![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।
জগৎ জুরিয়া গরিবেরা শুধু পুড়িছে কৃষানু আয়াশে
সাধ তুরগেতে ভর করে ছোটে সুখ পাইবার পিয়াসে।
শশীরে যেমন গগনে শোভায় কাড়িতে তিমির রজনী,
ধরাধামে সুখ তেমনি সুভিছে পুষ্ট নিলয়ে মোহিনী।
চকরি ললাটে যেমন জোটেনা চন্দ্রেরে পাওয়া প্রাগাড়ে,
কুঠিরবাসীর সুখের আশাও কান্নায় ঝড়ে অঝরে।
সুখ সারঙ্গ ছুটিয়া চলেছে দুর্দাম গতি তার,
ক্ষুদ্র গতির সাধ্য কি আছে কভু তারে ধরিবার?
ইহার চাইতে দুঃখ জয়ীতে চালাওনা অভিযান
ছলনা করিয়া করোনা কখনো আত্বার-ই অপমান।
সত্য বলিয়া মৃত্যু ভুগিতে হয়াছে যেজন রাজী,
মরন তাহারে অমর করেছে ইতিহাস খ্যাত আজ-ই।
সাহসের সাথে সংগ্রাম কর ঝাড়িয়া ফেলিয়া ভয়,
সুখ খুঁজা তুমি বন্ধ করিয়া দুঃখকে কর জয়।
২৬ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৯
মোছাব্বিরুল হক বলেছেন: ঠিক তাই।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩৪
রাজীব নুর বলেছেন: দেশ উন্নয়নের মহাসড়কে অথচ এদের কোনো উন্নতি হয় না।