![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।
আজকে বেজায় ভোজন হবে চলে আস বাড়ি।
কোরমা, পোলাও, কোপ্তা, কাবাব হাজারো তরকারি।
ঝালে রাঁধা মাংসখানা বলব কি আর মুখে,
পড়লে জিভে আপনি দু'চোখ জড়িয়ে আসে সুখে।
কব্জি সমান কৈ এর ভাঁজা, বোয়াল মাছের ঝোল,
দেখলে চোখে মন মানেনা, জিভে গড়ায় লোল।
টাকি মাছের ভর্তা আছে, চিংড়ি মাছের ভোনা,
কত রকম খাবার যে ভাই, যায়না হাতে গুনা।
মিষ্টি মুখের জন্য আছে পায়েস ভরা হাঁড়ি,
সন্দেশ আর রসমালাই, গোল্লা কাড়িকাড়ি।
খাবার শেষে মন মাতাবে মসলা দেয়া পান,
চলে আস তাড়াতাড়ি, মন করে আনচান।
খাবার থালা সামনে নিয়ে যায়কি বসে থাকা?
কত সময় মনকে বলো, বুঝিয়ে যায় রাখা?
কি বললে! কেমনে যাবে? তোমার সাথে আড়ি।
এত দিনেও জানলেনা খোঁজ, কোথায় আমার বাড়ি!
(ঈদের শুভেচ্ছা)
২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
মোছাব্বিরুল হক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
২| ২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
মোছাব্বিরুল হক বলেছেন: ঈদ মোবারক।
৩| ২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
কথার ফুলঝুরি! বলেছেন: আমাকে শুধু কাবাবের প্লেটটা দিলেই খুশী
২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
মোছাব্বিরুল হক বলেছেন: চলে আসুন। এখনো অপেক্ষা করছি।
৪| ২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
বাকপ্রবাস বলেছেন: এমন মজার খাবার হলে ঠিকানা কী আর লাগে
ঘ্রানে ঘ্রানে খুঁজে নেব আসব সবার আগে।
-
ছড়া ভাল লেগেছে।
২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
মোছাব্বিরুল হক বলেছেন: হাঃ হাঃ হাঃ দারুন বলেছেন।
পাশে থাকার জন্য ধন্যবাদ।
৫| ২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
bushralom বলেছেন: সুন্দর হয়েছে।।ঈদ মোবারক
২১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৬
মোছাব্বিরুল হক বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
ঈদ মোবারক।
৬| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১৫
রাজীব নুর বলেছেন: আপনার দাওয়াত গ্রহন করলাম। কিন্তু যেতে পারব না। ঈদের পর দিন ঢাকার বাইরে যাচ্ছি।
২১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৭
মোছাব্বিরুল হক বলেছেন: তাহলে আপনার সাথেও আড়ি।
৭| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৪
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! চমৎকার। চেটেপুটে খেলাম।
ঈদ মুবারক।
২২ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০৩
মোছাব্বিরুল হক বলেছেন: তাইতো বলি খাবার গেল কই! একাই সব খেয়ে নিলেন! আমার জন্য কিছুই রাখলেন না!
আচ্ছা, ভালোকথা আমার বাড়ি চিনলেন কিভাবে?????
মন্তব্যের জন্য ধন্যবাদ।
ঈদ মোবারক।
৮| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৭
বর্ণা বলেছেন: ভালো লাগলো
২২ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০৫
মোছাব্বিরুল হক বলেছেন: অনেক ধন্যবাদ।
ঈদ মোবারক।
৯| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৭
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ঘ্রাণ পাচ্ছি, আশেপাশেই মনে হচ্ছে যেকোন মুহুর্তে খুজে পাবো
২২ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০৬
মোছাব্বিরুল হক বলেছেন: আমি যেন কার পায়ের আওয়াজ পাচ্ছি।
ঈদ মোবারক।
১০| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৬
জোকস বলেছেন: ঈদ মোবারক।
২২ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০৭
মোছাব্বিরুল হক বলেছেন: ঈদ মোবারক
১১| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৮
সেলিম আনোয়ার বলেছেন: লোভনীয় কবিতা।
২২ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০৮
মোছাব্বিরুল হক বলেছেন: জলদি চলে আসুন। অপেক্ষায় আছি।
ঈদ মোবারক।
১২| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫৭
চাঙ্কু বলেছেন: ঈদ মোবারক
২২ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০৯
মোছাব্বিরুল হক বলেছেন: ঈদ মোবারক।
১৩| ২২ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:০৩
Mohammad Israfil বলেছেন: ঈদ মোবারক
২২ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:৪৭
মোছাব্বিরুল হক বলেছেন: ঈদ মোবারক
১৪| ২২ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৫১
স্রাঞ্জি সে বলেছেন: @প্রীশু নিবেন। ঈদ মোবারক।
২২ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০৫
মোছাব্বিরুল হক বলেছেন: ঈদ মোবারক
১৫| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪১
লক্ষণ ভান্ডারী বলেছেন: ঈদ মোবারক।
পবিত্রতম ঈদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৬
মোছাব্বিরুল হক বলেছেন: ঈদ মোবারক
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার!