![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।
কোলা ব্যাঙের সর্দি হল জলে করে বাস
এমন খবর রটে হল
ভীষণ সর্বনাশ।
কচিকাঁচা, যুবক, বুড়ূ নিদ্রাবিহীন চোখে-
আতঙ্কেতে জীবন কাটায় কে জানে কী ঘটে!
বাদর ছানার গাছে চড়া
হয়ে গেছে বন্ধ,
বাঘ হরিণে সন্ধি হল
ভুলে সকল দ্বন্দ।
আঁধার রাতে হুতুম পেঁচা
বেড়োয়না আর একা,
আগুন লাগার ভয়ে কোথাও
যায়না জোনাক দেখা।
ব্যাঙের মায়ে হেঁসে বলে-
ওরে বোকার দল-
ব্যাঙের কভু সর্দি কি হয়?
একটূ ভেবে বল।
১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৫
মোছাব্বিরুল হক বলেছেন: অনুপ্রেরনা পেলাম।
২| ১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
হাফিজ বিন শামসী বলেছেন: আপনার ব্লগ ঘুরে এলাম। আপনার লেখা গতানুগতিক লেখার মত নয়।
আপনার এ লেখায় বেশ কিছু ভাব প্রকাশ করে।
১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৩
মোছাব্বিরুল হক বলেছেন: ধন্যবাদ ভাই। অনুপ্রেরনার জন্য।
৩| ১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
দৃষ্টিসীমানা বলেছেন: ছড়া এবং ছবি দুটোই ভাল লাগল , ভাল থাকুন ।
১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৪
মোছাব্বিরুল হক বলেছেন: ধন্যবাদ
৪| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৮
রাজীব নুর বলেছেন: বেশ ভালো।
১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৫
মোছাব্বিরুল হক বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
আবু আফিয়া বলেছেন: ভাল লাগল, ধন্যবাদ