
সজোরে আর একটা গাড়িকে 'ওভারটেক' করছে, কিন্তু ২৭৯ ধারার কোনো মামলা হতে
সচরাচর দেখা যায় না। প্রতিরোধক এই ধারায় দু-একটা মামলা হলে চালক সতর্ক হতে
বাধ্য হতো। দণ্ডবিধি আইনের ৩০৪ (খ) ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি রাস্তায়
বেপরোয়া গাড়ি চালিয়ে কোনো ব্যক্তির মৃত্যু ঘটায়, তবে তার তিন বছরের সশ্রম কারাদণ্ড
অথবা জরিমানা অথবা দুই-ই; উল্লেখ্য, এই ধারার অপরাধ জামিনযোগ্য এবং জামিনযোগ্য
অপরাধ সংঘটনের জন্য জামিন পাওয়ার অধিকার অপরাধীদের রয়েছে। এই হচ্ছে আইনটির
বর্তমান অবস্থা। ফলে একজন গাড়িচালক ঠিকই জানেন, তাঁকে এ আইনের আওতায় আটকে রাখা
যায় না। আইনটির পূর্বাপর অবস্থা : ১৮৬০ সালের দণ্ডবিধি আইনের ৩০৪ (খ) ধারাটি
১৯৮২ সালের ৯ নম্বর অধ্যাদেশের মাধ্যমে সংযোজন করা হয় এবং ১৫ জুন ১৯৮২ থেকে এটা
কার্যকর হয়। ওই সময় এ ধারার অপরাধের জন্য শাস্তি ছিল ১৪ বছরের সশ্রম কারাদণ্ড
এবং ধারাটি ছিল অজামিনযোগ্য এবং দায়রা জজ কর্তৃক বিচার্য। পরে ১৯৮৪ সালের ২২
নম্বর অধ্যাদেশের মাধ্যমে শাস্তির পরিমাণ ১৪ বছরের স্থলে সাত বছর করা হয় এবং
ধারাটি জামিনযোগ্য করা হয়। ২০ মার্চ ১৯৮৪ সাল থেকে এভাবে চলতে থাকে। এরপর
১৯৮৫ সালের ৪৯ নম্বর অধ্যাদেশের মাধ্যমে (৮ অক্টোবর ১৯৮৫ থেকে) শাস্তির পরিমাণ
সাত বছর থেকে কমিয়ে তিন বছর করা হয় এবং জামিনযোগ্য রাখা হয় এবং প্রথম শ্রেণীর
ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য। বর্তমানে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য। সুতরাং
দুর্ঘটনা কমাতে হলে এ আইনের সংস্কার যেমন অপরিহার্য, তেমনই চালক, মালিক এবং
পরিচালন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে আইনের আওতায় এনে তার সঠিক প্রয়োগ
নিশ্চিত করতে হবে। অন্যথায় বেপরোয়া চালকদের হাতে খুন হতে হবে আরো অনেককে।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫১

হাসান মাহবুব বলেছেন: সেই সিরিজ হত্যাকান্ডের সময়ের কথা মনে পড়লে এখনও গা শিউরে ওঠে। সকল হত্যাকারীর ফাঁসি চাই।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৩

নেওয়াজ আলি বলেছেন: রাইট । সব খুনীর ফাঁসি চাই

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৭

স্থিতধী বলেছেন: আলহামদুলিল্লাহ। অনেক দিন পর একটা ভালো খবর দেখলাম। ওনার স্ত্রী ওনার স্মরণে ঢাকার কাটাবন মসজিদের কাছে "দীপনপুর" নামক একটা লাইব্রেরী কাম খাবার জায়গা তৈরি করেছিলেন। আমার খুব প্রিয় একটা জায়গা ছিলো সেটা। যদিও সম্প্রতি ওটা উঠে গিয়েছে সেখান থেকে।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৮

নেওয়াজ আলি বলেছেন: লোকটাকে ভুলতে খুব কষ্ট হচ্ছে। আজ উনার আত্মা কিছুটা শান্তি পাবে

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৪০

রাজীব নুর বলেছেন: এই রায় আরো আগে হওয়া উচিত ছিলো।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৫

নেওয়াজ আলি বলেছেন: Right

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:



দীপনের পরিবার কিভাবে চলছে?

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৬

নেওয়াজ আলি বলেছেন: দীপনের স্ত্রী ডাঃ রিজিয়া রহমানের বেতনে চলে

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২০

ঢাবিয়ান বলেছেন: রায় দেয়া পর্যন্তই। কার্যকর দেখার সৌভাগ্য এই জাতির হয় না।

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:০২

নেওয়াজ আলি বলেছেন: আরে ভাই হতাশ হবেন না

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩৮

খায়রুল আহসান বলেছেন: দেরিতে হলেও, এমন একটা বীভৎস হত্যাকান্ডের অপরাধীদেরকে বিচারের আওতায় এনে রায় ঘোষণা করা হয়েছে, এটা স্বস্তির কথা।
এভাবে সকল হত্যাকান্ডের বিচার চাই।

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:০৩

নেওয়াজ আলি বলেছেন: একদম রাইট সব হত্যার বিচার চাই

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অপরাধীরা শাস্তি পাক এটাই চাই সব সময়

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৩০

নেওয়াজ আলি বলেছেন: এইটাই একান্ত চাওয়া আপু।

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:০৭

রোকসানা লেইস বলেছেন: ভয়াবহ সেই হত্যাগুলো ঠাণ্ডা মাথায় পরিকল্পনা করে করেছিল।
একটা জাতীকে পুরো দ্বিধাবিভক্ত করে ফেলেছে,।
দীপনের মতন একটা ছেলের এমন বিভৎস মৃত্যু হবে ভাবা যায় না।

দীপনের সাথে বই প্রকাশের কথা চলছিল সেই সময় আমার।
ব্লগে দীপন লিখত অন্ধকার নামে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৩১

নেওয়াজ আলি বলেছেন: আপনি তাহলে দীপনকে ভালো করে জানেন। আমার এক ছোট ভাই প্রকাশকের খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলো । সেই সুবাদে আমার পরিচয়।

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন: যাক রায় কার্যকর হোক দ্রুত এটাই চাই।

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪৩

ঢুকিচেপা বলেছেন: দ্রুত রায় কার্যকর করা হোক যেন পরবর্তীতে দৃষ্টান্ত হয়ে থাকে।

১৩| ২০ শে মার্চ, ২০২১ রাত ১২:০১

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: Click This Link

১৪| ২৯ শে মার্চ, ২০২১ রাত ২:২৭

চাঁদগাজী বলেছেন:



আমি একটা জিনিষ ভুলে গেছি, ফেনী থেকে যদি আমি পুরান ঢাকা ট্রাংকরোড ধরে দক্ষিণে যাই, প্রথমকি রেজুমিয়া ব্রীজ পড়বে, নাকি চাঁনগাজী বাজার পড়বে।

১৫| ২৯ শে মার্চ, ২০২১ রাত ২:৩০

চাঁদগাজী বলেছেন:



আমি একটা জিনিষ ভুলে গেছি, ফেনী থেকে যদি আমি পুরান ঢাকা ট্রাংকরোড ধরে দক্ষিণে যাই, প্রথম কি রেজুমিয়া ব্রীজ পড়বে, নাকি চাঁনগাজী বাজার পড়বে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.