![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।
দিন দিন মানুষগুলা কেমন যেন বানিজ্যিক হয়ে যাচ্ছে। আগে ঈদের আমেজ পাওয়া যেত রমজানের পনের যাবার সাথে সাথে। মানুষের কথা বার্তা আচার ব্যবহার দেখে। আর এখন ঈদ আসার খবর জানতে হলে টেলিভিশনের সামনে বসতে হয়। টেলিভিশনের ঈদের অনুষ্টানের সময় সূচি দেখে বুঝতে হয় যে ঈদ খুবই নিকটে। আমরা নতুন জামা কেনার পর লুকিয়ে রাখাতাম যেন কেউ দেখতে না পারে। কারন কেউ দেখলেই ঈদ শেষ হয়ে যাবে। আর এখন মানুষ ঈদের জামা কিনতে যাবার পর ফেইসবুকে স্টেটাস দেয় আবার কেনার পর নতুন পোষাকের ছবি তুলে ফেইসবুকে আপলোড করে। বন্ধুরা তাতে অসাম, ওয়াও টাইপের কমেন্ট করে নিজের অস্তিত্তের জানান দেয়। আগে ঈদের চাঁদ উঠলে মানুষ সকল কাজ ফেলে চাঁদ দেখতে যেত বাচ্চা ছেলে মেয়েরা আনন্দ মিছিল বের করত। কত বাহারী কথা বার্তা থাকত তাতে।
আজকে হল খুশির দিন
কালকে হল ঈদের দিন।
এটাই ছিল আমাদের এলাকার সবচেয়ে জনপ্রিয় শ্লোগান। আর এখন ঈদের চাঁদ উঠলে বাচ্চা ছেলেটিও তা ফেইসবুক থেকে জানতে পারে আর ফেইসবুকে স্টেটাস আপডেট দেয় সকলকে ঈদের শুভেচ্ছা। ঈদের দিন সকাল বেলা ঘুম থেকে উঠার একটা হইচই পড়ে যেত ছোট বড় সকলেই গোসল করে ঈদের নামাজে ছুটত আর এখন সারা রাত্র ফেইসবুকে বন্ধুদের ঈদের শুভেচ্ছা জানাতে জানাতে অনেকের রাত কেটে যায় যেকারনে ঈদের নামাজ মিস করতে হয়। নামাজের পরে চলত একে অন্যের বাড়ি সেমাই পিঠা খাবার পর্ব আর এখন কেউ নামাজ না পড়ে ঘুমায় আর কেউ নামাজ পড়ে এসে ঘুমের ঘাটতিটা পুষিয়ে নেয়। কাজেই আর বাহারী জামা গায়ে বিভিন্ন বয়সী ছেলে বুড়ুদের আনন্দ আমেজ দেখা হয়ে উঠে না।
ফেইসবুক ঈদ ছেড়ে বাস্তবে ঈদ করে দেখুন অনেক আনন্দ পাবেন। আপনারা নিজেদের ঈদ মাটি করার সাথে সাথে আমাদের ঈদও মাটি করছেন।
২| ২৩ শে জুন, ২০১৭ রাত ১০:০৭
মাহবুবা আক্তার বলেছেন: জীবন এভাবে পরিবর্তনশীল। এটা সৃষ্টিকর্তার বিধান। উটের যুগের মানুষ যা কল্পনাও করতে পারিনি, তা আজ আমরা হাতে নিয়ে ঘুরছি। সুতরাং সবাই ভালো। কারও কোনো দোষ নেই।
২৩ শে জুন, ২০১৭ রাত ১০:২১
মোছাব্বিরুল হক বলেছেন: কথা যুক্তি যুক্ত কিন্তু আমরা এভাবে বানিজ্যিক হতে থাকলে হয়ত একদিন হয়তবা মায়ের মৃত্যুর সংবাদ পাবার পর ছেলেকে ফেইসবুকে পোষ্ট করবে মা "আজ পরপারে তাই মন খারাপ" আর এমন পোষ্টে লাইকের বন্যা বইবে। মুশারফ করিমের মায়া কান্না নাটকে ভাড়া করে নিজের আপন জনের মৃত্যুতে কাদাতে দেখেছি বাস্তবে দেখতে হয়ত বেশি দিন অপেক্ষা করতে হবে না।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৭ রাত ১০:০২
বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।