![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।
আঁধারের বুকে নূর হয়ে এলে
মিটাতে সকল ভ্রান্তি,
মন্দের রেসে চঞ্চল ধরা
তুমি নিয়ে এলে শান্তি।
আরবের বুকে আমেনার কোলে
উঠিল সত্য তেজিয়া,
তমসার মাঝে আলো এনে দিলে
মন্দের জাল ভেদিয়া।
সৃষ্টি শ্রেষ্ঠ মানবের মাঝে
সর্ব শ্রেষ্ঠ তুমি,
তুমি এলে মরু নূরেতে ভাসিল
হাঁসিল তামাম ভূমি।
আপন জাতির লোকেরা তোমারে
মেরেছে পাথর শত,
সত্যের পথ দেখায়েছ বলে
অপবাদ দিল কত।
অভিশাপ তবু দাওনিকো তুমি
করিয়াছ ক্ষমা সবে,
কাঁদিয়াছ কত, নাযাত তাদের
চাহিয়াছ তুমি রবে।
ইসলাম বলে মানবের মাঝে
জাতে নাই ব্যবধান,
শত আঘাতেও গাহিয়াছ তুমি
সাম্যের জয়গান।
২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
মোছাব্বিরুল হক বলেছেন:
জ্বি হাঁ।
কবিতা পাঠের জন্য ধন্যবাদ।
২| ২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
ওমেরা বলেছেন: খুব সুন্দর হয়েছে ।
২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
মোছাব্বিরুল হক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আমার কবিতায় মন্ত্যব্যের জন্য। শুভকামনা রইল।
৩| ২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কি লেখক?
কবিতার মাঝে দু-একটা প্যারা করেন! পড়তে তো সমস্যা হচ্ছে!
ইসলাম বলে মানবের মাঝে
জাতে নাই ব্যবধান,
শত আঘাতেও গাহিয়াছ তুমি
সাম্যের জয়গান।
২৯ শে মে, ২০১৮ রাত ৮:০০
মোছাব্বিরুল হক বলেছেন:
আপনাকে কষ্ট দেয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
ঠিক করে দিলাম।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
৪| ২৯ শে মে, ২০১৮ রাত ৮:১৫
শাহীন_রহমান বলেছেন: দারুণ
২৯ শে মে, ২০১৮ রাত ৯:৩৬
মোছাব্বিরুল হক বলেছেন: ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য। আশা করি পাশে থাকবেন সবসময়।
৫| ২৯ শে মে, ২০১৮ রাত ৯:২৬
মীর সাজ্জাদ বলেছেন:
দীন এনে ছড়িয়ে দিলে
মানবের মাঝে,
শান্তির পথ ধরিয়ে দিলে
মানুষের কল্যানের কাজে।
ভালো লাগলো অনেক।
২৯ শে মে, ২০১৮ রাত ৯:৩৭
মোছাব্বিরুল হক বলেছেন: আমার লেখায় মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন সবসময়। ভাল থাকবেন।
৬| ৩০ শে মে, ২০১৮ সকাল ১১:০২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৪
মোছাব্বিরুল হক বলেছেন: ধন্যবাদ ভাই।
৭| ৩১ শে মে, ২০১৮ দুপুর ২:৩৮
তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর লিখেছেন মোছাব্বিরুল ভাই।
৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২০
মোছাব্বিরুল হক বলেছেন:
অসংখ্য ধন্যবাদ তারেক ভাই। চেষ্টা করি লিখার জন্য। দোয়া করবেন।
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
বিজন রয় বলেছেন: মন্দের রেসে চঞ্চল ধরা
রেসে কি ইংরেজী শব্দ?