![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।
ইচ্ছে জাগে মনে-
তেপান্তরের মাঠ পেরিয়ে হারাই গহীন বনে।
নীল আকাশের নীলের মাঝে পাখির মত উড়ে,
সাজের বেলা নীড়ের মায়ায় আসতে আবার ফিরে।
ঠিক দুপুরের আগুন রোদে ঘুঘু যখন ডাকে-
পাল উড়িয়ে হারিয়ে যেতে অচিন গাঙের বাঁকে।
প্রজাপতির মত করে উড়তে ফুলে ফুলে
পদ্ম হয়ে হাঁসতে হাঁসি নিঝুম নিথর বিলে।
ইচ্ছে জাগে ঘাস মাড়াতে যত্নে আদুল পায়ে,
জোনাক হয়ে আলোক দিতে অন্ধ রাতের গায়ে।
বর্ষা এলে নতুন জলে যেমন ব্যাঙের খেলা-
ইচ্ছে করে তেমনি করে কাটিয়ে দিতে বেলা।
২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৫
মোছাব্বিরুল হক বলেছেন: ধন্যবাদ। অনুপ্রেরণার জন্য।
২| ২১ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
নুর ইসলাম রফিক বলেছেন: কবির ইচ্ছে কবিতার ইচ্ছেগুলি খুব আমার ইচ্ছে বলে মনে হলো।
কবিরা নিজের একমনে হরেক মনের ইচ্ছে বপন করে তা ইচ্ছে কবিতায় স্পষ্ট।
দারুন একটি ছন্দময় কবিতা এই পাঠককে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ হে কবি।
২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১০
মোছাব্বিরুল হক বলেছেন: তব হৃদয়ে সুপ্ত গভীর মমতা বলে
মম জয়গান করে গেছ নানা ছলে।
ধন্যবাদ।
৩| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর একটি কবিতা।
২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১১
মোছাব্বিরুল হক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই। মন্তব্যের দ্বারা অনুপ্রেরনার জন্য।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
চাঁদগাজী বলেছেন:
কবিতাটির ছন্দ ও কথাগুলো খুবই ভালো লেগেছে।