![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।
মায়ের মত নাইত কেহ এমন আপনজন
সন্তানেরই সুখের চিন্তা মনে সর্বক্ষন।
যখন তুমি ছোট ছিলে, বাক ছিলনা মুখে,
তোমার সকল চাহিদা কে
দেখত তোমার চোখে?
কাঁদলে তুমি কে বুঝিত
চাইছ তুমি কি-যে
তোমায় খুশি রাখত কেগো দুঃখ ভোগে নিজে?
অসুখেতে ভুগলে তুমি ঘুম নেই কার চোখে?
সোনামানিক বলে কেবা খাবার দিত মুখে?
আজকে তুমি অনেক বড় চলতে পার নিজে
দরকারী সব নিতে জান আপন হাতে খুঁজে।
চারিপাশে আজকে তোমার কত আপনজন,
বিনোদনে ভরিয়ে রাখে সদাই তোমার মন।
অবস্থারই বদলেতে বদল হবে তারা,
হয়ত কেহই থাকবেনা আর হলে সর্বহারা।
সকল কিছুর বদল হলেও হয়নি বদল যা,
খুঁজে দেখ তোমার দুঃখে আজও কাঁদে মা।
০৭ ই জুন, ২০১৭ রাত ১০:৫১
মোছাব্বিরুল হক বলেছেন: ধন্যবাদ
২| ০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
অর্ক বলেছেন: মৌলিক খুব সুন্দর একটি কবিতা!
০৭ ই জুন, ২০১৭ রাত ১০:৪৬
মোছাব্বিরুল হক বলেছেন: ধন্যবাদ
৩| ০৭ ই জুন, ২০১৭ রাত ৮:৪০
কুঁড়ের_বাদশা বলেছেন:
খুব সুন্দর লিখেছেন +
০৭ ই জুন, ২০১৭ রাত ১০:৪৯
মোছাব্বিরুল হক বলেছেন: উৎসাহ পাইলাম। অনেক ধন্যবাদ।
৪| ০৭ ই জুন, ২০১৭ রাত ৯:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে ।
০৭ ই জুন, ২০১৭ রাত ১০:৫০
মোছাব্বিরুল হক বলেছেন: ধন্যবাদ।
৫| ০৭ ই জুন, ২০১৭ রাত ১০:০৪
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর হয়েছে কবিতাখানি
০৭ ই জুন, ২০১৭ রাত ১০:৫০
মোছাব্বিরুল হক বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।