![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।
স্বপ্নে পাওয়া আজব দেশ
সবাই আছে সেথায় বেশ।
অশান্তি নেই কোথাও কোন
কি কারনে, কেউ কি জান?
সেথায় মানুষ কষ্ট পেলে
ধৈর্য নামক ঔষধ গিলে।
ধৈর্য বিহীন মানুষ যারা
হয়যে তারা রাজ্য ছাড়া।
উচিৎ কথা সেথায় মানা
চোখ থাকিতেও সবাই কানা।
সত্য কথা বললে কেহ
জলের টানে হারায় দেহ।
তেলের বাজার সস্তা অতি
তেল মালিশে নেই যে ক্ষতি।
এই কাজে যে যত ভালো
তার জীবন-ই তত আলো।
এই কাজেতে অলস হলে
আজব যত শাস্তি মিলে,
ভোজবাজির-ই মতন করে
হারায় তারা রাত দুপুরে।
যেমনি খুশি রাজ্য চলে
সুখের প্রকাশ চোখের জলে।
কেউ যদি কয় দু:খে আছি,
এমন করে ক্যামনে বাঁচি?
তারই আসে সুখের দিন
ডান্ডাপেটা রাত্রি-দিন।
এদেশ আমার স্বপ্নে দেখা
খুজটি জানি আমি-ই একা।
০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১:২১
মোছাব্বিরুল হক বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আজব আইনগুলো মেনেই কিন্তু আমরা চলছি।
২| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১:৩৮
বাকপ্রবাস বলেছেন: সুন্দর। ভাল লেগেছে।
০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১:৪০
মোছাব্বিরুল হক বলেছেন: ভালোলেগেছে জেনে কৃতার্থ হলাম। অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
৩| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ২:১৯
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: সুন্দর
০১ লা অক্টোবর, ২০১৮ রাত ২:২২
মোছাব্বিরুল হক বলেছেন: আমার লেখায় আপনাকে স্বাগতম। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৫
সনেট কবি বলেছেন: বেশ
০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৩
মোছাব্বিরুল হক বলেছেন: ধন্যবাদ।
৫| ০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৯
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর ছড়া।
তবে ভাই যদি কিছু না মনে করেন, একে প্রথম স্তবকের ন্যায় চার চার পর্বে রাখলে একটি রিদিম আসতো। ভেবে দেখতে পারেন।
শুভকামনা জানবেন ।
০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৯
মোছাব্বিরুল হক বলেছেন: কিছু মনে না করে পারলাম না। মনেকরেই পরামর্শটা ভালো লাগল, আর তাই পরামর্শটা গ্রহণ করলাম। সত্যি বলতে সত্যিকার মনখোলা পরামর্শ পেতে খুব ভালোলাগে। পরামর্শ দেয়ার জন্য ধন্যবাদ। এভাবেই সর্বদায় পাশে পাবার আশা রাখি।
৬| ০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৫
রাজীব নুর বলেছেন: আমাদের দেশটাই তো একটা আজব দেশ।
০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪১
মোছাব্বিরুল হক বলেছেন: সর্বশেষ বলেই দিলাম এই দেশের ঠিকানা আমি ছাড়া আর কেউ জানেনা। আর আপনি গুজব ছড়িয়ে যাচ্ছেন!!!!!!!
৭| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৮
করুণাধারা বলেছেন: বুঝতে পেরেছি, আপনি উত্তর কোরিয়ার কথা বলছেন!
ছড়া চমৎকার হয়েছে।
০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৬
মোছাব্বিরুল হক বলেছেন: হা: হা: হা: আপনিতো ভালোই বুঝতে পারেন দেখছি। যতই চালবাজি করেননা কেন আমি কিন্তু রাজিব নুর ভাইয়ের মত নাম বলে দেবার লোক নই। এ দেশের ঠিকানা কেবল আমার-ই জানা।
মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।
৮| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৯
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।
০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৩
মোছাব্বিরুল হক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দাদা মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১:১৬
ল বলেছেন: সময়ের সাথে খাপ খাইয়ে চলার জন্যে অবশ্যই আমাদের এই আজব দেশের আজব সহ্য করে চলতে হপে।
সুন্দর ছড়া