![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।
রোজ বিহানে পান্তা আহার যাদের
বৈশাখে কি ভিন্নতা আর তাদের!
পান্তা ভাতে শুকনো মরিচ পুড়া,
এতেই যাদের কপাল খানা জোড়া-
তাদের কি আর এমন বিলাশ সাজে,
ঈলিশ খেতে গরম পান্তা মাঝে!
নিয়তি যার ভাঙ্গা চালায় থাকা
হয়কি তাহার বৈশাখীকে ডাকা?
ভয় শুধু তার মনের রাজ্য জুরে
ভাঙ্গা কুঠির এই বুঝি যায় উড়ে।
বদন জুরে যাদের ছেঁড়া বাস
বৈশাখী সাঁজ তাদের উপহাস।
বর্ষবরণ এমন কেন হবে!
গরীব কেন উপহাসে রবে!
সত্যিকারে পান্তাভাতে মরিচপুড়া খেয়ে
সাধ্য হলে দেখাও মাঠে কাস্তে হাতে গিয়ে।
নইলে মেকি দেশাত্ববোধ তোমার কাছেই থাক,
চাইনা এমন বর্ষবরণ পহেলা বৈশাখ।
১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৭
মোছাব্বিরুল হক বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
২| ১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব সুন্দর লিখেছেন। এমন পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতির সাথে কোনভাবেই যায় না। কবিতা ভাল হয়েছে।
১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৯
মোছাব্বিরুল হক বলেছেন: দুরভাগ্য আমাদের, আমরা যে কোন জিনিসকে বিকৃত করেই আনন্দ পাই।
৩| ১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৮
রুহের গ্রাস বলেছেন: সুন্দর লিখেছেন। ধন্যবাদ আপনাকে।
৪| ১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৭
রাজীব নুর বলেছেন: আহারে মনটা খারাপ হয়ে গেল।
১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
মোছাব্বিরুল হক বলেছেন: কেন ভাই মন খারাপ হল?
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৮
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: বাস্তবতাকে চমৎকার ভাবে কবিতা ফুটিয়ে তুলেছেন।