![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।
জন সেবক আদম আলী ব্যাপারী
ঘটনাটা ঘটেছিল খ্যাপারই
শোনা কথা, বলে যাহা লোকেতে
তাইতো তিনি চোট পেয়েছেন বুকেতে।
বোঝবে মজা ব্যাটা তারে খ্যাপানীর,
যদিও তিনি রোগী ছিলেন হাপানীর।
তবুও তিনি ছুটে চলেন দাপটে,
হারুনেরে ধরবে বলে ঝাপটে।
হটাৎ কষ্ট শুরু হল শ্বাসের-ই
কাজটা এখন হল সর্বনাশেরই।
বলছি এখন ঘটনা কি খ্যাপার-ই
হারুন বলে মল দেখিয়ে ব্যাপারী
আজ সকালে বসেছিল এখানে
সবাই হাঁসে এমন জিনিস দেখনে।
সালিশ বসায় স্কুল মাঠেতে মাস্টারে
সহজ বলে ভেবোনা কেউ কাজটারে।
হারুন বলে - এ মল আদম ব্যাপারীর।
আমার কী লাভ এমনি তারে খ্যাপানীর?
চাইলে সবে প্রমান দেব এখনি,
কেমন করে বেরকরি তা দেখনি!
কেরোসিন আর মরিচ দিয়ে এ মলে
সামনে সবার পুড়ব তাহা অনলে।
আগুন জ্বেলে দেব যখন তখনি
খবর হবে খেলেম কেন বকুনি।
হুজুর বলে, প্রমান হলে সকলি
শাস্তি হবে শক্ত এটা নেই বলি।
পনের হাজার দিতে হবে মাশুলে
এমনি কেহ নেবে না তা আসলে।
অভাব থাকায় পায়খানা নেই যাদের-ই
পায়খানা সব দেয়া হবে তাদের-ই।
আর যদি হয় মিথ্যা সকল প্রমানে,
হাজার বেতের আঘাত খাবে হারুনে।
তাহাই হল সকল জনের রাজিতে,
দেখবে সবাই কে হারে আর কে জেতে।
মলে আগুন জ্বেলে দিল যখনি
আজব জিনিস ঘটে গেল তখনি।
ব্যাপারী ত চেঁচিয়ে বলে বাবারে,
ক্ষমা করে দে সকলে আমারে।
দেখেনি কেউ আগে এমন ঘটনা
তাই সারা গ্রাম হয়ে গেল রটনা।
নয়শ লোকে পেয়ে গেল পায়খানা,
ডাইরিয়ার আর এই গাঁয়েতে নেই হানা।
ভয়ে কেহ করে না আর বোকামী
কারন তাহা যায়না এখন লুকানী।
হারুন প্রথম বের করেছে শাস্তিটা
হারু শাস্তি নামেই খ্যাত তাই এটা।
২২ শে জুন, ২০১৭ দুপুর ২:২৪
মোছাব্বিরুল হক বলেছেন: ধন্যবাদ।
২| ২২ শে জুন, ২০১৭ রাত ১:৫৮
ভ্রমরের ডানা বলেছেন:
বাহ!
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৭ রাত ১২:৫৮
শাহরিয়ার কবীর বলেছেন: খুব সুন্দর লিখেছেন +