![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।
আপন বল
ইশানের কোণে ঘনকাল মেঘ
যেন হয়ে এল রাত্রী
চিন্তায় ভারি যাবে ঐ পারে
কেয়া ঘাটে এক যাত্রী।
আধাঁর ঘনিছে ইশানের কোনে
বাড়িছে কেবল শঙ্কা
বলে মাঝি ভাই পার হতে চাই
দেব তোমা দুই টংকা।
তবু ওত মাঝি নাহি হয় রাজী
করে নাত তারে পার
এল বুঝি ঝড় কাঁপে বাড়ি ঘর
বাড়ে ভয় মনে তার।
ঝড়ো হাওয়া বহে আর নাহী সহে
বলে ওগো মাঝি ভাই
এই এল ঝড় তব নৌকায়
দাও মোরে খানি ঠাই।
ঠাট্টার সুরে বলে মাঝি ঘোরে
ভারি ছোট মোর তরী
ভার নাহি সবে এই যাবে ডুবে
দুজনাতে যদি চড়ি।
মাটি কামড়িয়ে রহিল পথিক
বয়ে গেল সব ঝড়
ভাবে মনে হায় আপন যে নাই
এ জগৎ এ সবে পর।
ঝড় গেলে চলে মাঝি ঢেকে বলে
যাবে নাকি ঐ পাড়ে?
যাব নাক ভাই আর নৌকায়
অপরের আশা করে।
অপরের আশা আনে হতাশা
নাহি চাই লোক দল
তারচেয়ে ভাল গতরেতে মোর
যা আছে আপন বল।
১৭ ই জুন, ২০১৭ রাত ৮:১২
মোছাব্বিরুল হক বলেছেন: ধন্যবাদ।
২| ১৫ ই জুন, ২০১৭ রাত ১২:০৫
স্পর্শ বিন্দু বলেছেন: কম কম ভালো লাগা!
১৭ ই জুন, ২০১৭ রাত ৮:১৩
মোছাব্বিরুল হক বলেছেন: কিছুটা ভালো লাগা দেবার জন্য ধন্যবাদ।
৩| ১৫ ই জুন, ২০১৭ রাত ১২:২৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর লিখেছেন। +++++
১৭ ই জুন, ২০১৭ রাত ৮:১২
মোছাব্বিরুল হক বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১৭ রাত ১১:৫৮
শায়মা বলেছেন: অনেক ভালো লাগা!