![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।
ভালবাসি আমি সবুজেতে ঘেরা পল্লিবালার রূপ,
বৃক্ষেরা যেথা গলাগলি করে
সোহাগে মিশায়ে বুক।
প্রভাতের আলো জাগিবার আগে
যেথা গায় পাখি গান,
কৃষাণেরা ছুটে ফসলের মাঠে
এনে দিতে সোনা ধান।
ভালবাসি আমি সবুজের বুকে
সোনালী রোদের হাসি,
ক্লান্ত দুপুরে বটের ছায়ায়
রাখালের মধু বাঁশি।
ভালবাসি আমি মাটিরে জড়িয়ে
গ্রাম্য শিশুর খেলা,
ব্যাস্ত সকাল, ক্লান্ত দুপুর, শান্ত বিকেল বেলা।
ভালবাসি আমি ফসলের মাঠে
কচি সবুজের ঢেউ,
এই ভালবাসা নাড়ির বাঁধন
ছিঁড়তে পারেনা কেউ।
রচনা কাল: ২৫/০৫/২০১৮
০৭ ই জুন, ২০১৮ সকাল ১০:৫৭
মোছাব্বিরুল হক বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য
২| ০৭ ই জুন, ২০১৮ সকাল ৭:৩৯
আকিব হাসান জাভেদ বলেছেন: এমন ভালোবাসা ছিন্ন করে
রয়ে আছি আজ দূর
মায়ার কালে আর পারি না
ভুলতে আপন সুখ ।
ছবটিাই মন ভরে গেল । সুন্দর কবিতা।
০৭ ই জুন, ২০১৮ সকাল ১০:৫৯
মোছাব্বিরুল হক বলেছেন: শরীরটা দূরে থাকতে পারে কিন্তু মনকে দূরে রাখা সম্ভব নয়।
মন্তব্যের জন্য ধন্যবাদ
৩| ০৭ ই জুন, ২০১৮ সকাল ৮:৫৯
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। সুন্দর ছবি।
আমার এখনই গ্রামে যেতে ইচ্ছা করছে।
০৭ ই জুন, ২০১৮ সকাল ১১:০৩
মোছাব্বিরুল হক বলেছেন: গ্রাম আমার খুব প্রিয়। গ্রামের মানুষ, প্রকৃতি সব।
৪| ০৭ ই জুন, ২০১৮ সকাল ৯:০২
ওমেরা বলেছেন: ছবিতা,কবিতা মিলেমিশে একাকার মানে ছবিটাও সুন্দর কবিতাও সুন্দর হয়েছে ।
০৭ ই জুন, ২০১৮ সকাল ১১:০৯
মোছাব্বিরুল হক বলেছেন: ধন্যবাদ ভাই মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য।
৫| ০৭ ই জুন, ২০১৮ সকাল ৯:০৪
স্বচ্ছ দর্পন বলেছেন: প্রকৃতি ভালোবাসাতে পারলে তার প্রতিদান পাওয়া যায়। কবিতাটা সুন্দর হয়েছে
আমার ব্লগ ঘুরে আসার অনুরোধ রইলো ।
ভালোবাসার প্রকারভেদ - স্বচ্ছ দর্পন
০৭ ই জুন, ২০১৮ সকাল ১১:৩২
মোছাব্বিরুল হক বলেছেন: পড়লাম খুবই বাস্তব সম্মত কথা। আমিও অবাক হই বর্তমান ভালবাসা নামক বস্তুটি দেখে, এটা কোনভাবেই ভালবাসা হতে পারেনা এটা নিশ্চিতভাবে নোংরামি। অসুস্থ হৃদয়ের বাহ্যিক আচরন।
আমার লেখায় মন্তব্যের জন্য ধন্যবাদ।
৬| ০৭ ই জুন, ২০১৮ সকাল ৯:০৮
লাবণ্য ২ বলেছেন: কবিতায় ভালোলাগা।
০৭ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৮
মোছাব্বিরুল হক বলেছেন: কারো ভাল্ লাগার মত কিছু করতে পারাতে আনন্দিত।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
৭| ০৭ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৫
সালমা নাসরিন৯৯ বলেছেন: সুন্দর কবিতা
০৭ ই জুন, ২০১৮ সকাল ১১:৪৩
মোছাব্বিরুল হক বলেছেন: ধন্যবাদ আমার লেখায় মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৮ সকাল ৭:১১
মীর সাজ্জাদ বলেছেন: খুব সুন্দর হয়েছে।