![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।
মানিনাকো আমি মানবের গড়া বৈষম্যের নীতি
ধনী গরিবের এই ব্যবধান।
আপন স্বার্থ বলয়েতে ঘেরা
দ্বীনহীন লোকে করে অপমান,
আমীর লোকের সন্তোষে গড়া-
কানুনে স্বজন প্রিতি।
মানিনাকো আমি মানুষে মানুষে মিথ্যে ব্যবধান।
আদমের মাঝে উঁচু নিচু জাত ভেদে করা সম্মান।
কোন সে অধম হাকাইয়া ফিরে
বংশ গরব গীতি?
দেখেনা কি সে ইতিহাসে রাখা
অহংকারীর স্মৃতি?
মহাকাল জপে ধরণীর বুকে
অভিজাত সেই জন,
চিন্তা, মননে অপরের তরে
বিলায়েছে যে জীবন।
তাইতো মানিনা তোমাদের দেয়া মিথ্যে সম্মান।
তোমার আমার চিন্তার মাঝে এই শুধু ব্যবধান।
০৪ ঠা মে, ২০১৮ বিকাল ৪:৪৯
মোছাব্বিরুল হক বলেছেন: মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। ভাল থাকবেন।
২| ০৪ ঠা মে, ২০১৮ বিকাল ৪:৩৯
তারেক ফাহিম বলেছেন: সাদা কালো লম্বা বেটে দেহের রক্ত সবার লাল।
ধমের মেশিন বন্ধ হলে সবার হ্য় একই হাল।
কবিতা পাঠে মুগ্ধতা।
০৪ ঠা মে, ২০১৮ বিকাল ৪:৫০
মোছাব্বিরুল হক বলেছেন: ছন্দের মায়ায় মুগ্ধ করে মন্তব্যের জন্য ধন্যবাদ।
দোয়া প্রার্থনা করি।
৩| ০৪ ঠা মে, ২০১৮ সন্ধ্যা ৭:২২
সেলিম আনোয়ার বলেছেন: বৈষম্যহীন পৃথিবী। আমারও একান্ত কাম্য।
০৪ ঠা মে, ২০১৮ রাত ৯:১৭
মোছাব্বিরুল হক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আমার লেখায় মন্তব্যের জন্য।
আমরা সকলেই চাই পৃথিবীটা বৈষম্যহীন হোক। মানুষ তার সঠিক সম্মান ফিরে পাক।
৪| ০৪ ঠা মে, ২০১৮ রাত ৯:৫১
ব্লগার_প্রান্ত বলেছেন: মহাকাল যপে ধরনীর বুকে
অভিজাত সেই জন,
চিন্তা, মননে অপরের তরে
বিলায়েছে যে জীবন।
একদম মনে গেথে রাখলাম, ভাইয়া। খুব সুন্দর লিখেছেন।
০৪ ঠা মে, ২০১৮ রাত ৯:৫৯
মোছাব্বিরুল হক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য। আগামী দিনের চলার পথে অনেক ভালবাসা রইল।
৫| ০৬ ই মে, ২০১৮ দুপুর ২:৪১
আবু আফিয়া বলেছেন: বেশ ভাল লাগল,
সবাইকে ভালবাসতে হবে।
লেখককে ধন্যবাদ
০৬ ই মে, ২০১৮ রাত ৯:২৮
মোছাব্বিরুল হক বলেছেন:
আমার লেখায় মন্তব্যের জন্য ধন্যবাদ। কোন লেখা কারো ভাল লেগেছে জানতে পারলে অন্য রকম একটা আনন্দ হয়।
আবারো ধন্যবাদ। আশা করি সবসময় পাশে থাকবেন, মন্তব্যের মাধ্যমে।
অনেক শুভকামনা আপনার জন্য।
৬| ০৭ ই মে, ২০১৮ রাত ১০:১৪
শামচুল হক বলেছেন: ভালো লাগল কবিতা। ধন্যবাদ
০৮ ই মে, ২০১৮ দুপুর ১২:২২
মোছাব্বিরুল হক বলেছেন:
ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য।
আশাকরি পাশে থাকবেন সবসময়।
৭| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৪:৩৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার কবিতায় অদ্ভুত অদ্ভুত ছবি দেখতে পাই। মন্দ নয়।
১০ ই মে, ২০১৮ বিকাল ৪:৩৭
মোছাব্বিরুল হক বলেছেন: মন্দ না বলার জন্য ধন্যবাদ। তবে মন্দ বললেও কিছু মনে করতামনা।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০১৮ বিকাল ৪:৩৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।