| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোছাব্বিরুল হক
জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।
বর্ষার বারিধারা দেশ ভাসে বন্যায়
ঘড়-বাড়ি ভেঙ্গে যায়,
মাঠ-ঘাট ভেসে যায়,
দেশ ফাটে কান্নায়।
ছেলে-মেয়ে ছিপ ফেলে
ধরে পুটি, টেংরা,
ভাল লোক হয়ে যায়
যেন লোলা লেংড়া।
রিলিফের ঘর খোলে
গরিবের এক সের,
ওনাদের পেট বড়
তাই চাই দশ সের।
চার আনা বিতরন বার আনা লোটপাট,
কথা তবু খই ফুটে
সততার চোট পাট।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৭ রাত ৯:৩৫
Taufik Alahi বলেছেন: খুব সুন্দর এবং সত্য বলার জন্য ধন্যবাদ