![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।
তুমি আমার কাব্য জুড়ে ছন্দ ছিলে
ছিলে আমার জীবন গানের সুরের ধারা,
তুমি আমার মন বাগানের ভ্রমর ছিলে
বসন্তরাগ শোকের বিলাপ তোমায় ছাড়া।
তুমি আমার চলার পথের বৃক্ষ ছিলে
ছিলে আমার চৈত্র দিনের শীতল ছায়া,
তুমি আমার মাঘের কুসুম রৌদ্র ছিলে
মরুর বুকে জলের ধারা তোমার কায়া।
তুমি আমার ভোরের প্রথম শিশির ছিলে
ছিলে আমার ফাগুন দিনের কৃষ্ণচূড়া,
তুমি আমার বর্ষা ফুটা কদম ছিলে
ছিলে আমার হৃদয়পুরে সুখ অধরা।
তুমি আমার দিঘল বিলে পদ্ম ছিলে
ছিলে আমার শরত দিনের কাশের সারি,
তুমি আমার পাথর ভাঙা দু:খ ছিলে
ছিলে আমার শ্রাবণ দিনের মেঘ আধারি।
তুমি আমার জীবন জুরে সবই ছিলে
আমি তোমার ছিলাম কি আর মনের কোণে?
তুমি আমার রাত্রি জাগার কারন ছিলে
তুমি আমার ভাবনা সদা সংগোপনে।
০২ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩৩
মোছাব্বিরুল হক বলেছেন: অনেকদিন পর ব্লগে এসে প্রথম আপনার মন্তব্য পেয়ে খুবই ভালো লাগল।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
নিরাপদে থাকবেন।
২| ০২ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫০
বিজন রয় বলেছেন: আরে সত্যিই তো!! দেড় বছরের বেশি সময় পর পোস্ট দিলেন!!
এত দিন কোথায় ছিলেন, কেমন ছিলেন।
আবার নিয়মিত হবেন আশারাখি।
শুভকামনা।
০২ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:০৩
মোছাব্বিরুল হক বলেছেন: সারাদিন যেখানেই থাকি দিন শেষে বাড়িতো ফিরতেই হবে।
৩| ০২ রা জুলাই, ২০২০ রাত ৮:১০
সাড়ে চুয়াত্তর বলেছেন: চমৎকার কবিতা। খুব ভালো লেগেছে।
০২ রা জুলাই, ২০২০ রাত ৮:৪০
মোছাব্বিরুল হক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
৪| ০২ রা জুলাই, ২০২০ রাত ৮:২৬
কবীর হুমায়ূন বলেছেন: চমৎকার হয়েছে কবিতাটি। আবেগের কথায় টইটুম্বুর কবিতা। শুভ কামনা কবি মোছাব্বিরুল হক।
০২ রা জুলাই, ২০২০ রাত ৮:৪২
মোছাব্বিরুল হক বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৫| ০২ রা জুলাই, ২০২০ রাত ৮:৩৮
নেওয়াজ আলি বলেছেন: দারুণ লেখা , বেশ ।
০২ রা জুলাই, ২০২০ রাত ৮:৪৩
মোছাব্বিরুল হক বলেছেন: ধন্যবাদ
৬| ০৩ রা জুলাই, ২০২০ দুপুর ২:০৯
রাজীব নুর বলেছেন: চমতকার।
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২০
বিজন রয় বলেছেন: একটি তুমিময় কবিতা। আবেগ আর ভাললাগার ছড়াছড়ি।
ভাল লেগেছে।