![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।
পাঁচ সালে খোকাবাবু
দশ কেজি বোঝা লয়,
এ রকম বুঝা নেয়া
মোটেওতো সোজা নয়।
সোজা লোক কুঁজো হবে
বইয়ের ভারেতে,
খোকাবাবু রোজ লয়
এই বোঝা ঘাড়েতে।
বই সেত নয় যেন
কাগজের বস্তা,
ভাব দেখে মনে হয়
জ্ঞান অতি সস্তা।
এক গাদা বই নিয়ে
খোকা বাবু বাড়ি যায়,
বই খুলে পড়া গিলে
দিন রাত খাবি খায় ।
০৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৫১
মোছাব্বিরুল হক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আমার লেখায় মন্তব্যের জন্য। পাশে থাকবেন।
২| ০৮ ই জুন, ২০১৮ সকাল ১১:২৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আহারে,বেচারার জন্য মায়া হয়,
কি করে এত বিরাট বোঝা বয়!!
০৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৫৪
মোছাব্বিরুল হক বলেছেন: কিন্ডারগার্টেন এর বাচ্চাদের দেখলে আসলেই মায়া হয়।
৩| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ১২:০৩
স্বচ্ছ দর্পন বলেছেন: বইয়ের বোঝা আর মাথার চাপ দুটোই ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশে প্রথম বাঁধা
০৮ ই জুন, ২০১৮ দুপুর ১২:১২
মোছাব্বিরুল হক বলেছেন: বাচ্চাদের এখন বিদ্যা গেলানোর প্রতিযোগিতা চলছে। যার পরিনতি রবিন্দ্রনাথের তোতা কাহিনীর মত হবে।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
৪| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ১:১৫
বিষাদ সময় বলেছেন: গুরুত্বপূর্ণ বিষয় বস্তু এবং চমৎকার লিখন শৈলী...............
ভাড়েতে<ভারেতে
আপনার জন্য শুভকামনা।
০৮ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৯
মোছাব্বিরুল হক বলেছেন: বানানে অনেক ভুল। একজন ঠিক করেও দিয়েছেন।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
৫| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ১:৩৬
কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! চমৎকার সময়োপযোগী একটি ছড়া। ছবিটা সবচেয়ে ভাল লেগেছে। লাইক দিলাম ++++।
০৮ ই জুন, ২০১৮ দুপুর ২:৪১
মোছাব্বিরুল হক বলেছেন: ধন্যবাদ কাওসার ভাই পাশে থাকার জন্য।
৬| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ১:৪২
লাবণ্য ২ বলেছেন: দারুন!
০৮ ই জুন, ২০১৮ দুপুর ২:৪১
মোছাব্বিরুল হক বলেছেন: ধন্যবাদ।
৭| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৭
মোছাব্বিরুল হক বলেছেন: মোবাইলে লেখার সমস্যা বলে ঠিক করতে পারছিনা। রাতে কম্পিউটারে বসে অবশ্যই ঠিক করে দিব।
৮| ০৮ ই জুন, ২০১৮ রাত ৮:২২
রাজীব নুর বলেছেন: ভালো হয়নি।
তবে আপনি চেষ্টা করেছেন তার জন্য ধন্যবাদ।
১১ ই জুন, ২০১৮ দুপুর ২:২৫
মোছাব্বিরুল হক বলেছেন: অনেক পজেটিভ মন্তব্যের ভীড়ে নেগেটিভ কিছু মন্তব্য ভালই লাগে।
ধন্যবাদ সাহসী মন্তব্যের জন্য।
চেষ্টা চালিয়ে যাব যতদিন হাত ও মাথা সচল থাকে।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০১৮ সকাল ৭:৩১
এস এম নাসিমুল ইসলাম বলেছেন: পাঁচ সালে খোকাবাবু
দশ কেজি বোঝা লয়
এত ভারি বোঝা নেওয়া
মোটেওতো সোজা নয়।
সোজা লোক কুঁজো হবে
বইয়ের ভারেতে
খোকা বাবু রোজ লয়
ঐ বোঝা ঘাড়েতে।
বই সেত নয়
যেন কাগজের বস্তা
ভাব দেখে মনে হয়
জ্ঞান অতি সস্তা।
এক গাদা বই নিয়ে
খোকা বাবু বাড়ি যায়
বই খুলে পড়া গিলে
দিন রাত খাবি খায় ।।
লেখাটি খুব ভাল লেগছে ------- এমন একটি কবিতার জন্য লেখককে অনেক ধন্যবাদ