![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।
বর্তমান উন্নত সভ্যতার পদাঘাতে যে সবচেয়ে বেশি ক্ষতবিক্ষত হয়েছে তার নাম মানবতা। আমাদের তথাকথিত আধুনিকায়নের চাপে মানবতা আজ বিলুপ্তপ্রায়। আমরা মুখে মুখে যতই বলি আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি বাস্তাবে আমরা ক্রমাগত পিছিয়েই চলেছি। এবং যেই হারে আমরা পিছিয়ে চলেছি অদূর ভবিষ্যৎ-এ আদিম মানুষের মত বন্য আচরন রত কোন মানুষকে দেখলে তেমন অবাক হবার মত কিছুই থাকবে না। মানুষের জন্য মানুষ এটাই চিরন্তন সত্য ও স্বাভাবিক কথা। কিন্তু এই চিরন্তন সত্য স্বাভাবিক কথার বাস্তব প্রয়োগ বর্তমানে দেখা যায়না বললেই চলে। আজ মানুষের মানবতাবোধ কমতে কমতে একেবারে শূণ্যের কোঠায় এসে পৌঁচেছে। আজ আমরা মানবতার মুখুশে ঢাকা দুপায়ী দত্য। আবু ইসহাকের লেখা মহাপতঙ্গ নামক রূপক গল্পে পড়েছিলাম দুপায়ী দত্যের কথা। আজ এই আধুনিক সময়ে এসে মনে হচ্ছে মানুষ কেবল চডুই পাখিদের নিকট দুপায়ী দত্য নয়, বরং আপন স্বার্থ রক্ষায় আপন পরিবারে মানুষের কাছেও নিজের দত্য রূপ প্রকাশ করতে মানুষ বিন্দুমাত্র দ্বীধা করেনা। এক সময় কারো সামনে একটি নিরিহ পশু বিপদে পড়লেও তাকে সাহায্যের প্রবনতা দেখা যেত আর আজ তথাকথিত উন্নত যুগে মানুষের চোখের সামনে মানুষ খুন হলেও কেউ তাকে সাহায্য করছে না বরং সে স্মার্টফোনের সাহায্যে সবচেয়ে আনস্মার্ট কাজটি করছে, তা হলো সাহায্যের হাত প্রসারিত না করে নিরবে দাঁড়িয়ে ভিডিও করে তা ফেইসবুক ইউটিউব - এ প্রচার করে লাইক পাবার ধান্দা। এমন চিত্র আজ খুবই স্বাভাবিক। প্রতিনিয়ত দেখা যাচ্ছে এমন ঘটনা। কোন এক সময় ছিল যখন ভিন গাঁয়ের লোক এসে কোন গাঁয়ের একজন বাজে লোকের সম্পর্কে বাজে মন্তব্য করলেও তাকে অনেক হিসেব করতে হত। আজ নিজ বাড়িতে খুনের ঘটনা খুবই স্বাভাবিক। প্রকাশ্য দিবালোকে ছিনতাই হচ্ছে ইচ্ছেকরলেই তাকে ধরা যায় কিন্তু সকলেই নির্বাক দর্শকের ভুমিকা পালন করছে। কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেনা।
সকলের এক কথা অন্যের ঝামেলা নিজের কাধে নিয়ে কি লাভ?
আজ আমরা প্রযুক্তির উন্নয়নে আরাম আয়েশের জীবন (তথাকথিত) পেয়েছি । আর বিনিময়ে বিকিয়ে দিয়েছি আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ মানবতা।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫২
মোছাব্বিরুল হক বলেছেন: মানবতার অবস্থা বর্তমানে এই রকম। পৃথিবীতে চলছে মানবতার দুর্ভিক্ষ।
৩| ১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
হাফিজ বিন শামসী বলেছেন: সত্যিই মানবতা আজ বিপন্ন।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫১
বিজন রয় বলেছেন: জয়নুলের আঁকা ছবিটা অনেক বিখ্যাত!