![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।
সূর্যের মত ঝলমল করে আমি যে শিখেছি জ্বলতে,
মিথ্যারে আমি ঘৃণা করি সদা
শিখেছি সত্য বলতে।
শিখিয়াছি আমি নিজের চিনিতে
অপরে বাসীতে ভাল,
শিখিয়াছি আমি আঁধারের বুকে
জ্বেলে দিতে দ্বীপ আলো।
জানিয়াছি আমি হিংসার মাঝে
আপন ধ্বংস নিহিত,
নিন্দারে আমি পাশ কেটে চলি
চির সুখে হই ভীত।
জানিয়াছি আমি বিত্তের মাঝে
আসলেত নাই সুখ,
অপরের হিত নাহি চায় যে
সে কেনে আপন দুঃখ।
সেইতো মানুষ অপরের হিতে
যে জীবন ব্যাস্ত রাখে,
মিথ্যা, হিংসা, নিন্দা থাকিয়া
সর্বদা দূরে থাকে।
২৩ শে জুন, ২০১৭ রাত ৯:২৫
মোছাব্বিরুল হক বলেছেন: ধন্যবাদ
২| ২৩ শে জুন, ২০১৭ রাত ১২:৫০
না মানুষী জমিন বলেছেন: ভাল লাগলো
২৩ শে জুন, ২০১৭ রাত ৯:২৫
মোছাব্বিরুল হক বলেছেন: অনেক ধন্যবাদ।
৩| ২৩ শে জুন, ২০১৭ দুপুর ১২:২৪
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন।
২৩ শে জুন, ২০১৭ রাত ৯:২৬
মোছাব্বিরুল হক বলেছেন: অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৭ রাত ১১:০৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল বলেছেন।