নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপন পরিচয়ে বাঁচ

মোছাব্বিরুল হক

জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।

মোছাব্বিরুল হক › বিস্তারিত পোস্টঃ

আজব দেশের গল্প

২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৩



কোন এক আজব দেশের গল্প
জানতে কি চাও? - বলছি শুন অল্প
সেই দেশেতে - দাঁত পড়া সব বুড়ো,
গড়ছে সদা অঘটনের চুড়ূ।
ধর্ম কর্ম গেছে সবই ভুলে,
সওদা করে মিছের দোকান খোলে।
জ্ঞানের প্রচার করে যাদের জ্ঞানের বহর অল্প,
সত্য বলা বোকামি আর মিথ্যা মহান শিল্প।
বিড়াল সেথা পাহারা দেয় শুঁটকী মাছের বস্তা
বিদ্যা সেথায় টাকায় বিকোয়
পদক আরো সস্তা।
সাচা কথা ধ্বংশ আনে, মিথ্যা আনে মুক্তি
আলু, পটল, ডালের সাথে টাকায় মেলে যুক্তি।
বাচ্চা ছেলের ফ্যাশন দেখে মাথায় পড়ে বাজ,
কোন গহীনে হারিয়ে গেল মান্যতা আর লাজ।
মানবতার যুক্তি সেথা লোক বিশেষে ভিন্ন,
আমার বেলায় যুক্তিটা এক তোমার বেলায় ভিন্ন।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২০

মোছাব্বিরুল হক বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ২৬ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

ইমরান আল হাদী বলেছেন: সত্য.....

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৬

মোছাব্বিরুল হক বলেছেন: ধন্যবাদ। সরল মন্তব্যের জন্য।

৩| ২৬ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দারুন কথা সত্য বটে
তুমি আমি বুঝলাম,
যাদের এটা বুঝতে হবে
অনেক তাদের খুজলাম।
পাইনা তাদের কোথা আছে
বলেনাতো কেউ,
কি লাভ হবে এসব বলে
নদীতে তুলে ঢেউ!

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪০

মোছাব্বিরুল হক বলেছেন:

সবাই যদি বসে থাকি কি লাভ হবে ভেবে
ফাকা মাঠে হাজারো গোল ওরা করে দেবে।

৪| ২৬ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

তারেক ফাহিম বলেছেন: ছড়ায় ছড়ায় সত্য কথাগুলো বললেন।

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৫

মোছাব্বিরুল হক বলেছেন: ধন্যবাদ আমার কবিতায় মন্তব্যের জন্য। পাশে থাকবেন সবসময়।

৫| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০৮

কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার সুন্দর একটা কবিতা। আমাদের দেশের বর্তমান চিত্র খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩২

মোছাব্বিরুল হক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, আমার কবিতায় মন্তব্যের জন্য। সবসময় পাশে থাকবেন যেন এভাবেই লিখতে পারি।

৬| ২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ দারুন তো!
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর গল্পের জন্য।

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৬

মোছাব্বিরুল হক বলেছেন: অনেক ধন্যবাদ অনুপ্রেরণার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.