![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।
চাঁদ মামা আকাশেতে একা একা হাস
দুধ,ভাত খেতে দেব যদি বাড়ি আস।
মুড়ি, দই, চিড়ে দেব, খেজুরের গুঁড়
এত ডাকি তবু কেন থাক তুমি দূর?
কি এমন কাজ বল তারাদের সাথে!
দিনে তুমি কোথা যাও? ফিরে আস রাতে?
জেগে থাকি তাই বলে মা আমাকে বকে,
তুমি এসে খুব করে বকে দাও মাকে।
মা"টা না বোকা ভারি, বুঝে নাতো কিছু
ভাবখানা শুধু তার জানে কত কিছু।
বলো মামা, কারো "মা" কি এতো বোকা থাকে!
ভাইকে কি কেউ কভু মামা বলে ডাকে!
তুমি এলে দুই জনে মাকে দিয়ে আড়ি
একসাথে চলে যাব তারাদের বাড়ি।
২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫৭
মোছাব্বিরুল হক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। হঠাৎ ছোটবেলার কথা খুব মনে হচ্ছিল তাই............................।
২| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১০:০৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কবিতা উপহার দিয়েছেন ভাই,
শুভকামনা
২৮ শে জুলাই, ২০১৮ রাত ১০:০৮
মোছাব্বিরুল হক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
৩| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বাহ্! ব্লগে তাহলে বেশ কয়েকজন সনেট কবি পাচ্ছি।।
দারুন
চাঁদ হচ্ছে কমন মামা,
সে মায়েরও মামা ছেলেরও মামা
পুনশ্চঃ
@ চাঁদ মামা আকাশেতে একা একা হাঁস
এখানে হাঁস শব্দটা হাস বা হাসো(হাসা) হবে, (হাঁস= হংস, জলচর পাখি)
২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪৩
মোছাব্বিরুল হক বলেছেন: ধন্যবাদ ভুল ধরিয়ে দেয়ার জন্য।
সনেট কি আর এতো সহজ। লেখাটা ১৪-১৪ হলো বটে তবে মনে হয় সনেট হয়নি।
আমাদের সনেট কবি বিস্তারিত বলতে পারবেন।
৪| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৩
সনেট কবি বলেছেন: খুব সুন্দর কবিতা
২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪৬
মোছাব্বিরুল হক বলেছেন: অনেক ধন্যবাদ কবিতা পাঠের জন্য।
৫| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩১
স্রাঞ্জি সে বলেছেন: কবিতায় মুগ্ধতা।
২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪৭
মোছাব্বিরুল হক বলেছেন: কবিতা পাঠে কৃতজ্ঞতা।
৬| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫৪
রাজীব নুর বলেছেন: কবিতা ভালো হয়েছে।
শিশু কিশোরদের খুব ভালো লাগবে।
২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৫৮
মোছাব্বিরুল হক বলেছেন: বাচ্চাদের জন্যই লিখা।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫০
সফেদ বিহঙ্গ বলেছেন: ভালো হয়েছে।